X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সংবাদ সম্মেলন করে ‘মৃত’ ডাক্তার জানালেন তিনি জীবিত

বিদেশ ডেস্ক
১৬ নভেম্বর ২০১৬, ১৯:৫১আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ২০:০২

ডা. আর বি সিনহা ভারতের একজন চিকিৎসক সাংবাদিকদের নিজের চেম্বারে ডেকে জানিয়েছেন, তিনি জীবিত ও সুস্থ আছেন। গত এক সপ্তাহ ধরে দেশটিতে ৫০০ ও এক হাজার রুপির নোট বাতিল হওয়া নিয়ে ডামাডোল চলছে। এর মধ্যেই গুজব ছড়িয়ে পড়ে যে, ওই চিকিৎসকের বাড়িতে আয়কর দফতর হানা দিয়েছে এবং এরপর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বিহারের ছাপরা জেলার বাসিন্দা আর বি সিনহা বিবিসিকে জানান, ‘আমার মান-সম্মান সব নষ্ট করে দিয়েছে ওই গুজব।’

মঙ্গলবার স্থানীয় দুটি টিভি চ্যানেল এবং একটি নিউজ পোর্টাল প্রতিবেদন প্রকাশ করে, নোট বাতিল হওয়ার পরে সারা দেশেই যেভাবে আয়কর দফতর হানা দিচ্ছে, সে রকমই এক হানায় ডা. সিনহার বাড়ি থেকে লুকিয়ে রাখা ছয় কোটি টাকা উদ্ধার করেছেন আয়কর কর্মকর্তারা।

ওই চিকিৎসক জানান, ‘এটা সম্পূর্ণ মিথ্যা খবর। একটা চ্যানেল তো আমার বাড়ির সামনে রিপোর্টার আর ক্যামেরাম্যান পাঠিয়ে দিয়ে কিছু ছবিও তুলে নিয়ে যায়। তারপরেই গুজবটা সোশ্যাল মিডিয়া আর হোয়াটস্অ্যাপের বদৌলতে আগুনের মতো ছড়িয়ে পড়ে গোটা জেলায়।’

আরও অবাক হওয়ার পালা বাকি ছিল ৬৫ বছর বয়সী ওই চিকিৎসকের। তার ভাষায়, ‘আয়কর বিভাগের হানা দেওয়ার খবরের পর গুজব কানে এল যে, আমি নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছি। এই গুজব বন্ধ করতে আমার চেম্বারে একটা সংবাদ সম্মেলন ডেকে সবার সামনে আমাকে ঘোষণা করতে হলো যে, দেখ আমি মরিনি, বেঁচে আছি।’

তিনি জানান, এ ঘটনার সঙ্গে জড়িত নিউজ পোর্টাল এবং স্থানীয় চ্যানেল দুটির কাছে ভুয়া খবর ছড়ানোর অভিযোগে তার পক্ষ থেকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

ভারতের সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী নোট বাতিল হওয়ার কারণে গত এক সপ্তাহে ৩৩ জনের মৃত্যু হয়েছে। অনেক ক্ষেত্রেই নোট বদলের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে অথবা অজানা ভবিষ্যতের আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। কিন্তু প্রতিটি মৃত্যু আসলে ঠিক কী কারণে হয়েছে, তা যাচাই করা অনেকটা অসম্ভবের মতো। সূত্র: বিবিসি বাংলা। 

/এমপি/

সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা
ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, মোকাবিলায় কী করছে ডিএনসিসি
ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, মোকাবিলায় কী করছে ডিএনসিসি
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি