X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নাৎসি স্যালুটে ট্রাম্পের বিজয় উদযাপন ওয়াশিংটনে (ভিডিও)

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০১৬, ১০:৫৯আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১১:১৬

ডোনাল্ড ট্রাম্প
নাৎসি স্যালুটে ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের নব্য নাৎসীবাদীরা। দেশটির শ্বেতাঙ্গ আধিপত্যকামী ‘অল রাইট’ গ্রুপের কাছ থেকে এমন স্যালুট পেয়েছেন তিনি। নব্য নাৎসীবাদী এ গ্রুপটি শ্বেতাঙ্গ আধিপত্য ছাড়াও ইসলামভীতির প্রসার এবং নারীবাদের বিরোধিতায় সরব।

অ্যাডলফ হিটলারকে ‘হেইল হিটলার’ বলে অভিবাদন জানাতো সমর্থকরা। ১৯ নভেম্বর ২০১৬ শনিবার ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের বিজয়োৎসব পালনকালে যেন উঠে এলো এমনই এক চিত্র। অনুষ্ঠানে এক বক্তা ‘হেইল ট্রাম্প’ বলে জোরালো  আওয়াজ দেন।

প্রকাশিত ফুটেজে দেখা যায়, অল রাইট মুভমেন্টের একজন নেতা রিচার্ড স্পেন্সার একটি সম্মেলনে বক্তব্য রাখছেন। এতে তিনি বলেন, আমেরিকা শ্বেতাঙ্গদের জন্য। এ সময় তিনি শ্বেতাঙ্গদের ‘সূর্যসন্তান’ হিসেবে আখ্যায়িত করেন। এ সময় তিনি যারা কখনও গ্রহ-উপগ্রহে পদচারণা করেনি তাদের সবচেয়ে ঘৃণ্য জীব হিসেবে আখ্যায়িত করেন।

নাৎসি স্যালুটের আদলে উপস্থিত কিছু দর্শক তাদের বাহু প্রসারিত করলে রিচার্ড স্পেন্সার চিৎকার করে বলেন, ‘হেইল ট্রাম্প, হেইল আওয়ার পিপল, হেইল ভিক্টরি!’

তবে গ্রুপটির এমন স্যালুট প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। যদিও নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রের নব্য নাৎসিবাদীদের সমর্থন পেয়েছিলেন তিনি। ট্রাম্পের পেছনে একযোগে কাজ করেছে যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ আধিপত্যকামী গ্রুপগুলো।

নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি তাদের নিন্দা জানাই। এটা আমি অস্বীকার করছি এবং এর নিন্দা করছি।’

অল রাইট গ্রুপকে সক্রিয় করার কোনও ইচ্ছা তার নেই বলেও জানান ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে একটি ডানপন্থী মিডিয়া গ্রুপের প্রধান স্টিভ ব্যানন-এর মতো ব্যক্তিরাও রয়েছেন। সম্প্রতি তিনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের প্রধান কৌশলগত উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন। স্টিভ ব্যানন-এর ওয়েবসাইট ব্রেইবার্ট-এ প্রকাশ্যেই বর্ণবাদী, যৌন বিষয়ক এবং অ্যান্টি সেমিটিক লেখা প্রকাশিত হয়। এসব লেখা পড়তেই লোকজন তার সাইটে প্রবেশ করেন। তার ওয়েবসাইটের বিরুদ্ধে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গেও সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ বিষয়ে নিউ ইয়র্ক টাইমসকে ট্রাম্প বলেন, ব্রেইবার্ট একটি প্রকাশনা মাত্র। তারা আপনাদের মতোই বিভিন্ন সংবাদ কাভার করে থাকে। আমার যদি মনে হয় যে, তিনি একজন বর্ণবাদী ছিলেন অথবা অল রাইট সমর্থক তাহলে আমার প্রশাসনে তার নিয়োগের বিষয়ে চিন্তাভাবনারও অবকাশ থাকবে না।’

এদিকে মঙ্গলবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেল মেরকেল উদ্বেগ প্রকাশ করে বলেন, ট্রাম্পের জয় শ্বেতাঙ্গ আধিপত্যকামীদের জন্য ত্রাণকর্তার মতো আবির্ভূত হতে পারে। ‘হেইল ট্রাম্প’ ভিডিওকে ‘বিভৎস ও ভয়ঙ্কর’ হিসেবে আখ্যায়িত করেন একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রশাসনে এরইমধ্যে নাম উঠেছে কট্টর ইসলামবিরোধীদের। এ নিয়ে এক ধরনের উদ্বেগ-আতঙ্ক কাজ করছে মুসলিম বিশ্বে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এদের মধ্যে রয়েছেন ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য প্রধান কৌশলগত উপদেষ্টা স্টিভ ব্যানন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন এবং সম্ভাব্য অ্যাটর্নি জেনারেল সিনেটর জেফ সেশন্স। তাদের কট্টর ইসলামবিরোধিতার অতীত নজির থাকায় বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র হয়তো ইসলামের বিরুদ্ধে একটা দীর্ঘ যুদ্ধে জড়িয়ে যাচ্ছে। স্বভাবতই এটা সহজে থামবে না।

মুসলিমদের বিষয়ে স্টিভ ব্যানন থেকে শুরু করে মাইকেল ফ্লিন, জেফ সেশন্সের আক্রমণাত্মক বক্তব্য এমন আতঙ্কের পেছনে কাজ করছে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে মুসলিমবিদ্বেষী টুইট করেন মাইকেল ফ্লিন। সেখানে তিনি লিখেছেন, ‘মুসলিমদের নিয়ে আতঙ্কিত হওয়াটা যৌক্তিক।’ বেশ কয়েকবার মুসলিমদের ‘ক্যান্সার’ রোগের সঙ্গেও তুলনা করেন তিনি। প্যারিস হামলার পর আমেরিকায় সাময়িকভাবে মুসলিমদের প্রবেশের বিরোধিতা করেন ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য অ্যাটর্নি জেনারেল সিনেটর জেফ সেশন্স। তিনি ইসলামকে ‘বিষাক্ত মতাদর্শ’ হিসেবে আখ্যায়িত করেছিলেন।

সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান।

/এমপি/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা