X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ট্রাম্পের সমালোচনা করে মার্কিন অধ্যাপক আটক

বিদেশ ডেস্ক
১৭ নভেম্বর ২০১৬, ১২:৫৩আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১৩:০০

কেভিন অলরেড যুক্তরাষ্ট্রের নিউ জার্সির রুটজার বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক কেভিন অলরেড। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া পোস্টে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছিলেন তিনি। আর এটাই কাল হয়েছে তার। ট্রাম্পের বিরুদ্ধে পোস্ট দেওয়ার ‘অপরাধে’ তাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এক  প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট। তবে শ্বেতাঙ্গবিরোধীতার অতীত নজিরও রয়েছে এই অধ্যাপকের।

টুইটারে যুক্তরাষ্ট্রকে নিয়ে ট্রাম্পের যে পরিকল্পনা তার সমালোচনা করেন অধ্যাপক কেভিন অলরেড। এরপরই ক্যাম্পাস পুলিশ তাকে ‘হুমকি’ হিসেবে বিবেচনা করতে শুরু করে।

অধ্যাপক কেভিন অলরেড বলেন, মন্তব্যকে টুইটার নেটওয়ার্ক ও ক্যাম্পাসের জন্য বিপজ্জনক আখ্যা দিয়ে তাকে আটক করা হয়। এমনকি মুক্তির আগে তাকে হাসপাতালে মনোরোগ সংক্রান্ত মূল্যায়নে যেতেও বাধ্য করা হয়।

কেভিন অলরেড-এর ভাষায়, ‘নিউ ইয়র্ক পুলিশ আমার বাসায় আসে। কারণ ক্যাম্পাস ও টুইটারে আমার রাজনৈতিক বক্তব্যকে রুটজার পুলিশ হুমকি হিসেবে আখ্যায়িত করেছে। তারা নিউ ইয়র্ক পুলিশকে বিষয়টি জানিয়েছে। কার্যত আমি গ্রেফতার না হলেও তারা আমাকে জোরপূর্বক একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে মানসিক স্বাস্থ্য মূল্যায়ন করা হয়।

টুইটারে দেওয়া এক পোস্টে মার্কিন সংবিধানের দ্বিতীয় সংশোধনী নিয়ে মন্তব্য করেছিলেন অধ্যাপক কেভিন অলরেড। মার্কিন সংবিধানের এ নিয়মের দোহাই দিয়ে দেশটির বন্দুক অধিকার কর্মীরা দাবি করেন যে, সংবিধান তাদের অস্ত্র বহনের অধিকার দিয়েছে।

কেভিন অলরেড বলেন, হ্যাঁ, দ্বিতীয় সংশোধনী নিয়ে আমার টুইট জ্বালাময়ী ছিল। তবে এটা ছিল পুরোপুরি বাকস্বাধীনতার মধ্যে থেকেই করা হয়েছে। এখানে সরাসরি হুমকির মাত্রা শূন্য। এটা ছিল একটা তাত্ত্বিক প্রশ্নের মতো।

অধ্যাপক কেভিন অলরেড রুটজার বিশ্ববিদ্যালয়ে জনপ্রিয় কৃষ্ণাঙ্গ সঙ্গীতশিল্পী বিয়ন্সের ওপর পড়ানো ওই কোর্সের শিক্ষক। ওই কোর্সটির নাম 'পলিটিসাইজিং বিয়ন্স'। গত বছরও টুইটারে বিতর্কিত এক মন্তব্য করে তিনি সংবাদমাধ্যমের শিরোনাম হন। ওই পোস্টে তিনি বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত না পুরো ব্যবস্থাটি পরিবর্তন হয়; সে পর্যন্ত কোনও ভালো শ্বেতাঙ্গ নেই। বরং সামান্য কিছু কম খারাপ শ্বেতাঙ্গ রয়েছে।’

বিশ্ববিদ্যালযের একজন মুখপাত্র ইজে মিরান্ডা। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘রুটজার বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগ এক ছাত্রের অভিযোগে সাড়া দিয়েছে। তারা যথাযথ সব ব্যবস্থা গ্রহণ করেছে। এ বিষয়ে আমাদের কোনও মন্তব্য নেই।’

/এমপি/বিএ/

সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা