X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

সংখ্যালঘু হয়রানি বন্ধে সমর্থকদের প্রতি ট্রাম্পের আহ্বান

বিদেশ ডেস্ক
১৪ নভেম্বর ২০১৬, ১৭:৩১আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১৭:৩২
image

সংখ্যালঘু হয়রানি বন্ধে সমর্থকদের প্রতি ট্রাম্পের আহ্বান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর হয়রানি বন্ধ করতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (১৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস-এর সিক্সটি মিনিটস অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের সঞ্চালক লেসলি স্টাহল ট্রাম্পের কাছে তার সমর্থকদের দেওয়া বিভিন্ন বর্ণবাদী স্লোগানের প্রসঙ্গ তোলেন। ট্রাম্পের সমর্থকরা বর্ণবাদী স্লোগান লিখছে এবং বিভিন্ন অবমাননাকর বার্তা উচ্চারণ করছে বলে অভিযোগ করেন লেসলি। ল্যাটিনো ও মুসলিমদের হয়রানির মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জবাবে ট্রাম্প জানান, এ কথা শুনে তিনি কষ্ট পেয়েছেন।
ট্রাম্প বলেন, ‘আমি বলি, ‘এটা বন্ধ করুন’। যদি এটাতে কাজ হয়...তাহলে আমি তা বলব। আমি এ মুহূর্তে ক্যামেরার সামনেই বলছি: ‘এমনটা বন্ধ করুন’।
নির্বাচনের আগে মুসলিম ও অভিবাসী ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন ট্রাম্প। নির্বাচিত হলে মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেওয়া এবং অভিবাসীদের বিতাড়িত করার ঘোষণা দিয়েছিলেন তিনি। আর তাই নির্বাচনে ট্রাম্পের জয়ের পর সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সিবিএস-এর কাছে ট্রাম্প দাবি করেন, সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে বর্ণবাদী তিরস্কারের দুই তিনটি ঘটনাই তার চোখে পড়েছে। শ্বেতাঙ্গ আধিপত্যের স্কুলগুলোতেই এমনটা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্প বলেন, ‘আমি বলব, এমনটা করবেন না। এটা ভয়াবহ। কারণ আমি এ দেশকে একত্রিত করতে চাই।’

‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগানকে নির্বাচনি প্রচারণার অস্ত্র করেছিলেন ট্রাম্প। তার এই মহান আমেরিকা দিয়ে তিনি সেই কলম্বাসের আবিষ্কৃত আমেরিকাকে বুঝিয়ে থাকেন; যা শ্বেতাঙ্গ আাধিপত্যেরই নামান্তর। কালজয়ী ঐতিহাসিক হাওয়ার্ড জিন তার ‘পিপলস হিস্টরি অব আমেরিকা’য় লিখেছেন কিভাবে আদিবাসীদের ওপর হত্যা-নির্যাতন চালিয়ে, তাদের সম্পদ লুণ্ঠন করে এই কথিত আমেরিকায় শ্বেতাঙ্গ আধিপত্য কায়েম করা হয়েছিল আর তার নাম দেওয়া হয়েছিল আমেরিকা আবিষ্কার।

সেই শ্বেতাঙ্গ আধিপত্যের রাজনীতির বিপরীতে বিভিন্ন জাতি-গোষ্ঠী ও শ্রেণি-পেশার মানুষকে স্থাপন করেছেন ট্রাম্প। তাদের মধ্যকার বিভক্তিকে সামনে আনতে চেয়েছেন। মেক্সিকোর সীমান্ত নয় কেবল, মানুষের মনের মধ্যে থাকা বিভক্তির দেয়ালকে উসকে দিতে চেয়েছেন তিনি। আর তাতে সফল হয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ইলেক্টোরাল ভোট নিয়ে জয় নিশ্চিত করেছেন ট্রাম্প। তবে  নির্বাচনে ট্রাম্পের জয়ের খবর প্রকাশের পরপরই বিক্ষোভ ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে। বিভিন্ন স্থানে ‘নট মাই প্রেসিডেন্ট’, ‘টাইম টু রিভল্ট’, ‘ফ্যাসিস্ট ট্রাম্প’, ‘রেজিস্ট রেসিজম’, ‘নো ট্রাম্প’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীরা প্রতিবাদ জানিয়েছেন। দেশের বিভিন্ন স্থানে মানুষজন বিক্ষোভে নেমেছেন, যা সাম্প্রতিক মার্কিন ইতিহাসে নজিরবিহীন। সূত্র: সিএনএন

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ইরানের ওপর আসতে পারে আরও নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে সংযমের আহ্বান ইরাকি নেতার
সর্বশেষ খবর
চট্টগ্রামে তিন ভাইবোনকে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে তিন ভাইবোনকে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
অপরাধ প্রমাণিত হওয়ায় বাধ্যতামূলক অবসরে পুলিশ সুপার
অপরাধ প্রমাণিত হওয়ায় বাধ্যতামূলক অবসরে পুলিশ সুপার
ওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
সিনেমা সমালোচনাওমর: ‘নায়িকাবিহীন’ এক থ্রিলার
কণ্ঠের সুচিকিৎসা দেশেই সম্ভব: বিএসএমএমইউ ভিসি
কণ্ঠের সুচিকিৎসা দেশেই সম্ভব: বিএসএমএমইউ ভিসি
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট