X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শোকের ৯ দিন যেমন থাকবে কিউবা

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০১৬, ১৬:৫৯আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১৬:৫৯
image

সমাবেশ হবে। নিষেধাজ্ঞা থাকবে মদ বিক্রিতে। হবে না কোনও কনসার্ট। জাতীয় পতাকা থাকবে অর্ধনিমিত। কিউবার পথে পথে ঘুরে নিয়ে বেড়ানো হবে ফিদেলের দেহাবশেষ। কিউবায় প্রিয় নেতার মৃত্যুতে এভাবেই পালিত হবে শোক। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান কিউবার সরকারি সূত্রের বরাত দিয়ে এসব কথা জানিয়েছে। 

ফিদেলকে স্মরণ করছে কিউবানরা

শুক্রবার রাত ১০টা ২৯ মিনিটে মারা যান ফিদেল কাস্ত্রো। এর ঘণ্টাখানেক পর ফিদেলের ভাই ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো আনুষ্ঠানিকভাবে ওই বিপ্লবীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। সে সময় তিনি জানান, ফিদেলের শেষ ইচ্ছা অনুযায়ী, তাকে দাহ করা হবে।

ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে নয় দিনের শোক পালনের ঘোষণা দেয় কিউবার সরকার। সেই সময়েই কাস্ত্রোর দেহাবশেষ পুরো দেশজুড়ে ভ্রমণের সিদ্ধান্তের কথা জানানো হয়।

তাকে শ্রদ্ধা জানাতে রাজধানী হাভানা এবং পূর্বাঞ্চলীয় সান্তিয়াগো শহরে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে।

শোক পালনের সময়ে দেশব্যাপী মদ্য বিক্রয় বন্ধ থাকবে, জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত, আর সকল কনসার্ট ও উৎসব উদযাপন বন্ধ থাকবে বলে জানিয়েছেন রাউল কাস্ত্রো। নয়দিনের শোক শেষে ৪ ডিসেম্বর সান্তিয়াগোতে তাকে সমাহিত করা হবে।

শনিবার হাভানার রাস্তায় রাস্তায় কাস্ত্রোকে সম্মান জানাতে বিশাল গ্রুপকে স্লোগান দিতে দেখা গেছে, ‘আমি ফিদেল!’ সংবাদপত্রেও রঙিন কালি ব্যবহার করা হয়নি।

দেশটির জাতীয় ক্রিড়া ফেডারেশন জানিয়েছে, ওই নয়দিনে কোনও উচ্চ পর্যায়ের বেসবল খেলা অনুষ্ঠিত হবে না।

জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাজধানী হাভানার হোসে মার্তি মেমোরিয়ালে ২৮ ও ২৯ নভেম্বর তার ভস্ম রাখা হবে। ২৯ তারিখ বিকালে হাভানায় সমাবেশ অনুষ্ঠিত হবে।

এই সমাধিস্থলেই সমাহিত হবেন ফিদেল কাস্ত্রো

এর পরদিন থেকে শুরু হবে কাস্ত্রোর ভস্মের দেশব্যাপী যাত্রা। ১৯৫৯ সালে কিউবা বিপ্লবের সময় যে পথে দেশব্যাপী যাত্রা করেছিলেন কাস্ত্রো, সে পথেই যাবে এবারের যাত্রা।

ওই যাত্রার ইতি টানা হবে সান্তিয়াগোর সান্তা ইফিজেনিয়া সমাধিস্থলে। ৪ ডিসেম্বর সকাল ৭টায় কাস্ত্রোকে সমাধিস্থ করা হবে। এখানেই শায়িত আছেন কিউবার স্বাধীনতা আন্দোলনের নেতা হোসে মার্তিসহ কিউবা বিপ্লবের বহু কাণ্ডারি।

ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে ১৯৫৯ সালে কিউবার মাটিতে সূচিত হয় বৈপ্লবিক পরিবর্তন। সামরিক শাসক জেনারেল বাতিস্তাকে

 করার পরের পাঁচদশক কিউবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তিনি। কিউবাকে ‘সমাজতান্ত্রিক রাষ্ট্র’ ঘোষণা করেন ফিদেল। যুক্তরাষ্ট্রের ধনীদের অবকাশ যাপনের বিনোদন কেন্দ্র হিসেবে থাকা দেশটিকে রূপান্তর করেন সমৃদ্ধ ভূমিতে। তাই যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে ‘একনায়ক’ হলেও ফিদেল সারাবিশ্বে সমাজতন্ত্রের পথের সংগ্রামীদের কাছে তিনি বীর বিপ্লবী। কিউবার অধিকাংশ মানুষ দেশকে দেশের মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার নায়ক হিসেবে দেখেন ফিদেলকে।

উল্লেখ্য, ইতিহাসে একজন রাজনৈতিক কর্মী এবং রাষ্ট্রনায়ক হিসেবে ফিদেল কাস্ত্রোর ভূমিকা কী, তা নিয়ে বিভক্তি রয়েছে বিশ্বজুড়ে। অর্ধশতাব্দী কিউবার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে তিনি সমালোচকদের চোখে একনায়ক। তবে বেশিরভাগ কিউবাবাসীর কাছে তিনি মহানায়ক। যিনি জাদুর কাঠিতে বদলে দিয়েছিলেন দারিদ্র্যপীড়িত একটি দেশকে।

কমিউনিস্ট বিপ্লবের কিংবদন্তী কাস্ত্রোর মৃত্যুতে ৯ দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ৪ ডিসেম্বর সান্তিয়াগো ডে কিউবাতে তাকে সমাহিত করা হবে।

/এসএ/বিএ/

সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!