X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

অধিকারের সুরক্ষা চেয়ে ট্রাম্পের রোষানলে নাট্যকর্মী

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০১৬, ২০:৫৫আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ২০:৫৫
image

হ্যামিল্টনের নাট্যকর্মী এবং ট্রাম্প নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে নতুন সরকারের ব্যাপারে শঙ্কা প্রকাশ করে 'বৈচিত্র্যময় মার্কিন নাগরিকদের অধিকারের সুরক্ষা নিশ্চিতের' আবেদন জানানোর পর ডোনাল্ড ট্রাম্পের রোষানলে পড়েছেন অভিনেতা ব্রান্ডন ডিক্সন। সরাসরি ডিক্সনের নাম উল্লেখ না করলেও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেছেন, মঞ্চ নাটক দেখতে যাওয়া পেন্সকে হেনস্থা করেছেন থিয়েটারের কলাকুশলীরা। আর সেকারণে পেন্সের কাছে ক্ষমা চাওয়ার জন্য তাদেরকে আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে ডিক্সনের দাবি, এতে পেন্সের হেনস্থা হয়নি। এটি আলাপচারিতা ছিল। তার কথা শোনার কারণে পেন্সকে ধন্যবাদও জানিয়েছেন ডিক্সন।      

ঘটনার সূত্রপাত গত শুক্রবার (১৮ নভেম্বর) রাতে। এদিন নিউইয়র্কের রিচার্ড রজার্স থিয়েটারে হ্যামিল্টন মিউজিক্যাল গ্রুপের মঞ্চনাটক দেখতে যান ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট পেন্স। শো শেষ হওয়ার পর পেন্সকে লক্ষ্য করে একটি বিবৃতি পড়ে শোনান কৃষ্ণাঙ্গ অভিনেতা ডিক্সন। তিনি বলতে থাকেন- ‘স্যার, আমরা মার্কিন নাগরিকেরা বৈচিত্র্যময়। আমরা আতঙ্কিত ও উদ্বিগ্ন এই ভেবে যে আপনাদের নতুন সরকার আমাদের, আমাদের বিশ্বকে, আমাদের সন্তানদের, আমাদের বাবা-মাকে সুরক্ষা দেবে না এবং আমাদের অবিচ্ছেদ্য অধিকারকে রক্ষা করবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করব, আমাদের মার্কিন মূল্যবোধ রক্ষায় এবং আমাদের পক্ষে কাজ করার জন্য আজকের শো আপনাকে অনুপ্রাণিত করবে।’ মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ডিক্সনের বক্তব্য শুরু হওয়ার পর পরই পেন্স তার সিট থেকে উঠে দাঁড়ান এবং চলে যেতে প্রস্তুত হন। কিন্তু ওই শো-এর এক মুখপাত্র দাবি করেছেন, পেন্স প্রবেশ পথের বাইরে হলওয়েতে দাঁড়িয়ে ছিলেন। তিনি পুরো বক্তব্যই শুনেছেন।
ট্রাম্পের টুইট

পেন্স এ ব্যাপারে প্রতিক্রিয়া না জানালেও এ ঘটনায় ভীষণ চটেছেন ট্রাম্প। ঘটনার পর থেকে বেশ কয়েকটি টুইট করেছেন ট্রাম্প। এর মধ্যে রবিবারের একটি টুইটে ডিক্সনকে ক্ষমা চাইতে বলেছেন তিনি। টুইটে ট্রাম্প বলেন, ‘হ্যামিল্টনের প্রযোজক ও কলাকুশলীরা, আমি যা শুনতে পেয়েছি তা অতিরঞ্জিত বক্তব্য। এ ধরনের আচরণের জন্য মাইক পেন্সের কাছে শিগগির ক্ষমা চাওয়া উচিত।

এর আগে শনিবার করা টুইটে ট্রাম্প লিখেছেন, ‘গত রাতে আমাদের অসাধারণ ভবিষ্যত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে হ্যামিল্টনের শিল্পীরা হেনস্থা করেছেন। ক্যামেরায় তা পরিষ্কারভাবে ধরা পড়েছে। এমনটা হওয়া উচিত নয়!’

তিনি আরও বলেন, ‘থিয়েটার সবসময় একটি নিরাপদ এবং বিশেষ জায়গা বলে বিবেচিত হওয়া প্রয়োজন। গত রাতে মাইক পেন্সের মতো ভালো একজন মানুষের সঙ্গে হ্যামিল্টনের লোকজন বাজে আচরণ করেছে। ক্ষমা চাইতে হবে!’

এদিকে ট্রাম্পের কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান করার পর পাল্টা একটি টুইট করেছেন ডিক্সন। সেখানে তিনি লিখেছেন, ‘আলাপ মানে হেনস্থা নয় স্যার। আমার কথা শোনার জন্য থামায় আমি পেন্সের প্রশংসা করি।’

‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগানকে নির্বাচনি প্রচারণার অস্ত্র করেছিলেন ট্রাম্প। তার এই মহান আমেরিকা দিয়ে তিনি সেই কলম্বাসের আবিষ্কৃত আমেরিকাকে বুঝিয়ে থাকেন; যা শ্বেতাঙ্গ আাধিপত্যেরই নামান্তর। কালজয়ী ঐতিহাসিক হাওয়ার্ড জিন তার ‘পিপলস হিস্টরি অব আমেরিকা’য় লিখেছেন কিভাবে আদিবাসীদের ওপর হত্যা-নির্যাতন চালিয়ে, তাদের সম্পদ লুণ্ঠন করে এই কথিত আমেরিকায় শ্বেতাঙ্গ আধিপত্য কায়েম করা হয়েছিল আর তার নাম দেওয়া হয়েছিল আমেরিকা আবিষ্কার।

সেই শ্বেতাঙ্গ আধিপত্যের রাজনীতির বিপরীতে বিভিন্ন জাতি-গোষ্ঠী ও শ্রেণি-পেশার মানুষকে স্থাপন করেছেন ট্রাম্প। তাদের মধ্যকার বিভক্তিকে সামনে আনতে চেয়েছেন। মেক্সিকোর সীমান্ত নয় কেবল, মানুষের মনের মধ্যে থাকা বিভক্তির দেয়ালকে উসকে দিতে চেয়েছেন তিনি। আর তাতে সফল হয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ইলেক্টোরাল ভোট নিয়ে জয় নিশ্চিত করেছেন ট্রাম্প। তবে  নির্বাচনে ট্রাম্পের জয়ের খবর প্রকাশের পরপরই বিক্ষোভ ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে। সূত্র: স্কাই নিউজ, নিউ ইয়র্ক টাইমস, টুইটার

/এফইউ/

 

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!