X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন আফগান-ইরাক যুদ্ধের বিতর্কিত জেনারেল!

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০১৬, ১৮:২৪আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ২৩:১২
image

জেমস ম্যাটিস আফগান ও ইরাক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা জেনারেল জেমস ম্যাটিস ট্রাম্প প্রশাসনে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। চলমান ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট এক সূত্রকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই সম্ভাবনার কথা জানিয়েছে। আফগান ও ইরাক আগ্রাসনে প্রত্যক্ষ নেতৃত্ব দিয়েছেন ম্যাটিস।
সম্প্রতি সম্ভাব্য প্রতিরক্ষামন্ত্রীর তালিকায় আলাবামার সিনেটর জেফ সেশনসকে এগিয়ে রেখেছিল সিএনএন, পলিটিকো এবং নিউ ইয়র্ক টাইমস তিনটি সংবাদমাধ্যমই। তবে শুক্রবার জেফ সেশনসকে অ্যাটর্নি জেনারেল ঘোষণা করেন ট্রাম্প। আর তাই প্রতিরক্ষামন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে নতুন করে শুরু হয় জল্পনা। সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমস সেশনস-এর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে টম কটন, ডানকান হান্টার এবং জন কিল-এ চারজনের নামও সম্ভাব্যের তালিকায় রেখেছিল। এছাড়া নিউ ইয়র্ক টাইমসের তালিকায় স্টিফেন জে হাডলি সিএনএন-এর তালিকায় জিম টালেন্ট এর নাম সম্ভাব্য প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আলাদা করে যুক্ত হয়। তবে রবিবার (২০ নভেম্বর) সিএনএন-এ বলছে ভিন্ন কথা। জানানো হয়, প্রতিরক্ষামন্ত্রীর দৌড়ে এগিয়ে রয়েছেন ম্যাটিস।
প্রতিবেদনে বলা হয়, শনিবার বিকেলে নিউ জার্সির বেডমিনস্টারে এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন ট্রাম্প ও ম্যাটিস। বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ ছিল বলে সিএনএন-এর কাছে দাবি করেছেন ওই সূত্র। সেইসঙ্গে ম্যাটিসকে প্রতিরক্ষামন্ত্রী করার কথা ভাবা হচ্ছে বলে তিনি শুনেছেন বলেও দাবি করেন। সিএনএন-এর সূত্র আরও জানিয়েছেন, ম্যাটিসকে প্রতিরক্ষামন্ত্রী করা হচ্ছে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। তবে ট্রাম্প তার ওপর খুব খুশি।

মার্কিন নৌবাহিনীতে ৪৪ বছর দায়িত্ব পালন করেছেন ম্যাটিস। ২০০১ সালে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে কম্ব্যাট কমান্ডার হিসেবে একটি টাস্কফোর্সকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। পরে ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময় একটি মেরিন ডিভিশনেরও নেতৃত্ব দেন ম্যাটিস।

/এফইউ/বিএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা