X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্প বিরোধিতায় হিলারির শূন্যস্থানে এলিজাবেথ ওয়ারেন

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০১৬, ২০:১৯আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ২০:১৯

ডেমোক্র্যাট দলের সিনেটর এলিজাবেথ ওয়ারেন মার্কিন নির্বাচনের দীর্ঘ লড়াইয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে কঠোর সমালোচক ছিলেন পরাজিত হিলারি ক্লিনটন। কিন্তু নির্বাচনে পরাজয়ের পর হিলারি চুপ রয়েছেন। এ অবস্থায় ডেমোক্র্যাট দলে ট্রাম্পের বিরোধিতায় তেমন কোনও উচ্চ পর্যায়ের নেতাকে দেখা যাচ্ছে না। ট্রাম্প বিরোধিতায় ডেমোক্র্যাট শিবিরে দেখা দিয়েছে শূন্যতা। তবে ম্যাসাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন নিজেকে ট্রাম্পের সমালোচক ও ডেমোক্র্যাটের প্রধান মুখ হিসেবে প্রতিষ্ঠায় নেমে পড়েছেন। ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলায় ডেমোক্র্যাটদের অগ্র সেনাতে নিজেকে পরিণত করতে চাইছেন তিনি।

৮ নভেম্বর নির্বাচন পরবর্তী সময়ে প্রতিদিনই কোনও না কোনওভাবে খবরের শিরোনাম হয়েছেন এলিজাবেথ। বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে, দলের হয়ে বিবৃতি পাঠিয়ে এলিজাবেথ স্পষ্ট ঘোষণা করছেন, ট্রাম্প একেবারে বিরোধিতাহীন অবস্থায় থাকবেন না। এলিজাবেথের এ অবস্থানে ডেমোক্র্যাট দলেরও অনেকে আশাবাদী যে, তিনি ট্রাম্প প্রশাসনের শক্তিশালী সমালোচক ও বিরোধিতাকারী হতে পারবেন।

মুভঅন ডট ওআরজির ওয়াশিংটনের পরিচালক বেন উইকলার বলেন, সময়টাই এমন যে সিনেটর এলিজাবেথ ওয়ারেনের বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন এবং তার বর্তমান কর্মকাণ্ড দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করতে পারছেন। দলের পরিবর্তনকামীরা চাইছেন তাদের হয়ে কেউ কথা বলুক আর এলিজাবেথ তা করে যাচ্ছেন।

রাজনীতিকদের মতে, ডেমোক্র্যাট দলের অনেকেই ট্রাম্পের বিভিন্ন বিষয়ের সঙ্গে একমত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহী। ফলে এমন সময়ে ট্রাম্প বিরোধী একজন নেতা ডেমোক্র্যাটদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যিনি ট্রাম্পের কঠোর সমালোচনা করবেন এবং পুরো প্রশাসনকে জবাবদিহিতার মধ্যে রাখতে ভূমিকা নেবেন।

ওহাইওর ডেমোক্র্যাট দলের চেয়ারম্যান ডেভিড পেপার বলেন, নির্বাচনে যা ঘটেছে এরপর প্রশ্ন ওঠছে দলের নেতৃত্বে আসলে কে। এলিজাবেথ এ সময়ে দারুণ ভূমিকা নিয়েছেন। আমি জানাতে চাই, ওহাইওতে এলিজাবেথের অনেক সমর্থক তৈরি হয়েছে। ফলে হিলারি হেরে যাওয়ার পর শূন্যস্থান খুব একটা তৈরি হতে দেননি এলিজাবেথ। আমি মনে করি, তার অবস্থান অনেক দৃঢ় ও  স্পষ্ট।

বেশ কয়েকজন ডেমোক্র্যাট নেতার মতে, নতুন নেতৃত্ব প্রজন্ম তৈরিতে দলে আলোচনা চলছে। সবাই চাইছেন নতুন নেতৃত্ব। যে নেতৃত্ব ট্রাম্প প্রশাসনকে চ্যালেঞ্জ জানাতে পারবে। সিনেটে ডেমোক্র্যাট দলকে দীর্ঘ দিন নেতৃত্ব দেওয়া হ্যারি রেইডের স্থলে সিনেটর চাক শুমারকে চাইছেন অনেকে। এমনকি ডেমোক্র্যাটিক দলের জাতীয় কমিটির নতুন চেয়ারম্যানও নির্বাচন করা হতে পারে।  এছাড়া দলটির দীর্ঘদিনের হাউস অব রিপ্রেজেন্টেটিভের নেতা ন্যান্সি পেলোসিও চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন।

অবশ্য দলের নেতৃত্বে আসার এলিজাবেথের পথ একেবারে মসৃণ নয়। ডেমোক্র্যাট দলের সিনেটর বার্নি স্যান্ডার্স সক্রিয় রয়েছেন। স্যান্ডার্স তার লাখো সমর্থককে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন। স্যান্ডার্স ডেমোক্র্যাট দলের চেয়ারম্যান হিসেবে কেইথ এলিসনকে সমর্থন জানাচ্ছেন। এলিসনও রাজনীতির ময়দানে বেশ সক্রিয় রয়েছেন।

দলের ভাইস চেয়ারম্যান আর.টি. রিব্যাক মনে করে, আক্রমণাত্মক ভঙ্গিতে এখন নিজেদের তুলে ধরা জরুরি। ছয় মাসের অভিজ্ঞতায় দেখা গেছে, এখন যদি দল শুরু করতে না পারে তাহলে আর ফিরে আসতে পারবে না। তিনি বলেন, ফলে যারা ট্রাম্প বিরোধিতা করে দুঢ় অবস্থান নিচ্ছেন তাদের আমি সমর্থন জানাচ্ছি। সূত্র: পলিটিকো।

/এএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না