X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মোদিকে ‘হিটলারের চেয়েও বড় হিটলার’ বললেন মমতা

বিদেশ ডেস্ক
২৪ নভেম্বর ২০১৬, ০৭:২৩আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ০৭:২৫

মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘হিটলারের চেয়েও বড় হিটলার’ বলে কঠোর সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়। বুধবার দিল্লিতে এক প্রতিবাদ সমাবেশের ভাষণে নোট বাতিল করাকে ইঙ্গিত করে মোদির উদ্দেশে মমতা একথা বলেন।

তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সমাবেশ ভণ্ডুল করার চেষ্টা করেছে মোদি সরকার দাবি করে মমতা বলেন, ‘গণতন্ত্রে সৌজন্য বোধটুকু দরকার, বিরোধীদের কথাও শুনতে হবে। আমাদের প্রতিবাদ কর্মসূচি ভন্ডুল করার চেষ্টা হয়েছে।’

এরপর মোদির নিন্দা করে মমতা বলেন, ‘হিটলারের চেয়েও বড় হিটলার এসে গিয়েছেন। ইচ্ছেমতো সিদ্ধান্ত নিয়ে চলেছেন, আলোচনার কোনও প্রয়োজনই বোধ করছেন না। ... মিডিয়াকে ধমকাচ্ছেন, কর্পোরেট হাউসকে ধমকাচ্ছেন।’

তৃণমূলনেত্রীর কটাক্ষ, ‘আচ্ছে দিনের কথা বলে প্রথমে ভোট নিয়েছিলেন, আর এখন সাধারণ মানুষের নোট লুঠ করে নিলেন।’

বুধবার দিল্লি পৌঁছে মমতা প্রথমে হাজির হন সংসদ চত্বরে বিরোধী দলগুলোর সম্মিলিত বিক্ষোভে। এরপর যন্তর-মন্তরে তৃণমূল আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

তৃণমূল নেত্রীর দাবি, যন্তর-মন্তরে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি ভণ্ডুল করার চেষ্টা করেছে বিজেপি।  প্রতিবাদস্থলের কাছে মাইক বাজিয়ে এ ভণ্ডুল করার চেষ্টা করা হয়।

আচমকা নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষকে চূড়ান্ত বিপদে ফেলে দেওয়া হয়েছে বলেও মমতা অভিযোগ করেন। উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনে মোদিকে এই ‘হিটলারি আচরণের’ ফল বুঝিয়ে দেওয়া হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়েছেন। তিনি বলেন, ‘আবার ভোট আসছে। উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে ভোট হবে, সেখানেই এর ফল বুঝতে পারবেন।’

নোট বাতিলের পিছনে মোদিরর ‘গোপন উদ্দেশ্য’ রয়েছে বলে আবারও অভিযোগ করেন মমতা। বলেন, ‘এতো তাড়াহুড়ো করে নোট বাতিল করে দেওয়ার কারণ কী? ক্ষমতায় থাকলে কখনও কখনও চোখ-কান বন্ধ হয়ে যায়। ... সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন বলেই এ রকম করছেন? আপনি কী চাইছেন? গুলি চালাতে? গুণ্ডামি করতে? যতক্ষণ না এই সমস্যার সমাধান হবে, ততক্ষণ আন্দোলন চালাব।ভোটের জন্য নয়, মানুষের জন্য আন্দোলন করছি। গুলি করলেও আন্দোলন চলবে।’ সৌজন্যে: আনন্দবাজার।

/এএ/

 

সম্পর্কিত
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!