X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
দিল্লিকে সতর্ক থাকার পরামর্শ

সাবেক ভারতীয় সেনাপ্রধানের স্মৃতিতে জাভেদের 'অসাধারণ নৈপুণ্য'

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০১৬, ১৪:০৫আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১৪:৫৬
image

জাভেদ বাজওয়া সাবেক ভারতীয় সেনাপ্রধান বিক্রম সিং পাকিস্তানের ঘোষিত নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়ার উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করেছেন জাতিসংঘ মিশনে। সেই সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জাভেদের 'অসাধারণ নৈপুণ্য'র কথা স্মরণ করেছেন। দিল্লিকে দিয়েছেন সতর্কতা।
সেনা কর্মকর্তা হিসেবে পাকিস্তানের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়ার প্রশংসা করলেও তার ব্যাপারে ভারতের ‘সতর্ক’ হওয়া উচিত বলে মনে করছেন সাবেক ভারতীয় সেনাপ্রধান বিক্রম সিং। শনিবার পাকিস্তানের নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করার পর ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

বিক্রম সিং জানান জাতিসংঘের মিশনে কংগোতে তার অধীনে কাজ করেছেন জাভেদ বাজওয়া। সেসময় জাভেদ পেশাগতভাবে ‘অসাধারণ নৈপুন্য’ দেখিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। বিক্রম সিং-এর মতে, মানুষ যখন তার নিজ দেশে ফিরে যায় তখন মানসিকতাও বদলে যায়। অর্থাৎ তখন দেশের স্বার্থ বড় হয়ে সামনে আসে। আর সেকারণেই জাভেদ বাজওয়াকে নিয়ে ভারতের সতর্ক হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

বিক্রম সিং বলেন, ‘জাতিসংঘের আওতায় যখন বিশ্বশান্তির লক্ষ্যে কেউ কাজ করতে যায় তখন সেখানে বন্ধুত্বপরায়ণ মনোভঙ্গী প্রাধান্য পায়। তবে সেখান থেকে নিজ দেশে ফেরার পর পরিস্থিতি পাল্টে যায়। কারণ তখন দেশের স্বার্থ সবার আগে আসে।’

তিনি আরও মনে করেন, পাকিস্তানের সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পর জাভেদ বাজওয়া সেনাবাহিনীর নীতিমালায় কোনও পরিবর্তন আনেন কিনা তার জন্য ভারতের অপেক্ষা করা উচিত ও সতর্কভাবে দেখা উচিত।

বিক্রম সিং
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনে প্রকাশিত খবরে বলা হয়, কাশ্মির বিরোধ নিয়ে বাজওয়ার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। তবে তিনি পাকিস্তানের জন্য ভারত থেকেও বড় শত্রু মনে করেন জঙ্গিবাদকে। বিক্রম সিং-ও আশা প্রকাশ করেছেন, ভারতের চেয়ে দেশের ভেতরের চরমপন্থাকে বড় হুমকি মনে করে কাজ করবেন জাভেদ বাজওয়া।

২৯ নভেম্বর (সোমবার) পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান রাহিল শরিফের মেয়াদ শেষ হওয়ার পরদিন ওই পদে নিযুক্ত হবেন বাজওয়া। আরও যে দুই সেনা কর্মকর্তার নাম সেনাবাহিনীর শীর্ষ দুই পদের জন্য আলোচিত হচ্ছিল, তারা হলেন ভাওয়ালপুর কোর কমান্ডার লেফট্যানেন্ট জেনারেল জাভেদ ইকবাল রামদে ও মুলতান কোরের কমান্ডার লেফট্যানেন্ট জেনারেল ইশফাক নাদিম।

বালুচ রেজিমেন্টের ক্যারিয়ার ইনফ্যান্ট্রি অফিসার বাজওয়াকে চিফ অব আর্মি স্টাফ নির্বাচন করার পাশাপাশি সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির প্রধান হিসেবে লেফট্যানেন্ট জেনারেল জুবায়ের হায়াতকে বেছে নেওয়া হয়েছে। এই দুই সামরিক কর্মকর্তাকে চার তারকা জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তাদের নিয়োগ চূড়ান্ত করেছেন। সূত্র: এনডিটিভি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না