X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ক্লাস বর্জন করে ট্রাম্পবিরোধী বিক্ষোভে শিক্ষার্থীরা

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০১৬, ২২:০০আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ২২:০৯

যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে শিক্ষার্থীদের ট্রাম্পবিরোধী বিক্ষোভ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও মেরিল্যান্ডসহ বিভিন্ন অঙ্গরাজ্যে শত শত শিক্ষার্থী সোমবার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন। ক্লাস বর্জন করে তারা এ বিক্ষোভে শামিল হন। লস এঞ্জেলেসে শিক্ষার্থীরা বয়লি হাইটসে অবস্থিত একটি প্লাজা পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করে। এ এলাকাটিতে হিস্পানিকরা সংখ্যাগরিষ্ঠ। বিক্ষোভকারীদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘জেগে ওঠো’, ‘ঐক্যবদ্ধ হও’। তারা যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর পতাকা হাতে তারা এ বিক্ষোভ প্রদর্শন করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

মেরিল্যান্ডের সিলভার স্প্রিং ও অরেগনের পোর্টল্যান্ডেও একই ধরনের বিক্ষোভ হয়েছে। ৮ নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর যুক্তরাষ্ট্রজুড়ে এমন বিক্ষোভ হচ্ছে। এসব বিক্ষোভে অংশ নেওয়া ১০ সহস্রাধিক মানুষ ‘ট্রাম্প আমার প্রেসিডেন্ট নয়’, ‘নো ট্রাম্প’, ‘নো রেসিস্ট ইউএসএ’, ‘জনগণের ঐক্য পরাজিত হবে না’, ‘অভিবাসীরাই আমেরিকাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে’ ইত্যাদি স্লোগান দেন।

লস অ্যাঞ্জেলেসে বিভিন্ন স্কুলের কর্মকর্তারা ক্লাস বর্জন করে বিক্ষোভে অংশ না নেওয়ার পরামর্শ দিয়েছেন। তারা ক্ষোভ প্রকাশের আলাদা উপায় খুঁজে বের করার আহ্বান জানানো সত্ত্বেও সেখানে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

লস অ্যাঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট সুপার মিশেল কিং বলেন, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে প্রায় এক সপ্তাহ হতে চললো। তবে অনেক শিক্ষার্থী নির্বাচনের ফল নিয়ে এখনও উদ্বিগ্ন। তারা চায়, তাদের কথা শোনা হোক।

তিনি বলেন, এখন গুরুত্বপূর্ণ সংলাপ প্রয়োজন। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা জানুক, তারা একা নয়। যাই হোক, শিক্ষা কার্যক্রম ব্যাহত করে এমন কর্মকাণ্ড চালানো শিক্ষার্থীদের উচিত হবে না।

মেরিল্যান্ডের পাঁচটি হাইস্কুলের কয়েকশ শিক্ষার্থী সিলভার স্প্রিং শহরে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট না’। এ সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে অনেক পথচারীকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে উৎসাহব্যাঞ্জক কথা বলতে শোনা যায়। অনেক চালক হর্ন বাজিয়ে বিক্ষোভকারীদের স্বাগত জানান।

শিক্ষার্থীদের বলতে শোনা যায়, ‘আমরা নবনির্বাচিত প্রেসিডেন্টকে প্রত্যাখান করছি।’

মেরিল্যান্ডের স্কুল কর্মকর্তারা জানান, স্কুলে অনুপস্থিত থাকার উপযুক্ত কারণ দেখাতে না পারলে শৃঙ্খলা ভঙ্গের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে দেশব্যাপী ধারাবাহিক বিক্ষোভের অংশ হিসেবে সোমবার এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নির্বাচনি প্রচারণাকালে অভিবাসী, মুসলিম ও নারীদের নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি মুসলিমদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছিলেন। এছাড়া দেশটির অভিবাসী মেক্সিকানদের তিনি ‘ধর্ষক’ ও ‘অপরাধী’ হিসেবে বর্ণনা করেন। নির্বাচিত হওয়ার পরও ৩০ লাখ অবৈধ অভিবাসীকে দেশ থেকে বের করে দেওয়া অথবা জেলে পাঠানোর হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এমন একজন মানুষের জয়ে দেশটির অনেক নাগরিক সন্ত্রস্ত হয়ে পড়েছেন। অব্যাহত ট্রাম্পবিরোধী বিক্ষোভকে এরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

/এমপি/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়