X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
সিরীয় সংঘাত

বিদ্রোহীদের দখলীকৃত এক তৃতীয়াংশ এলাকা ছিনিয়ে নিলো সরকারি বাহিনী

বিদেশ ডেস্ক
২৮ নভেম্বর ২০১৬, ২০:৪০আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ২০:৪১
image

বিদ্রোহীদের দখলীকৃত এক তৃতীয়াংশ এলাকা ছিনিয়ে নিলো সরকারি বাহিনী পূর্ব আলেপ্পোর পূর্বাঞ্চলে আরেকটি গুরুত্বপূর্ণ এলাকা আল শাকুর দখলে নিয়েছে সিরীয় সেনাবাহিনী। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, সোমবার আল-শাকুর দখলে নেওয়ার মধ্য দিয়ে সম্প্রতি কয়েকদিনে পূর্ব আলেপ্পোর এক-তৃতীয়াংশেরও বেশি এলাকা বিদ্রোহীদের হাতছাড়া হলো। তবে এক বিদ্রাহী কর্মকর্তা আল- শাকুরের পতনের খবর অস্বীকার করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এরআগে ওই অঞ্চল ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে বারবার। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বিদ্রোহীদের পুঁতে রাখা মাইন আর অন্যান্য বিস্ফোরক ধ্বংস করছেন তারা।
এদিকে ধারাবাহিক সংঘর্ষে ক্রমেই বেড়ে চলেছে আলেপ্পো থেকে পালানো মানুষের সংখ্যা। বিবিসি জানিয়েছে, সিরিয়ার সেনাবাহিনী আল- শাকুরের দখল নেওয়ার পর  বিদ্রোহী নির্মূল অভিযানে আরও একধাপ এগিয়েছে। এ এলাকাটি সরকারের দখলে চলে যাওয়ার ফলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা দু’ভাগে ভাগ হয়ে গেছে।

সিরীয় সেনাদের বিজয় উদযাপন
আলেপ্পোর পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া ‍মুশকিল হলেও শহরটির অন্য বেশ কয়েকটি এলাকা সরকারের দখলে এসেছে বলেই মনে করা হচ্ছে। বিদ্রোহীদের হাতে এখন খুব সামান্যই এলাকা আছে। আলেপ্পোর উত্তরাঞ্চলে এখনও কিছু এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণলয় বলেছে, সিরিয়ার সরকারি সেনারা বিদ্রোহীদের কাছ থেকে ১০ টি এলাকা পুনর্দখল করেছে এবং ১শ’রও বেশি বিদ্রোহী অস্ত্রসমর্পণ করে এলাকা ছেড়ে চলে গেছে। সোমবারও আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বিমান হামলা চলছে বলে জানিয়েছেন যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণকারীরা।

গত ১৫ নভেম্বর সরকারি বাহিনী পূর্ব আলেপ্পো পুনর্দখল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত এনিয়ে বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা দাঁড়ালো ২১৯-এ। এদের মধ্যে ২৭ জন শিশুও রয়েছে।

বানা আলাবেদ নামে সাত বছর বয়সী এক শিশু যার অসংখ্য টুইটার ফলোয়ার রয়েছে- সে এক টুইটে জানিয়েছে রবিবার আলেপ্পোতে তার বাড়িতে বোমা আঘাত হেনেছে। তার আরেকটি টুইট ছিল এরকম-" শেষ বার্তা।এখন ভারী বোমাবর্ষণ হচ্ছে। যদি আমরা মারা যায় তাহলে বাকি দুই লক্ষ মানুষকে সাহায্য করার চেষ্টা করো, কারণ তারা এখনো ভিতরে আছে"।

যুদ্ধে বিপন্ন সিরীয় নারী ও শিশু

সিরিয়ার সেনাবাহিনী বলছে তারা দেড় হাজার জনকে সরকার নিয়ন্ত্রিত পশ্চিম অংশে পালিয়ে আসতে সাহায্য করেছে। বিবিসির আরব অঞ্চল বিষয়ক সম্পাদক সেবাস্তিয়ান উসার বলছেন এ পর্যন্ত এটাই আলেপ্পোতে বিদ্রোহীদের জন্য বড় ধাক্কা।

হানানোকে নিয়ন্ত্রণে আনা প্রেসিডেন্ট আসাদের বাহিনীর জন্য কৌশলগত জয় হিসেবে উল্লেখ করেছেন তিনি। আর পাঁচ বছরের সহিংসতার পর পুরো আলেপ্পোর দখল নেয়া মি.আসাদের জন্য হবে বড় জয়।

এদিকে বিদ্রোহীরাও ইতোমধ্যে সরকার-নিয়ন্ত্রিত পশ্চিম আলেপ্পোতে রকেট হামলা জোরদার করেছে। এতে চার বেসামরিক নাগরিক নিহত ও বেশ কয়েক জন লোক আহত হয়েছেন।

মানচিত্রে আলেপ্পো

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সরকারি বাহিনী শনিবার মাসাকেন হানানো জেলা দখল করে। এটি ছিল আলেপ্পোতে বিদ্রোহী অধিকৃত বৃহত্তম জেলা। এখন ওই এলাকা ‘সম্পূর্ণভাবে’ সিরীয় বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সৈন্যরা সেখান থেকে মাইন ও বোমা অপসারণ করছে।

এ ঘটনাকে পুরো আলেপ্পো নগরী পুনর্দখলের সরকারি প্রচেষ্টার ক্ষেত্রে বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। ১৫ নভেম্বর আলেপ্পোর পূর্বাঞ্চল পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিতে বাশার সরকার বড় ধরনের অভিযান শুরু করে। এর ফলে সেখানকার প্রায় ২ লাখ ৭৫ হাজার মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

আলেপ্পোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হবে সাড়ে ছয় বছরের এই যুদ্ধে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের জন্য একটি বড় ধরনের বিজয়। ২০১২ সালে বিদ্রোহীরা সর্বপ্রথম আলেপ্পোর মাসাকেন হানানোকে দখল করেছিল।


/বিএ/

সম্পর্কিত
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!