X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কিউবার ‘গণতান্ত্রিক আন্দোলনে’ সহযোগিতার ঘোষণা ফ্লোরিডা গভর্নরের

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০১৬, ১৭:১৮আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১৭:১৮

ফ্লোরিডার গভর্নর রিক স্কট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের গভর্নর রিক স্কট বলেছেন, কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো মৃত্যুবরণ করার পর দেশটিতে ‘নতুন যুগের সূচনা’ হতে চলেছে। মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথপোকথনে তিনি কিউবার ‘গণতান্ত্রিক আন্দোলনে’ নিজ অঙ্গরাজ্যের সমর্থনও ব্যক্ত করেছেন।

তবে স্কট জানাননি, ঠিক কোন উপায়ে তার অঙ্গরাজ্য ওই ‘গণতান্ত্রিক আন্দোলনে’ সহযোগিতা করবে। এমনি ট্রাম্পের সঙ্গে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কেও তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি।

গভর্নর স্কটের সঙ্গে রিপাবলিকান ট্রাম্পের আগে থেকেই সখ্যতা রয়েছে। ট্রাম্পের নির্বাচনে যখন অনেক রিপাবলিকান নেতাই সমর্থন তুলে নিয়েছিলেন, তখন স্কট তাকে পূর্ন সমর্থন দিয়েছিলেন। কাস্ত্রোর মৃত্যুর ট্রাম্পও কিউবার ‘মুক্ত’ দেখছেন বলে জানিয়েছেন।

এক বিবৃতিতে স্কট বলেন, ‘আমি আজ (শনিবার) সকালে প্রেসিডেন্ট-নির্বাচিত ট্রাম্পের সঙ্গে কথা বলে জানিয়েছি যে, কিউবার গণতান্ত্রিক আন্দোলনকে ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্রশাসন যে কোনও উপায়ে সহযোগিতা করবে।’

সকালে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর পুরো দিনই কিউবান আমেরিকান আইনপ্রণেতা ও দক্ষিণ ফ্লোরিডার নেতাদের সঙ্গে বৈঠক করতে ব্যস্ত ছিলেন। স্কল মিয়ামির মেয়ার থমাস রেগালাদো, মিয়ামি-ডেইড মেয়র কার্লোস জিমিনেজ এবং ইলিয়ানা রস লেহথিনেন, মারিও দিয়া-বালাজ ও কার্লোজ কার্বেলোর তিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের সঙ্গেও কথা বলেন।

বিবৃতিতে কাস্ত্রোর মৃত্যুতে কিউবার ভবিষ্যত নিয়ে উচ্ছ্বাসা প্রকাশ করেন স্কট। তিনি বলেন, ‘আমি কিউবান-আমেরিকান ও ফ্লোরিডার মানুষদের সঙ্গে বৈঠক করেছি যারা কিউবার উজ্জ্বল ভবিষ্যত নিয়ে আশাবাদী। কয়েক দশকের নির্যাতন সহ্য করে আসা কিউবার নাগরিকদের মুক্তি, শান্তি ও গণতন্ত্র পাওয়া উচিত।’

স্কট আরও বলেন, ‘কিউবায় গণতন্ত্রের জন্য নীতি পরিবর্তনের জন্য উপযুক্ত সময় এখন। আজকের খবর (কাস্ত্রোর মৃত্যু) কিউবার সব মানুষের মুক্তি, শান্তি ও মানবিক বিকাশের নতুন যুগ শুরু করবে এবং ফ্লোরিডা এ লক্ষ্যে সহযোগিতা করে যাবে।’

উল্লেখ্য, ৯০ বছর বয়সী কিউবার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির সমাজতান্ত্রিক বিপ্লবের কিংবদন্তী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যু হয় শুক্রবার। ক্ষমতাগ্রহণের পর থেকেই তিনি ছিলেন যুক্তরাষ্ট্রবিরোধী এবং সোভিয়েত রাশিয়ার অন্যতম সমর্থক। কথিত আছে যুক্তরাষ্ট্রও তাকে হত্যার জন্য ৬ শতাধিকবার চেষ্টা চালায়। আমৃত্যু কাস্ত্রো নিজের যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থান পাল্টাননি। সূত্র: পলিটিকো।

/এসএ/এএ/

সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!