X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আলেপ্পোর বড় অংশের দখল নিলো আসাদবাহিনী

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০১৬, ২০:৪৮আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ২০:৪৮

আলেপ্পোর বড় অংশের দখল নিলো আসাদবাহিনী সিরিয়ার বাশার আল-আসাদের সরকারি বাহিনী বিদ্রোহীদের দখলকৃত আলেপ্পোর পূর্বাঞ্চলের একটি বড় অংশ পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। দখলের পর বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল থেকে চার শতাধিক বেসামরিক মানুষ পালিয়ে সরকারি আশ্রয় ও নিরাপত্তা চেয়েছেন।

অ্যাক্টিভিস্টরা বলেছেন, আলেপ্পোর উত্তর-পূর্বে মাসাকেন হানানোর পুনঃনিয়ন্ত্রণ সিরিয়ার সেনাবাহিনীকে বিরোধীদের দখলকৃত অন্যান্য এলাকার নিয়ন্ত্রণের পথ সুগম করে দিতে পারে।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সরকারি বাহিনীর অগ্রসর হওয়ার প্রেক্ষাপটে বিদ্রোহী অধিকৃত পূর্বাঞ্চল থেকে চার শতাধিক বেসামরিক নাগরিক সরকার-নিয়ন্ত্রিত পশ্চিম আলেপ্পোর উদ্দেশে পালিয়েছেন। এসব বেসামরিক নাগরিক রাতের বেলা মাসাকেন হানানো জেলার দিকে যায় এবং সরকার-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ঢুকে পড়েন।

সংস্থার প্রধান আব্দেল রহমান বার্তা সংস্থা এএফপি’কে বলেন, সৈন্যরা এখন পূর্ব আলেপ্পোর উত্তরাঞ্চলীয় এলাকাগুলোকে দক্ষিণাঞ্চলীয় এলাকার সঙ্গে বিচ্ছিন্ন করার কাছাকাছি পর্যায়ে রয়েছে। পার্শ্ববর্তী হায়দারিয়া ও শাকুর জেলায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে নতুন করে লড়াই শুরু হয়েছে।

গত ১৫ নভেম্বর সরকারি বাহিনী পূর্ব আলেপ্পো পুনর্দখল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত এনিয়ে বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা দাঁড়ালো ২১৯-এ। এদের মধ্যে ২৭ জন শিশুও রয়েছে।

এদিকে বিদ্রোহীরাও ইতোমধ্যে সরকার-নিয়ন্ত্রিত পশ্চিম আলেপ্পোতে রকেট হামলা জোরদার করেছে। এতে চার বেসামরিক নাগরিক নিহত ও বেশ কয়েক জন লোক আহত হয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সরকারি বাহিনী শনিবার মাসাকেন হানানো জেলা দখল করে। এটি ছিল আলেপ্পোতে বিদ্রোহী অধিকৃত বৃহত্তম জেলা। এখন ওই এলাকা ‘সম্পূর্ণভাবে’ সিরীয় বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সৈন্যরা সেখান থেকে মাইন ও বোমা অপসারণ করছে।

এ ঘটনাকে পুরো আলেপ্পো নগরী পুনর্দখলের সরকারি প্রচেষ্টার ক্ষেত্রে বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। ১৫ নভেম্বর আলেপ্পোর পূর্বাঞ্চল পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিতে বাশার সরকার বড় ধরনের অভিযান শুরু করে। এর ফলে সেখানকার প্রায় ২ লাখ ৭৫ হাজার মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

আলেপ্পোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হবে সাড়ে ছয় বছরের এই যুদ্ধে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের জন্য একটি বড় ধরনের বিজয়। ২০১২ সালে বিদ্রোহীরা সর্বপ্রথম আলেপ্পোর মাসাকেন হানানোকে দখল করেছিল। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা