X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাডার থেকে যেভাবে বিচ্ছিন্ন হয় ব্রাজিলের ফুটবলারদের বহনকারী বিমান (ভিডিও)

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০১৬, ১৩:৫৫আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১৪:১৮

রাডার থেকে যেভাবে বিচ্ছিন্ন হয় ব্রাজিলের ফুটবলারদের বহনকারী বিমান (ভিডিও)
জ্বালানি সংকটের কারণে মঙ্গলবার রাতে ব্রাজিলের একটি ফুটবল দলকে বহনকারী বিমান কলম্বিয়ায় বিধ্বস্ত হয়েছে। রাত ১০টা ১৫ মিনিটে লা ইউনিয়ন শহরের কেরো গোর্দো শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। লা ইউনিয়ন অগ্নিনির্বাপন দফতরের কমান্ডার সংবাদ সংস্থা মি অরিয়েনেটকে এ তথ্য নিশ্চিত করেছেন। মেডেলিন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই চার্টার্ড বিমানে ৭২ যাত্রী ও ৯ ক্রুসহ ৮১ জন আরোহী ছিলেন। রাডার থেকে কিভাবে বিমানটি বিচ্ছিন্ন হয়েছিল তার একটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিরর। দেখুন সেই ভিডিও:

দুর্ঘটনার শিকার বিমানটি পরিচালনা করতো ভেনেজুয়েলা’র বিমান সংস্থা লামিয়া। বিমানটি কলম্বিয়ার জোসে মারিয়া কর্ডোভা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি রাডারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। টুইটারে দেওয়া এক পোস্টে মেডেলিন বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর জন্য সড়কপথের কোনও বিকল্প নেই।

জোসে মারিয়া কর্ডোভা বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বিমানটির অন্তত ছয় আরোহী জীবিত আছেন বলে জানানো হয়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার সময় ব্লু রেডিও’র সঙ্গে কথা বলেন মেয়র ফেডেরিকো গুটিরেজ। এ সময় তিনি বলেন, ‘এটা বড় মাপের বিপর্যয়।’

দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত অন্তত ১০ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে মেডেলিনের মেয়র ফেডেরিকো গুটিরেজ বলেছেন, এখনও দুর্ঘটনাকবলিত বিমানটির আরোহীদের জীবিত থাকার সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, হাসপাতালগুলোকে এ দুর্ঘটনার ব্যাপারে অবগত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতের ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত সুনির্দিষ্টভাবে নিহতের সংখ্যা জানা যায়নি।

ব্রাজিলের ফুটবল ক্লাব চাপেকোয়েনসের ওই ফুটবল দলটি লাতিন অঞ্চলের ক্লাব ফুটবল প্রতিযোগিতা কোপা সুদামেরিকানার চূড়ান্ত পর্যায়ে খেলার কথা ছিল। বুধবার মেডেলিনে আতলেতিকো ন্যাশিওনালের বিপক্ষে দলটির পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মঙ্গলবারের এ দুর্ঘটনার পর এ টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবল।

/এমপি/

সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী