X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ওবামা খুব ভালো মানুষ: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১১ নভেম্বর ২০১৬, ০৯:৩৭আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ০৯:৪৭
image

ট্রাম্প ও ওবামা নির্বাচনি প্রচারণার সময় বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কঠোর সমালোচনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ওবামার স্বাস্থ্যসেবা নীতি থেকে শুরু করে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি সব কিছুকে ‘বিপর্যয়’ বলে উল্লেখ করেছিলেন তিনি। তবে বৃহস্পতিবার ওবামার আমন্ত্রণে সাড়া দিয়ে হোয়াইট হাউজে যাওয়ার পর ট্রাম্পের মুখে শোনা গেল ভিন্ন সুর। ওবামাকে ‘খুব ভালো মানুষ’ বলে উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে ওবামার কাছ থেকে পরামর্শ নেবেন বলেও আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প।    
মঙ্গলবারের (৮ নভেম্বর) নির্বাচনের পর ২০ জানুয়ারি শপথ গ্রহণের আগ পর্যন্ত ৭২ দিনে ক্ষমতা হস্তান্তরের জন্য কয়েকটি ধাপে প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। আর এর প্রথম ধাপটি ছিল বৃহস্পতিবার। এদিন ওবামার সঙ্গে সাক্ষাৎ করতে ট্রাম্প হোয়াইট হাউজে গেলে তাকে স্বাগত জানান ওবামা। ওভাল অফিসে ৯০ মিনিটের একান্ত বৈঠকে অংশ নেন তারা। পরে দুজন ফটোসেশনে অংশ নেন।
বৈঠকের জন্য ওবামাকে ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট, আপনার সঙ্গে মিলিত হতে পেরে সম্মানিত বোধ করছি। ভবিষ্যতে আপনার সঙ্গে আরও অনেকবার দেখা হওয়ার সুযোগ খুঁজব।’
বৈঠক শেষে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা একে অপরের সঙ্গে এর আগে কখনও মিলিত হইনি। আমি সম্মানিত বোধ করেছি। দেড় ঘণ্টা বৈঠক হয়েছে আমাদের।’
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, উপস্থিত সাংবাদিকদের সামনে ট্রাম্প বার বার বলছিলেন, ‘ওবামা খুব ভালো মানুষ’।
এদিকে নির্বাচনের আগে ট্রাম্পকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিলেন ওবামাও। প্রেসিডেন্ট পদে ট্রাম্পকে অযোগ্য বলে উল্লেখ করেছিলেন তিনি। তবে বৃহস্পতিবার হোয়াইট হাউজে নিজেদের মধ্যকার সেইসব বিভেদ দূরে ঠেলে রাখতে দেখা যায় দুজনকেই। ট্রাম্পের সঙ্গেকার বৈঠককে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেন ওবামা।

তিনি জানিয়েছেন, ওই বৈঠকে ‘রাষ্ট্রীয় ও পররাষ্ট্র নীতিমালা’ ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা হয়েছে।

ট্রাম্পকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে ওবামা বলেন, ‘আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আপনাকে সফল করতে এখন আমরা সব সহায়তা দেব। কারণ আপনি সফল হলে দেশ সফল হবে।’ সূত্র: গার্ডিয়ান, বিবিসি, সিএনএন

/এফইউ/

 

সম্পর্কিত
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা