X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ফিদেল কাস্ত্রোর স্মরণে নীরবতা পালন প্রিন্স হ্যারির

বিদেশ ডেস্ক
২৮ নভেম্বর ২০১৬, ১৫:৫৭আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১৫:৫৭

ফ্রেডেরিক ব্যালানতিন এবং প্রিন্স হ্যারি কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছেন যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি। কাস্ত্রোর মৃত্যুর পরদিন গত শনিবার ১৫ দিনের সফরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সেইন্ট ভিনসেন্টে পৌঁছেন হ্যারি। সেখানে তাকে বিশিষ্টজনদের পক্ষ থেকে অভ্যর্থনা জানানোর সময় ফিদেলের স্মরণে এ নীরবতা পালন করেন ব্রিটিশ রাজপরিবারের এ সদস্য।

শুক্রবার ৯০ বছর বয়সে মারা যান বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো। প্রিন্স হ্যারিকে সংবর্ধনা জানানোর ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেইন্ট ভিনসেন্টের গভর্নর জেনারেল ফ্রেডেরিক ব্যালানতিন। তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের কাস্ত্রোর স্মরণে অবনত মস্তকে নীরবতা পালনের জন্য অনুরোধ করেন। এ সময় অন্যদের সঙ্গে প্রিন্স হ্যারিও নীরবতা পালন করেন।

অনুষ্ঠানে সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস-এর প্রধানমন্ত্রী এবং দেশটির ক্ষমতাসীন ইউনিটি লেবার পার্টির নেতা ড. রালফ গোনসালভেস’ও উপস্থিত ছিলেন। তিনি ফিদেল কাস্ত্রোকে তার দেশের একজন ভালো বন্ধু হিসেবে আখ্যায়িত করেন। তবে এভাবে কাস্ত্রোকে প্রিন্স হ্যারির সম্মান প্রদর্শনকে ভালো চোখে নেয়নি অনেকে। ফিদেল কাস্ত্রোর জন্য হ্যারির নীরবতা মেনে নিতে পারছেন না তারা। এদের একজন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির একজন এমপি অ্যালেক শেলব্রুক। তিনি বলেছেন, প্রিন্স হ্যারির এমন অবস্থান ছিল অন্যায্য। ব্রিটিশ সরকারের উচিত এটা পরিষ্কার করা যে, ওই ঘটনা ছিল অগ্রহণযোগ্য।

ব্রিটিশ এমপি অ্যালেক শেলব্রুক ডেইলি মেইলকে বলেন, ‘কাস্ত্রো ছিলেন একজন খুনি একনায়ক। তিনি মারা গেছেন এবং অস্বস্তিকর অবস্থা থেকে অব্যাহতি ঘটেছে। তাকে এভাবে নিষ্কৃতি দেওয়ার অব্যাহত প্রবণতা, বিশেষ করে লেবার পার্টির জেরেমি করবিন-এর মতো এমপিদের এ সংক্রান্ত বক্তব্য হাস্যকর। রাজপরিবারের সদস্যদের এ ধরনের আয়োজনে অংশ নিতে চাপ দেওয়া অন্যায্য।

ফিদেল কাস্ত্রোকে ‘নায়ক’ আখ্যা দিয়েছেন যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতা জেরেমি করবিন। এ ঘটনায় দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে করবিনের সমালোচনা করেছেন অনেকে।

উল্লেখ্য, ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে ১৯৫৯ সালে কিউবার মাটিতে সূচিত হয় বৈপ্লবিক পরিবর্তন। সামরিক শাসক জেনারেল বাতিস্তাকে ক্ষমতাচ্যুত  করার পরের পাঁচ দশক কিউবার ক্ষমতায় ছিলেন তিনি। কিউবাকে ‘সমাজতান্ত্রিক রাষ্ট্র’ ঘোষণা করেন ফিদেল। যুক্তরাষ্ট্রের ধনীদের অবকাশ যাপনের বিনোদন কেন্দ্র হিসেবে থাকা দেশটিকে রূপান্তর করেন সমৃদ্ধ ভূমিতে। তাই যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে ‘একনায়ক’ হলেও ফিদেল সারাবিশ্বে সমাজতন্ত্রের পথের সংগ্রামীদের কাছে তিনি বীর বিপ্লবী। কিউবার অধিকাংশ মানুষ দেশকে দেশের মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার নায়ক হিসেবে দেখেন ফিদেলকে। তবে ক্ষমতাগ্রহণের পর থেকেই ফিদেল কাস্ত্রো ছিলেন যুক্তরাষ্ট্রবিরোধী এবং সোভিয়েত রাশিয়ার অন্যতম সমর্থক। আমৃত্যু কাস্ত্রো নিজের যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থান পরিবর্তন করেননি।

সূত্র: দ্য গার্ডিয়ান, পলিটিকো।

/এমপি/

সম্পর্কিত
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সর্বশেষ খবর
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি