X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পূর্ব আলেপ্পো অভিমুখে সিরিয়ার সরকারি বাহিনী

বিদেশ ডেস্ক
২৮ নভেম্বর ২০১৬, ১১:১৫আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১১:১৫

আলেপ্পো শহরে বোমা হামলার পর ধ্বংসস্তূপের মধ্যে একজন সিরীয় নাগরিক। ছবি: রয়টার্স। সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রিত পূর্ব আলেপ্পো অভিমুখে দ্রুত অগ্রসর হচ্ছে দেশটির সরকারি বাহিনী। আলেপ্পোর পূর্বাঞ্চলীয় হানানো জেলা দখলে নেওয়ার একদিন পর রবিবার জাবাল বাদ্রো নামে আরেকটি এলাকার নিয়ন্ত্রণে নেয় সরকারি সেনারা। এখন তারা দ্রুত পার্শ্ববর্তী অন্যান্য এলাকার দিকে অগ্রসর হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে সংঘাতের তীব্রতা এড়াতে সেখান থেকে হাজার হাজার বেসামরিক মানুষ পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।

হানানো জেলার নিয়ন্ত্রণ পুনরুদ্ধারকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের একটি কৌশলগত জয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। চলমান অভিযানে আসাদ বাহিনী যদি আলেপ্পোর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় তাহলে তা হবে সকরারি বাহিনীর জন্য একটি বিশাল অর্জন।

আলেপ্পো একসময় সিরিয়ার বাণিজ্যের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত ছিল। ২০১২ সালে বিদ্রোহীরা এ নগরীর একটা বড় অংশের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে এখন পর্যন্ত এটাই আলেপ্পোতে এটাই বিদ্রোহীদের জন্য সবচেয়ে বড় ধাক্কা।

২০১৬ সালের ১৫ নভেম্বর পূর্ব আলেপ্পোর নিয়ন্ত্রণ নিতে নতুন করে এ অভিযান শুরু করে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সিরিয়ার সরকারি বাহিনী। তাদের লক্ষ্য হচ্ছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পোর পূর্ব অংশকে দ্বিখণ্ডিত করে ফেলা।

চলমান অভিযানের ক্ষয়ক্ষতি এড়াতে হাজার হাজার বেসামরিক মানুষ ইতোমধ্যে আসাদ নিয়ন্ত্রিত এলাকায় অথবা বিদ্রোহীদের দখলে থাকা এলাকাগুলোতে পালিয়ে যাচ্ছে।

পূর্ব আলেপ্পোতে আনুমানিক দুই লাখ ৭৫ হাজার মানুষের বসবাস। ধারণা করা হচ্ছে, এদের একটা বড় অংশেরই খাবার এবং ওষুধের মজুদ বা সরবরাহ শেষ হয়ে গেছে।

২০১১ সালের ১৫ মার্চ গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এমন ধ্বংসযজ্ঞের সাক্ষী হচ্ছেন সিরিয়ার মানুষ।

টুইটারে ব্যাপক জনপ্রিয় সাত বছরের সিরীয় শিশু বানা আলাবেদ। টুইটারে দেওয়া এক পোস্টে বানা আলাবেদ জানিয়েছে, রবিবার আলেপ্পোতে তার বাড়িতে বোমা আঘাত হেনেছে।

বানা আলাবেদ-এর আরেক টুইটে বলা হয়েছে, ‘শেষ বার্তা। এখন ভারি বোমাবর্ষণ হচ্ছে। যদি আমরা মারা যাই তাহলে বাকি দুই লাখ মানুষকে সাহায্য করার চেষ্টা কর, কারণ তারা এখনও ভেতরে আছে।’

সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারা দেড় হাজার মানুষকে সরকার নিয়ন্ত্রিত পশ্চিম অংশে পালিয়ে আসতে সাহায্য করেছে।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, নগরীর বিভিন্ন স্থানে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে নতুন করে লড়াই শুরু হয়েছে। সরকারি বাহিনী ওই এলাকায় ভারী গোলা বর্ষণ করছে। শনিবার একদিনেই আলেপ্পোর বেশ কয়েকটি এলাকায় সরকারি বাহিনীর হামলা ও গোলা বর্ষণে অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া সামরিক বাহিনীর চলমান অভিযানে দুই শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

সংস্থাটি জানিয়েছে, সংঘর্ষের তীব্রতা এড়াতে সরকার নিয়ন্ত্রিত পশ্চিম আলেপ্পোতে এক হাজার ৭০০ জন আশ্রয় নিয়েছে। আর দুই হাজার ৫০০ জন উত্তরাঞ্চলের জেলা শেখ মাখসুদে চলে গেছে। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা