X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কাস্ত্রোর স্মৃতি হাতড়ে ফিরছে হাভানা, স্মরণসভায় লাখো মানুষ

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০১৬, ১০:০৯আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১৪:৪৪
image

পতাকা হাতে কিউবার মানুষ হাভানার রেভ্যুলেশন স্কয়ার। কিউবান সংস্কৃতি ও রাজনীতির ‘বৈপ্লবিক রূপান্তর’-পরবর্তী সময়ের বহু ঐতিহাসিক সম্মিলনের সাক্ষী এই চত্বরেই একসময় কিউবার মানুষ শুনেছে মার্কিন সাম্রাজ্যের বিরুদ্ধে ফিদেল কাস্ত্রোর তীব্র হুঙ্কার। সেইসব বক্তৃতা আজ কেবলই স্মৃতি। হাভানার ওই ঐতিহাসিক সম্মিলনস্থলে কাস্ত্রোর স্মরণ অনুষ্ঠানে তাই কেবলই প্রয়াত মহানায়কের স্মৃতি হাতড়ে ফিরছে মানুষ।
স্মরণ অনুষ্ঠানে আসা বহু মানুষের একজন অ্যাথলেটিস্ট আনা ফিদেলিয়া কুইরট। আর সব তারকা ক্রীড়াবিদের সঙ্গে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফিদেলিয়াও হাজির হয়েছেন স্মৃতির মিনারে। তিনি যখন জীবনঘাতি এক দুর্ঘটনার শিকার হয়েছিলেন তখন কাস্ত্রো প্রতিদিন তার সঙ্গে দেখা করতে যেতেন। সেই স্মৃতি স্মরণ করে ফিদেলিও বলেন, ‘আমার দুর্দিনে সবসময় পাশে পেতাম তাকে। আমি সেই অসাধারণ মানবতাবাদী ব্যক্তিকে শ্রদ্ধা জানাতে এসেছি। তিনি শারীরিকভাবে না থাকতে পারেন, তবে তিনি আমার হৃদয়ে থাকবেন।’
অপর এক ব্যক্তি পকেট থেকে নিজের ওয়ালেট বের করে কাস্ত্রোর ছবি দেখান। বলেন, 'নিজের স্ত্রী কিংবা কন্যাকেও তো এভাবে রাখিনি আমি'।
স্মরণসভার পোস্টারে-ব্যানারেও কাস্ত্রোর স্মৃতি। 'বিপ্লব দীর্ঘজীবী হোক' কিংবা 'হৃদয়ে থাকবেন ফিদেল'।
কাস্ত্রোর স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন এক দল প্রবীণ। পথে গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে কাস্ত্রোকে নিয়ে নিজেদের অনুভূতি বর্ণনা করেছেন তারা। এমনই একজন ৮০ বছর বয়সী আরমান্ডো ভাসকোয়েজ। কিউবা বিপ্লবের প্রথম দিককার দিনগুলোতে সিয়েরা মায়েস্ত্রায় কাস্ত্রোর জন্য লড়াই করেছিলেন তিনি। কাস্ত্রো সম্পর্কে বলতে গিয়ে সিয়েরা বলেন, ‘তিনি একজন পিতার মতো। যখন তিনি কোনও আদেশ দিতেন তখন আপনি বুঝে যেতেন যে কাজটি আপনি পারবেন, কারণ এরইমধ্যে তিনি দেখিয়ে দিয়েছেন তা কিভাবে করতে হয়।’

গিলবার্টো গনজালেজ নামের আরেকজন পকেট থেকে তার মানিব্যাগ বের করলেন এবং দেখালেন সেখানে কাস্ত্রোর ছবি রেখে দিয়েছেন। তিনি বলেন, ‘এটা দেখুন। আমি আমার স্ত্রী কিংবা কন্যা কারও ছবি রাখিনি। ফিদেল আমার কাছে কী তা এর মধ্য দিয়েই বুঝে নিতে পারেন।’ 

এমন করেই কাস্ত্রোর স্মরণ সভায় অংশ নেওয়া মানুষেরা স্মৃতি থেকে তুলে আনছেন কাস্ত্রোকে। জীবন্ত করে তুলছেন তাকে।


গার্ডিয়ান জানায়, মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে শোক বক্তৃতা, কামানের বজ্রধ্বনি আর স্মৃতি-স্মরণের মধ্য দিয়ে এ বিপ্লবী নেতাকে জীবন্ত করে তোলেন কিউবানরা। সামরিক পোশাক পরে ওই স্মরণ অনুষ্ঠানের নেতৃত্ব দেন ফিদেল কাস্ত্রোর ছোট ভাই এবং কিউবার বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো।

উল্লেখ্য, শুক্রবার রাত ১০টা ২৯ মিনিটে মারা যান ফিদেল কাস্ত্রো। এর ঘণ্টাখানেক পর ফিদেলের ভাই ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো আনুষ্ঠানিকভাবে ওই বিপ্লবীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। সে সময় তিনি জানান, ফিদেলের শেষ ইচ্ছা অনুযায়ী, তাকে দাহ করা হবে। ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে নয় দিনের শোক পালনের ঘোষণা দেয় কিউবার সরকার। শোক পালনের সময়ে দেশব্যাপী মাদকদ্রব্য বিক্রয় বন্ধ থাকবে,জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত থাকবে,আর সকল কনসার্ট ও উৎসব উদযাপন বন্ধ থাকবে বলে জানান রাউল কাস্ত্রো। কিউবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে গার্ডিয়ান জানায়, বিপ্লবী এ নেতার দেহভস্ম প্রতিরক্ষা মন্ত্রণালয়ে রাখা হয়েছে। সেখানে মঙ্গলবার বিকেলে শ্রদ্ধা জানিয়েছেন রাউল কাস্ত্রো। নয়দিনের শোক শেষে ৪ ডিসেম্বর সান্তিয়াগোতে তাকে সমাহিত করা হবে।
/এফইউ/বিএ/





সম্পর্কিত
লাতিন আমেরিকায় এক বছরে ১২৬ অ্যাক্টিভিস্ট নিহত
হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি গ্যাং লিডারের
ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করলেন লুলা
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী