X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিমান বিধ্বস্তে নিহত ফুটবলারদের জন্য হাজার হাজার ভক্তের প্রার্থনা

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০১৬, ১৬:৪৩আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১৬:৪৪
image

আরেনা কন্ডা স্টেডিয়ামে ভক্তরা কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় ব্রাজিলের ফুটবল ক্লাব চাপেকোয়েন্সের প্রায় সব খেলোয়াড়ের মৃত্যুর ঘটনায় চাপেকো এলাকায় শোক সমাবেশ করেছেন কয়েক হাজার মানুষ। বিমান বিধ্বস্তে নিহতদের জন্য অনুষ্ঠিত হয়েছে প্রার্থনা। চলছে শ্রদ্ধা নিবেদনও। 

উল্লেখ্য, ব্রাজিল থেকে যাত্রা করার পর বলিভিয়ায় যাত্রা বিরতি করে বিএই ১৪৬ বিমানটি। এরপর বলিভিয়া থেকে কলম্বিয়ার উদ্দেশে যাত্রা শুরু হয় আবার। কলম্বিয়ার স্থানীয় সময় সোমবার রাত ১০টা ১৫ মিনিটে লা ইউনিয়নের কেরো গোর্দো শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার শিকার বিমানটি পরিচালনা করতো ভেনেজুয়েলা’র বিমান সংস্থা লামিয়া। বিমানটি ৮১ আরোহী নিয়ে কলম্বিয়ার জোসে মারিয়া কর্ডোভা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। বিধ্বস্ত হওয়া বিমানটির ৭৬ আরোহীই নিহত হয়েছেন বলে জানিয়েছে কলম্বিয়ার পুলিশ। তবে ওই বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া আরোহীদের সংখ্যা ৫ জন না ৬ জন তা নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। শেষ পর্যন্ত কলম্বিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বেঁচে যাওয়া আরোহীর সংখ্যা ৬। বিমানটিতে ব্রাজিলের ফুটবল ক্লাব চাপেকোয়েন্সের ২২ সদস্য ছিলেন। এর মধ্যে তিনজন প্রাণে বেঁচে গেলেও বাকিরা সবাই নিহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, প্রিয় খেলোয়াড়দের মৃত্যুর খবরে চাপেকো এলাকায় শোক নেমে আসে। মঙ্গলবার সন্ধ্যায় চাপেকোয়েন্স দলের ভক্তরা শহরের প্রাণকেন্দ্র থেকে হেঁটে হেঁটে স্টেডিয়ামে জড়ো হন। সেখানে প্রার্থনা করেন তারা। শহরের ক্যাথেড্রালেও প্রার্থনা হয়েছে। খেলোয়াড়দের পরিবারের সদস্যরাসহ প্রায় ১০ হাজার মানুষ চাপেকোর আরেনা কন্ডা স্টেডিয়ামে জড়ো হন। আগের দিন যে ভয়াবহ খবরটি শুনেছেন তা যেন এখনও বিশ্বাস করতে পারছেন না তারা।

চাপেকোয়েন্সের ভক্তরা শোক পালন করছেন
ভক্তরা ক্লাবের সবুজ আর সাদা রংয়ের পোশাক পরে উপস্থিত হন এবং খেলোয়াড়দের নাম উচ্চারণ করে করে শোকস্তুতি পাঠ করতে থাকেন। নিহত খেলোয়াড়দের চ্যাম্পিয়ন বলে উল্লেখ করেন তারা। খেলোয়াড়দের পরিবারের সদস্যরা মাঠে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন।

ব্রাজিলের ফুটবল ক্লাব চাপেকোয়েনসের ওই ফুটবল দলটি লাতিন অঞ্চলের ক্লাব ফুটবল প্রতিযোগিতা কোপা সুদামেরিকানার চূড়ান্ত পর্যায়ে খেলার কথা ছিল। বুধবার মেডেলিনে আতলেতিকো ন্যাশিওনালের বিপক্ষে দলটির পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মঙ্গলবারের এ দুর্ঘটনার পর এ টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন কনমেবল। 

এদিকে বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কেউ কেউ বলছেন, জ্বালানি ফুরিয়ে যাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। আবার কেউ কেউ বলছেন, বৈদ্যুতিক ত্রুটির কারণে এমনটা হয়েছে। অবশ্য এরইমধ্যে বিমানের দুটি ফ্লাইট রেকর্ডারই উদ্ধার হয়েছে। মরদেহ শনাক্ত করতে ব্রাজিলের চিকিৎসকরা কলম্বিয়ায় গেছেন। এরপরই মরদেহ দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু করবে ব্রাজিল।

/এফইউ/

সম্পর্কিত
লাতিন আমেরিকায় এক বছরে ১২৬ অ্যাক্টিভিস্ট নিহত
হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি গ্যাং লিডারের
ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করলেন লুলা
সর্বশেষ খবর
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
সার্বিক অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!