X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০
মার্কিন প্রতিবেদনের বরাতে পিটিআই

পাকিস্তানের হাতে ১৪০ পরমাণু অস্ত্র, ক্রমাগত বিস্তৃত হচ্ছে কর্মসূচি

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০১৬, ১৯:২৬আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ১৯:২৭
image







পাকিস্তানের হাতে ১৪০ পরমাণু অস্ত্র, ক্রমাগত বিস্তৃত হচ্ছে কর্মসূচি আণবিক বোমা সংক্রান্ত বিজ্ঞানভিত্তিক এক মার্কিন সাময়িকী দাবি করেছে, পাকিস্তান ক্রমাগত তাদের পারমাণবিক কর্মসূচি বিস্তৃত করে যাচ্ছে। ওই সাময়িকীর দাবি মোতাবেক, পাকিস্তানের মজুত পরমাণু অস্ত্রের সংখ্যা এখন ১৩০ থেকে ১৪০টি। দেশটি তাদের অস্ত্রের ভাণ্ডার আরও শক্তিশালী করতে পরমাণু সম্প্রসারণ করে চলেছেন। অভিযোগ করা হয়েছে, পারমাণবিক নিয়ম-নীতির তোয়াক্কা না করে এফ-১৬ যুদ্ধবিমানসহ বেশ কিছু যুদ্ধবিমানকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম করে তুলছে দেশটি। পাকিস্তানি পরমাণু শক্তি বিষয়ক ২০১৬ সালের ওই রচনায় বলা হয়েছে, দেশটি ওয়ারহেড ও উৎক্ষেপণ ব্যবস্থার উন্নয়ন করছে। বাড়িয়ে চলেছে ফিসাইল পদার্থের উৎপাদনে নতুন ইন্ডাস্ট্রি।



যুক্তরাষ্ট্রের বুলেটিন অব অ্যাটোমিক সায়েন্টিস্টস সাময়িকীর এক রচনায় এসব দাবি করা হয়েছে বলে খবর দিয়েছে পিটিআই। পিটিআই সূত্রে টাইমস অব ইন্ডিয়া শনিবার এ খবর জানিয়েছে। প্রতিবেদনের লেখক হ্যান্স এম ক্রিসটেনসেন ও রবার্ট এস নরিস।
টাইমস অব ইন্ডিয়া ওই প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, ২০২০ সালের মধ্যে পাকিস্তানের পরমাণু অস্ত্রের সংখ্যা ৬০ থেকে ৮০টিতে দাঁড়াবে বলে ১৯৯৯ সালেই ভবিষ্যদ্বাণী করেছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা। হানস এম ক্রিস্টেনসেন ও রবার্ট এস নরিসের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কাছে এখন তার চেয়েও বেশি অর্থাৎ ১৩০ থেকে ১৪০টি পরমাণু অস্ত্র রয়েছে। ওই সাময়িকীর প্রতিবেদন অনুযায়ী প্রতিরক্ষা গোয়েন্দাদের ধারণার চেয়ে দ্বিগুণ পরিমাণ পারমাণবিক অস্ত্র মজুত করেছে দেশটি।
স্যাটেলাইট থেকে পাওয়া পাকিস্তানের সেনা ছাউনি ও বিমান ঘাঁটির বিপুলসংখ্যক বাণিজ্যিক ছবি পর্যালোচনা করে সহজে স্থানান্তরযোগ্য ক্ষেপণাস্ত্র ও ভূগর্ভস্থ সুবিধার খোঁজ মিলেছে বলে জানিয়েছেন ওই গবেষণা-প্রতিবেদনের দুই লেখক। এগুলো পারমাণবিক শক্তির সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে ওই গবেষণা প্রতিবেদনে তাঁরা তাদের ধারণার কথা বলেছেন। পাকিস্তানের পারমাণবিক শক্তি সম্পর্কে ওই গবেষণায় বলা হয়েছে, চারটি প্লুটোনিয়াম উৎপাদনের চুল্লি স্থাপন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ আরও ক্ষেপণাস্ত্র, বিপণন ব্যবস্থার উন্নয়ন ও ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জামের কারখানা বানানোর মাধ্যমে পাকিস্তান পারমাণবিক অস্ত্র সম্প্রসারণ করে যাচ্ছে।
উল্লেখ্য, এফ-১৬ যুদ্ধবিমানে পারমাণবিক অস্ত্র বহনের সুযোগ না থাকলেও পাকিস্তানই সম্ভবত প্রথম দেশ হিসেবে এসব যুদ্ধবিমানকে পারমাণবিক অস্ত্রবাহী করছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়। বলা হয়, সামগ্রিক এই পরমাণু সম্প্রসারণ কার্যক্রমের কারণে পাকিস্তান আগামী ১০ বছরে বিপুল পরিমাণ পারমাণবিক অস্ত্র মজুত করতে সক্ষম হবে। ২০২০ সাল আসতে আসতে পরমাণু অস্ত্রের দিক থেকে ধারণার চেয়ে অনেক দূর এগিয়ে যাবে পাকিস্তান। প্রতিবেদন অনুযায়ী যদি বর্তমান ধারা অব্যাহত থাকে, তাহলে ২০২৫ সাল নাগাদ পাকিস্তানের মজুত পরমাণু অস্ত্রের সংখ্যা দাঁড়াবে ২২০ থেকে ২৫০টিতে। যদি সত্যি তাই ঘটে, তাহলে বিশ্বের পঞ্চম শীর্ষ পরমাণু শক্তির দেশ হবে পাকিস্তান।
/বিএ/

সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’