X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

ওবামা-ট্রাম্পের ৯০ মিনিটের বৈঠক, ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা

বিদেশ ডেস্ক
১১ নভেম্বর ২০১৬, ০৮:৪৩আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ০৮:৪৩
image

ওবামা ও ট্রাম্প বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সদ্য প্রেসিডেন্ট হিসেবে জয় পাওয়া রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ওভাল অফিসে ৯০ মিনিটের বৈঠক হয়েছে। ওবামা জানিয়েছেন, ওই বৈঠকে ‘রাষ্ট্রীয় ও পররাষ্ট্র নীতিমালা’ ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা হয়েছে। ওবামার আমন্ত্রণে সাড়া দিয়ে ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউজে যাওয়ার পর তাদের মধ্যে এ বৈঠক হয়।
উল্লেখ্য, নির্বাচনি প্রচারণার সময় প্রেসিডেন্ট ওবামার কঠোর সমালোচনা করেন ট্রাম্প। ওবামার স্বাস্থ্যসেবা নীতি থেকে শুরু করে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি- সব কিছুকে ‘বিপর্যয়’ বলে উল্লেখ করেছিলেন তিনি। আর প্রেসিডেন্ট পদে ট্রাম্পকে অযোগ্য বলে উল্লেখ করেছিলেন ওবামা। তবে বৃহস্পতিবার নিজেদের মধ্যকার সেইসব বিভেদ দূরে ঠেলে তারা আলোচনায় অংশ নেন।
মঙ্গলবারের (৮ নভেম্বর) নির্বাচনের পর ২০ জানুয়ারি শপথ গ্রহণের আগ পর্যন্ত ৭২ দিনে ক্ষমতা হস্তান্তরের জন্য কয়েকটি ধাপে প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। আর এর প্রথম ধাপটি ছিল বৃহস্পতিবার। এদিন ওবামার সঙ্গে সাক্ষাৎ করতে ট্রাম্প হোয়াইট হাউজে গেলে তাকে স্বাগত জানান ওবামা। ওভাল অফিসে ৯০ মিনিটের একান্ত বৈঠকে অংশ নেন তারা। পরে দুজন ফটোসেশনে অংশ নেন। সেসময় ট্রাম্পকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে ওবামা বলেন, ‘আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আপনাকে সফল করতে এখন আমরা সব সহায়তা দেব। কারণ আপনি সফল হলে দেশ সফল হবে।’
বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা একে অপরের সঙ্গে এর আগে কখনও মিলিত হইনি। আমি সম্মানিত বোধ করেছি। দেড় ঘণ্টা বৈঠক হয়েছে আমাদের।’

নির্বাচনের আগে ওবামাকে বিভিন্ন সময়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করলেও বৃহস্পতিবার তেমন অবস্থান থেকে সরে আসেন ট্রাম্প। ওবামাকে ‘অনেক ভালো মানুষ’ বলে উল্লেখ করেন তিনি। সূত্র: গার্ডিয়ান, বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
আরও কোটি কোটি ডলারের মার্কিন অস্ত্র পেতে যাচ্ছে ইসরায়েল?
চীন বিষয়ে বিশেষজ্ঞকে ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
চট্টগ্রামে পুলিশ কর্তৃক দুই সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় সিইউজের নিন্দা
চট্টগ্রামে পুলিশ কর্তৃক দুই সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় সিইউজের নিন্দা
সরকারের সব কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে গরিব থাকবে না: প্রধানমন্ত্রী
সরকারের সব কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে গরিব থাকবে না: প্রধানমন্ত্রী
রিমান্ড শেষে কারাগারে কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক
রিমান্ড শেষে কারাগারে কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক
শৈশবের স্মৃতিময় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর দুই কন্যা
শৈশবের স্মৃতিময় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর দুই কন্যা
সর্বাধিক পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
৫ জনকে হারিয়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান সেই সুইটি
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিকনীতি পরিবর্তন করবে ইরান
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি