X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কাশ্মির সীমান্তে আবারও গোলাগুলি, ৪ বেসামরিকসহ নিহত ১০

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০১৬, ১৪:১০আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৪:১৪
image

আহত এক নারীকে অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতীয় সেনাদের গুলিতে চার বেসামরিক নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী। সোমবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের এক বিবৃতিতে এমন দাবি করা হয়। পরে পাকিস্তানি বাহিনীর পাল্টা জবাবে ছয় ভারতীয় সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছে পাকিস্তান। সবমিলে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১০-এ। এছাড়া সোমবার ওই আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনায় আরও অন্তত ১৮ জন বেসামরিক আহত হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, ‘লাইন অব কন্ট্রোলে (এলওসি) চার বেসামরিক নাগরিক শাহাদাত বরণ করেছেন এবং ১০ জন আহত হয়েছেন। পাকিস্তানি সেনা সদস্যদের প্রতিশোধমূলক হামলায় ভারতীয় সেনা সদস্যদেরও প্রাণহানির খবর পাওয়া গেছে।’
বিবৃতিতে দাবি করা হয়, পাকিস্তানি সেনাবাহিনীর পাল্টা হামলায় ৬ ভারতীয় সেনা নিহত হয়েছে। অবশ্য ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ব্যাপারে তাৎক্ষনিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কাশ্মিরের নাকিয়াল সেক্টরের অ্যাসিসটেন্ট কমিশনার সরদার জিশান নিসার টেলিফোনে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনকে বলেন, ‘সকাল থেকে নাকিয়াল সেক্টরে প্রচণ্ড রকমের মর্টার শেল হামলা চলেছে, প্রাথমিক খবর অনুযায়ী ওই হামলায় ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে।’
ওই দুই নিহতের একজন ৪০ বছর বয়সী আলতাফ এবং আরেকজন ৩০ বছর বয়সী নাজিয়া। আলতাফ চোটা নার দাবসি গ্রামের এবং নাজিয়া মাঠরানি গ্রামের বাসিন্দা।

ডনের প্রতিবেদনে বলা হয়, ভিমবার জেলার সামাহনি সেক্টরেও আন্তঃসীমান্ত গোলাগুলি হয়েছে। ওই ঘটনায় বারোহ গ্রামে তাসাভের এবং আতিক নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।  

উল্লেখ্য, পাঠানকোটের সেনাঘাঁটিতে জঙ্গি হামলা এবং পরবর্তীতে হিজবুল নেতা বুরহান ওয়ানিকে কথিত এনকাউন্টারে হত্যার পর থেকেই ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়তে থাকে। সাম্প্রতিক উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর আবারও জয়েশ ই মোহাম্মদের সংশ্লিষ্টতার প্রসঙ্গ তুলে পাকিস্তানকে দায়ী করতে শুরু করে ভারত। পারস্পরিক দোষারোপ এবং এ নিয়ে আন্তর্জাতিক তৎপরতার এক পর্যায়ে ২৮ সেপ্টেম্বর (বুধবার) রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সেনারা সন্ত্রাসী ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দাবি করে। ঘটনার পর থেকে পাকিস্তান দাবি করে আসছে এটি সার্জিক্যাল স্ট্রাইক ছিল না, সীমান্ত সংঘর্ষ বা আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনা ছিল। ঘটনাকে ভারতের দিক থেকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ প্রমাণ করে তাদের সামরিক শক্তি জানান দেওয়ার চেষ্টা করা হলেও পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয় সার্জিক্যাল স্ট্রাইকের দাবিটি একটি ভ্রম। মিথ্যে প্রভাব তৈরির জন্য ভারতীয়রা ইচ্ছে করে এমনটা করছে। এমন পরিস্থিতিতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতের দাবিকৃত ‘সার্জিক্যাল স্ট্রাইক’ যতোটা না জঙ্গিবিরোধী অভিযানের সাফল্য-ব্যর্থতার প্রশ্ন, তার থেকেও বেশি করে ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর ক্ষমতা-আত্মমর্যাদা আর দম্ভের প্রশ্ন হয়ে দাঁড়ায়। আর তখন থেকে কাশ্মির সীমান্তে নতুন করে উত্তেজনা শুরু হয় এবং প্রায়ই আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনা ঘটছে। সূত্র: ডন, আল জাজিরা

/এফইউ/

সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া