X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

জাকির নায়েককে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাইতে পারে ভারত

বিদেশ ডেস্ক
২২ নভেম্বর ২০১৬, ১৬:১৮আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৭:১৬
image

জাকির নায়েক এবং তার ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ভারতের বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ওপর ৫ বছরের নিষেধাজ্ঞার পর এবার তাকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা শুরু করেছে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। চলতি সপ্তাহে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার কথা ভাবছে সংস্থাটি। আর তাতে কাজ না হলে আন্তর্জাতিকভাবে পুলিশকে সহায়তা প্রদানকারী সংস্থা ইন্টারপোল-এর সহায়তা নেওয়ার কথাও ভাবা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া খবরটি নিশ্চিত করেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, জাতীয় তদন্ত সংস্থা এনআইএ শুক্রবার জাকির নায়েকের বিরুদ্ধে বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধ আইন (ইউএপিএ)-এর আওতায় একটি এফআইআর দায়ের করেছে। শিগগিরই তার বিরুদ্ধে সমন জারির কথা ভাবা হচ্ছে। তবে জাকির নায়েক যদি তাতে সাড়া না দেন তবে ইন্টারপোল থেকে একটি রেড কর্নার নোটিশ জারি করানোরও পরিকল্পনা করা হয়েছে।
সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, জাকির নায়েক যদি ভারতে না আসেন তাহলে এনআইএ তার বিরুদ্ধে জামিনঅযোগ্য নোটিশ জারি করবে। ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারির মাধ্যমে জাকির নায়েককে ভারতে ফিরিয়ে আনতে সৌদি সরকারের ওপর চাপ প্রয়োগ করতে পারবে এনআইএ। জাকির নায়েক বর্তমানে সৌদি আরবেই অবস্থান করছেন বলে বিশ্বাস করা হয়ে থাকে।
এনআইএ-এর এক সূত্র নাম প্রকাশ না করে টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমাদের তদন্তের স্বার্থে জাকির নায়েককে জিজ্ঞাসাবাদ করতে হবে। এনআইএ’র সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়ে শিগগিরই তার বিরুদ্ধে একটি সমন জারি হবে। জাকির নায়েক যদি তা না করেন, আমরা তাকে স্বঘোষিত অপরাধী ঘোষণা করতে আদালতের শরণাপন্ন হব। আর এর মধ্য দিয়ে মুম্বাই ও অন্য জায়গায় জাকির নায়েকের সম্পত্তিতে হাত দেওয়ার অনুমতি পাব আমরা।’   

এর আগে গত শনিবার মুম্বাইয়ে আইআরএফ-এর অন্তত ১০টি শাখায় এনআইএ’র অভিযান পরিচালিত হয়। বিভিন্ন শাখায় এনআইএ-এর এ অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।  

উল্লেখ্য, গুলশান হামলাকারীদের মধ্যে অন্তত দুইজন জাকির নায়েককে অনুসরণ করত বলে অভিযোগ ওঠার পর এ নিয়ে তোলপাড় শুরু হয়। নিহত জঙ্গিদের দুজন-রোহান ইমতিয়াজ এবং নিবরাস ইসলাম জাকির নায়েককে অনুসরণ করত বলে অভিযোগ রয়েছে। রোহান গত বছর জাকির নায়েকের পিস টিভির একটি অনুষ্ঠান তার ফেসবুক পেজে পোস্ট করেছিল। এছাড়া ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া জঙ্গিরাও জাকির নায়েককে অনুসরণ করতেন বলে অভিযোগ রয়েছে। পাটনার গান্ধী ময়দান ও বুদ্ধগয়া বিস্ফোরণে আটক জঙ্গিদের কাছ থেকেও জাকিরের বক্তৃতার সিডি ও বই উদ্ধারের দাবি করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এমন প্রেক্ষাপটে ভারতে জাকির নায়েক ও তার মালিকানাধীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। গত ১৫ নভেম্বর ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করে ভারত সরকার।

/এফইউ/

সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক