X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে উত্তাল দ. কোরিয়া, লাখো মানুষের বিক্ষোভ

বিদেশ ডেস্ক
১২ নভেম্বর ২০১৬, ১৭:১৬আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৭:১৭
image

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে উত্তাল দ. কোরিয়া, লাখো মানুষের বিক্ষোভ দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের পদত্যাগের দাবিতে ধারাবাহিক বিক্ষোভের অংশ হিসেবে শনিবার সিউলের রাস্তায় নেমেছেন লাখো মানুষ। পার্কের পদত্যাগই আন্দোলনকারীদের একমাত্র দাবি।

পার্কের বিরুদ্ধে অভিযোগ তিনি চোউ সুন সিল নামের এক নারীকে দিয়ে অবৈধ কাজ করিয়েছেন। রাষ্ট্রীয় কাজে অনুমতি না দিয়ে ওই নারীকে বিভিন্ন সরকারি দফতরে প্রবেশের ক্ষমতা দিয়েছিলেন তিনি। এতে দেশটির আইন লঙ্ঘন হয়েছে। অভিযুক্ত প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে ধারাবাহিক বিক্ষোভ চালিয়ে যাচ্ছে দ. কোরিয়ার মানুষ। শনিবারের বিক্ষোভে যোগ দিয়েছেন এক লাখ মানুষ।

প্রসঙ্গত, চোউ-সুন সিল হচ্ছে প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের গুরু কন্যা। এই গুরুর প্রতি অত্যন্ত ভক্তি শ্রদ্ধা প্রেসিডেন্ট পার্কের। আর সেই সুযোগটি কাজে লাগিয়েছের গুরুর মেয়ে চোউ সু সিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর প্রথম কয়েক মাসে নিজের রাজনৈতিক বক্তৃতা বন্ধু চাওই সুন-সিলকে দিয়ে লেখাতেন পার্ক।  যদিও চাওই সরকারি কোনো পদে দায়িত্বরত নন। গত সপ্তাহে প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তারা এ কথা স্বীকার করে নেওয়ার পর তিনি নিজের জ্যেষ্ঠ ১০ উপদেষ্টাকে পদত্যাগের নির্দেশ পার্ক।

তারপরও জনগণের বিশ্বাস ভঙ্গের এবং সরকার ব্যবস্থাকে বিশৃঙ্খল করার অভিযোগ তুলে পার্কের পদত্যাগের দাবিতে রাজধানী সিউলে বিক্ষোভ অব্যাহত থাকে।

পার্কের গুরুকন্যা চোই সুন লি এই মুহূর্তে দক্ষিণ কোরিয়া পুলিশের হাতে বন্দি। তার বিরুদ্ধে প্রতারণা ও জাল জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। বিভিন্ন কর্পোরেট কোম্পানি থেকে মোটা অঙ্কের অর্থ নেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে। আর এসব কাজ করার জন্য প্রেসিডেন্ট পার্ক তাকে সহায়তা করেন।

২০১২ সালে নির্বাচিত হয়ে দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন পার্ক। আগামী বছর দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন। ক্ষমতায় থেকে নানা কেলেঙ্কারিতে জড়িয়েছেন প্রেসিডেন্ট। এজন্য পদত্যাগ ছাড়া অন্য কোনো দাবি নেই আন্দোলনকারীদের।

/বিএ/

সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা