X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কথিত বন্দুকযুদ্ধে ঝারখণ্ডে ৬ মাওবাদী নিহত

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০১৬, ২০:৪৮আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ২০:৪৯
image

ফাইল ছবি ভারতের পূর্বাঞ্চলীয় এক বনভূমিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ছয় মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। এদের কাছে অনেক ভারী অস্ত্র ছিল বলে দাবি করেছে নিরাপত্তাসূত্র। ভারতীয় পুলিশের কেন্দ্রীয় রিজার্ভ ফোর্স-সিআরপিএফ এর ইন্সপেক্টর জেনারেল সঞ্জয় লাখতারের বরাত দিয়ে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। আর অনেকের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপারিন্টেনডেন্ট অনুপ বার্থার।

 পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ভারতীয় পুলিশের কেন্দ্রীয় রিজার্ভ ফোর্সের কোবরা টিম ঝারখণ্ডে মাওবাদীদের শক্তিশালী ঘাঁটিতে অভিযান পরিচালনা করছিলো। লাতেহার এলাকায় বুধবার তাদের তল্লাশি চলাকালে হামলার শিকার হয় তারা। পাল্টা গুলি চালোলে ওই ৬ মাওবাদী নিহত হয়।

এদিকে পুলিশ সুপারিন্টেনডেন্ট অনুপ বার্থারকে উদ্ধৃত করে এএফপি জানায়, ‘ওই এলাকায় ঘন বনভূমি রয়েছে। গত ১৫ বছর বা তার অনেক বেশী সময় ধরেই এটি মাওবাদী বিদ্রোহীদের একটি ঘাঁটি হিসেবে পরিচিত।’

অনুপ বলেন, ‘ঘটনাস্থলে প্রায় ৪৫-৫০ মিনিট ধরে বন্দুকযুদ্ধ চলে। পরে আমরা সেখান থেকে ছয় মাওবাদী বিদ্রোহীর লাশ উদ্ধার করেছি। তারা সকলে তাদের কালো রংয়ের সেনা ইউনিফর্মে ছিল।’  

একই পুলিশ কর্মকর্তা অনুপ বার্থারকে উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়,  নদীর পারে ২৫ জনের মতো মাওবাদী অবস্থান করছিলেন। পুলিশের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে পালিয়ে যেতে চাইলে এদের অনেকে আহতও হয়।ঘটনাস্থল থেকে ছয়টি শক্তিশালী আগ্নেয়াস্ত্র ও প্রায় ৫শ’ গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন অনুপ বার্থার।

উল্লেখ্য, মাওবাদী বিদ্রোহীরা সরকার উৎখাতে দশকের পর দশক ধরে যুদ্ধ করে আসলেও ২০১৪ সালের নির্বাচনে ডানপন্থী প্রধানমন্ত্রী হিসেবে মোদী দায়িত্ব নেয়ার পর থেকেই এ সংঘাতের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হয়। অক্টোবর মাসে ভারতীয় পুলিশের এক অভিযানে নিহত হয় ২৪ বিদ্রোহী। ৭০ দশকে পশ্চিমবঙ্গের নকশালবাড়ী চারু মজুমদারের নেতৃত্বে শুরু হওয়া নকশাল আন্দোলনের সশস্ত্র বিপ্লবীদের ধারাবাহিকতায়  স্থানীয়ভাবে এই মাওবাদীরা নকশাল নামে পরিচিত।

/বিএ/

সম্পর্কিত
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ