X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রের আরও ৫ লাখ কূটনৈতিক নথি ফাঁস করলো উইকিলিকস

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০১৬, ১৯:৫৪আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১৯:৫৪

যুক্তরাষ্ট্রের আরও ৫ লাখ কূটনৈতিক নথি ফাঁস করলো উইকিলিকস ‘ক্যাবলগেট’-র ছয় বছর পূর্তি উপলক্ষে বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকস যুক্তরাষ্ট্রের আরও ৫ লাখ নথি ফাঁস করেছে। সোমবার ফাঁস করা এসব নথি ১৯৭৯ সালের। এসব নথিতে ইরানের বিপ্লব, মক্কা দখল সংক্রান্ত মার্কিন কূটনৈতিক নথি রয়েছে। মোট ফাঁস করা নথি সংখ্যা ৫ লাখ ৩১ হাজার ৫২৫।

এক বিবৃতিতে উইকিলিকসের সহ প্রতিষ্ঠাতা ও সম্পাদক জুলিয়ান অ্যাসাঞ্জ জানিয়েছেন, আধুনিক যুগের ‘ইয়ার জিরো’ বলে যদি কিছু কোনও বছরকে বিচার করতে হয় তাহলে তা হবে ১৯৭৯ সাল।

প্রসঙ্গত, ইয়ার জিরো বলতে কোনও জাতির সংস্কৃতি, অর্থনীতি সবকিছু বিপ্লবের মাধ্যমে ধ্বংসের ফলে নতুন সৃষ্টির সময়কে বোঝানো হয়।

বিবৃতিতে অ্যাসাঞ্জ জানান, ১৯৭৯ সালে মধ্যপ্রাচ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। তার মধ্যে রয়েছে ইরানের বিপ্লব, সৌদি আরবে ইসলামি গণজাগরণ, ইসরায়েল-মিশর ক্যাম্প ডেভিড চুক্তি। এসব ঘটনা যে শুধু শক্তির ভারসাম্য বদলে দিয়েছিলো তা নয় বরং তেল, জঙ্গি ইসলাম ও বিশ্বের সম্পর্কের গতিপথ পাল্টে দিয়েছিল।

অ্যাসাঞ্জ বলেন, মক্কায় গণবিদ্রোহ সৌদি আরবের ওয়াহাবিবাদের দিকে চূড়ান্তভাবে নিয়ে যায়। এতে ইসলামিক মৌলবাদের বিকাশ ও সৌদি-মার্কিন জোট আফগানিস্তানকে অস্থিতিশীল করে তোলে।

বিবৃতিতে বলা হয়, ১৯৭৯ সালেই আফগানিস্তান আক্রমণ করে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ। অপারেশন সাইক্লোনের নামে বিলিয়ন ডলার মুজাহিদিনদের পেছনে ব্যয় করে সিআইএ। এর মধ্য দিয়ে আল-কায়েদার উত্থান ঘটে এবং সোভিয়েত ইউনিয়নের বিপর্যয় নেমে আসে।

এতে আরও বলা হয়, ১৯৭৯ সালে পাকিস্তানে ইসলামিকরণ বৃদ্ধি পায়। ওই সময় পাকিস্তানে মার্কিন দূতাবাসকে পুড়িয়ে দেওয়া হয় এবং দেশটির প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দেওয়া হয়। একই সময়ে ইরানে জিম্মি ঘটনা ঘটেছিল। সাদ্দাম হোসেনও ক্ষমতা গ্রহণ করেন ১৯৭৯ সালে।

অ্যাসাঞ্জ বলেছেন, ১৯৭৯ সালে আরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে বিশ্বে। সেগুলো সম্পর্কে মার্কিন দৃষ্টিভঙ্গি ও ভূমিকার কথা জানা যাবে এসব ফাঁস হওয়া নথিতে।

/এএ/

সম্পর্কিত
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বশেষ খবর
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা