X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আপাতত হিলারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন না ট্রাম্প

বিদেশ ডেস্ক
১০ নভেম্বর ২০১৬, ১৬:৪৭আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ১৬:৫৪
image

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর তার নির্বাচনি প্রচারণা ব্যবস্থাপক কেলিঅ্যান কোনওয়ে জানিয়েছেন, এখনই প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছেন না নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প এবং কেলিঅ্যান কোনওয়ে

কোনওয়ে জানান, ‘ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স দেশকে ঐক্যবদ্ধ করতে চাইছেন। তবে আমরা গত কয়েকদিনে হিলারির পুনঃতদন্ত নিয়ে কোনও আলোচনা করিনি। আমি মনে করি, এসব কথা বলার সময় এটা নয়।’

তিনি এ সম্পর্কে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে আরও বলেন, ‘আমরা গতরাতে এ বিষয়ে আলোচনা করিনি, আর হিলারির সঙ্গে ফোনেও ট্রাম্পের এ বিষয়ে কোনও কথা হয়নি। হিলারি কেবল ট্রাম্পকে অভিনন্দন জানাতেই ফোন করেছিলেন।’ ট্রাম্প তার বিজয়ী ভাষণেও ঐক্যের ডাক দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ‘সকল বিভক্তি ভুলে আমাদের আমেরিকাকে মহান করে তুলতে হবে।’ ওই সময়ে তিনি হিলারির প্রশংসাও করেছেন।

এর আগে বিভিন্ন নির্বাচনি সমাবেশে ট্রাম্প বলেছেন, তিনি নির্বাচিত হলে প্রথম যে কাজটি তিনি করবেন, তা হলো হিলারির ইমেইল ও ক্লিনটন ফাউন্ডেশনের তদন্ত শুরু করা। তিনি হিলারিকে কারাগারে দেখতে চান বলেও বিভিন্ন সমাবেশে উল্লেখ করেছেন।

কিন্তু বিজয়ী ভাষণে তিনি তার পূর্ববর্তী অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন। সেখানে তিনি তার নির্বাচনি স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ একবারের জন্যও উল্লেখ করেননি। এমনকি অভিবাসীরা ‘মহান’ কাজ করছেন বলেও উল্লেখ করেছেন তিনি।

আগামী ২০ জানুয়ারি ট্রাম্প চার বছর মেয়াদে প্রেসিডেন্ট পদে আসীন হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: রয়টার্স।

/এসএ/বিএ/

সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!