X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১
রিজার্ভ চুরি

বাংলাদেশ ব্যাংককে ক্ষতিপূরণ দেবে না ফিলিপাইনের রিজাল ব্যাংক

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০১৬, ২০:২৫আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ২০:২৫

বাংলাদেশ ব্যাংককে ক্ষতিপূরণ দেবে না ফিলিপাইনের রিজাল ব্যাংক যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি, রিজাল ব্যাংক) কোনও ক্ষতিপূরণ দেবে না বলে জানিয়েছে। রিজাল ব্যাংকের পক্ষ থেকে রিজার্ভ চুরির জন্য বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বে অবহেলাকে দায়ী করা হয়েছে। মঙ্গলবার ব্যাংকটির আইনজীবী এ কথা জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।

রিজাল ব্যাংকের আইনজীবী থিয়া দায়েপ রিজার্ভ চুরির ঘটনায় জড়িতদের সামনে আনতে স্বচ্ছভাবে তদন্ত ও প্রতিবেদন প্রকাশ করার জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, কেন্দ্রীয় ব্যাংক অন্তত টুকু করতে পারে।

থিয়া দায়েপ বলেন, ‘চুরির ঘটনার জন্য আরসিবিসি দায়ী নয়। আমাদের বিরুদ্ধে তাদের কোনও মামলাও নেই। বিবির (বাংলাদেশ ব্যাংক) অবহেলাই এর জন্য দায়ী।’

ফিলিপাইনের দৈনিক পত্রিকাগুলোতে খবর প্রকাশিত হয়, ম্যানিলায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত জন গোমেজ জানিয়েছিলেন, বাংলাদেশের পক্ষ থেকে আরসিবিসি ব্যাংকের কাছে ক্ষতিপূরণ চাওয়া হবে। এ খবরের প্রেক্ষিতে রিজাল ব্যাংকের আইনজীবী এক বিবৃতিতে ক্ষতিপূরণ না দেওয়ার বিষয়টি জানালেন। দায়েপ জানান, চুরির তিনটি ধাপ পার হয়ে অর্থ তাদের ব্যাংকে আসে। এছাড়া রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জড়িত থাকার খবরের বিষয়টিও সামনে আনেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সুভঙ্কর সাহা রয়টার্সকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংক ও নিউ ইয়র্ক ফেডের পক্ষ রিজাল ব্যাংকে অর্থ আটকে দেওয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু রিজাল ব্যাংক তাতে সাড়া দেয়নি। তাছাড়া, নগদে এ অর্থ উত্তোলনও ছিলো অস্বাভাবিক। অর্থ স্থানান্তরের প্রক্রিয়াও স্বচ্ছ। তাই পুরো ব্যাপারটাই প্রশ্নবিদ্ধ।’

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন ডলার গত ৫ ফেব্রুয়ারি ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে ওই দেশের রিজাল কমার্স ব্যাংকের ৫ জন গ্রাহকের হিসাবে স্থানান্তর হয়।  যুক্তরাষ্ট্রের ব্যাংক অব নিউ ইয়র্ক, সিটিব্যাংক ও ওয়েলস্ ফারগো– এই তিনটি ব্যাংকের মাধ্যমে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের ব্যাংকে পাঠানো হয়েছিল। এই অর্থ গত বছরের মে মাসে খোলা ৫টি হিসাবে জমা করা হয়েছে। এ হিসাবগুলো ওই মে মাসেই ভুয়া তথ্য দিয়ে খোলা হয়েছিল। এছাড়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সার্ভার হ্যাক করে ৬ হাজার ৯৯০ কোটি টাকা (৮৭০ মিলিয়ন ডলার)  ফিলিপাইনের রিজাল কমার্স ব্যাংকে পাঠানো হয়েছিল। কিন্তু অর্থ স্থানান্তরের বিষয়টি অস্বাভাবিক মনে করে ফিলিপাইন কেন্দ্রীয় ব্যাংক অর্থ ছাড় না করার নির্দেশ দেওয়ায় বিপুল অর্থ চুরির হাত থেকে বাংলাদেশ ব্যাংক রক্ষা পায়।

রিজার্ভ চুরির ঘটনা প্রকাশ হওয়ার পর আরসিবিসির বিরুদ্ধে অভিযোগ ওঠে, গত বছর ৫০০ ডলার করে জমা দিয়ে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনে (আরসিবিসি) ২০১৫ সালের ১৫ মে ওই ব্যক্তিগত অ্যাকাউন্টগুলো খোলা হয়। চলতি বছরের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ওই অ্যাকাউন্টগুলোতে আর কোনও লেনদেন হয়নি। ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যাকড করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা ৮১ মিলিয়ন মার্কিন ডলার অর্থ চুরি করে ওই অ্যাকাউন্টগুলোতে স্থানান্তর করে। দিগুইতোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে – তিনি আগে থেকেই অ্যাকাউন্টগুলোতে অর্থ বণ্টনের ব্যবস্থা করেন।

সান্তোস দিগুইতোর নির্দেশনা অনুসারে, ফিলরেম ওয়েইকাং জুকে মোট ১৮ মিলিয়ন ডলার এবং ৬০০ মিলিয়ন পেসো (ফিলিপাইনের মুদ্রা) পাঠানো হয়। ওই অর্থ চলতি বছরের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালে পাঠানো হয়।

এর আগে মানি লন্ডারিংয়ে জড়িত থাকায় আরসিবিসি-র জুপিটার ব্রাঞ্চের ম্যানেজার মাইয়া সান্তোস দিগুইতো এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাঞ্জেলা তোরেসকে বরখাস্ত করা হয়।  এছাড়া ফিলিপাইনের অ্যান্টি-মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি) বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার অর্থপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটির দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনায় বাংলাদেশের কাছে ‘আন্তরিক ক্ষমা’ চায় রিজাল ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার পাচারে ব্যাংকটির কর্মকর্তারা জড়িত থাকার কারণে ব্যাংকটি এ দুঃখ প্রকাশ করে। ওই সময় ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল।

১৮ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি, রিজাল ব্যাংক) সাবেক ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দেশটির অ্যান্টি-মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি)।ফেব্রুয়ারি মাসে এ রিজার্ভ চুরির ঘটনা প্রকাশ হওয়ার পর তদন্ত শুরু করে এএমএলসি। সম্প্রতি ৯৭ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনসহ এ ছয় কর্মকর্তার বিরুদ্ধে মায়ের দায়ের করা হয়।

মামলায় অভিযুক্ত কর্মকর্তারা হলেন, রিটেইল ব্যাংকিং গ্রুপের প্রধান রাউল ভিক্টর বি, ট্যান, ন্যাশনাল সেলস ডিরেক্টর ইসমায়েল এস. রায়েস, আঞ্চলিক সেলস ডিরেক্টর ব্রিগিটি আর. কাপিনা, জেলা সেলস ডিরেক্টর নেস্টর ও.পিনেদা, শাখা কাস্টমার সার্ভিস প্রধান রোমৌলদো এস.আগ্রাডো এবং শাখার সিনিয়র কাস্টমার রিলেশন কর্মকর্তা অ্যাঞ্জেলা রুথ এস. টরেস।

সর্বশেষ বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। বাংলাদেশি প্রতিনিধি দলটি দুয়ার্তের সঙ্গে বৈঠক করে চুরি হওয়ার রিজার্ভ উদ্ধার নিয়ে আলোচনা করার কথা ছিলো। বাংলাদেশি প্রতিনিধি দলে রয়েছেন- আইন,বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের সচিব ও একজন সংসদ সদস্য। প্রেসিডেন্ট দুয়ার্তের মুখপাত্র আর্নেস্টো আবেলা জানিয়েছেন, ‘প্রেসিডেন্টের দ্রুত দৃষ্টি আকর্ষণের মতো জরুরি বিষয় থাকায়’ বৈঠকটি বাতিল করা হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশি কর্মকর্তারা ইতোমধ্যে বেশ কয়েকটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে বৈঠক করেছেন এবং রিজার্ভ চুরি নিয়ে আলোচনা করেছেন। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী