X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সিনেমা হলে জাতীয় সংগীত বাধ্যতামূলক: ভারতের সুপ্রিম কোর্ট

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০১৬, ১৭:৫৪আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১৭:৫৪
image

সিনেমা হলে ছবি শুরু হওয়ার আগে অবশ্যই জাতীয় সংগীত বাজাতে হবে। এ সময়ে পর্দায় জাতীয় পতাকার ছবি দেখাতে হবে। জাতীয় সংগীত বাজানোর সময় সবাইকে দাঁড়াতে হবে। আর তখন হল থেকে বের হওয়ার দরজাও বন্ধ রাখতে হবে। ভারতের সুপ্রিম কোর্ট এই আদেশ প্রদান করেন। 

ভারতের সর্বোচ্চ আদালত

বুধবার একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্র এবং বিচারপতি অমিতাভ রায়ের ডিভিশন বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয়, ‘যখন জাতীয় সংগীত বাজানো হবে, তখন সবাইকেই তাকে শ্রদ্ধা এবং সম্মান জানাতে হবে। এটি দেশপ্রেম এবং জাতীয়তাবাদের প্রতি জনগণকে সমর্পিত করে।’

রায়ে আরও বলা হয়, ‘জনগণের সাংবিধানিক দেশপ্রেমের প্রতীক, জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা প্রকাশের এখনই সময়।’

ওই জনস্বার্থ মামলাটি দায়ের করেছিলেন শ্যাম নারায়ণ চোকসে। সিনেমা শুরুর আগে হলে জাতীয় সংগীত বাজানোর নির্দেশ দেওয়ার জন্য শীর্ষ আদালতে আবেদন করেন তিনি। একইসঙ্গে তিনি আবেদন করেন, বিভিন্ন অনুষ্ঠানে যেখানে সাংবিধানিক পদে আসীন ব্যক্তিরা উপস্থিত থাকবেন, সেখানে যেন যথাযথ নিয়ম ও প্রোটোকল মেনে জাতীয় সংগীত গাওয়া হয়।

আবেদনকারীর আইনজীবী অভিনব শ্রীবাস্তব সুপ্রিম কোর্টে বলেন, জাতীয় সংগীতকে শ্রদ্ধা এবং সম্মান জানানো দরকার প্রত্যেক ভারতবাসীর। তিনি আবেদন জানান, জাতীয় সংগীতকে ব্যবসায়িক স্বার্থে যেন ব্যবহার না করা হয়। আর জাতীয় সংগীত গাওয়ার সময় মাঝে যেন বিরতি না থাকে। গাইলে তা সম্পূর্ণ করতে হবে। জাতীয় সংগীতকে ঠিকভাবে গাওয়া হয়নি দাবি করে তিনি বিভিন্ন ঘটনার কথা তুলে ধরেন। একটি এন্টারটেনমেন্ট শো-র কথা তুলে ধরে তিনি বলেন, জাতীয় সংগীত গাওয়ার সময় পুরো বিষয়টি নাটকীয়ভাবে করা হয়েছিল। আবেদনকারীর আইনজীবীর বক্তব্যের পর সুপ্রিম কোর্ট তার রায় প্রদান করেন।

ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এ বিষয়ে ১০ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বোচ্চ আদালতের এই রায় বিজ্ঞপ্তি আকারে সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের জানিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, প্রিন্ট এবং ইলেকট্রনিক সংবাদমাধ্যমেও এই নির্দেশ বিজ্ঞাপন আকারে ছাপা হবে।

প্রসঙ্গত, ১৯৬০-এর দশকে বিভিন্ন সিনেমা হলে ছবির শেষে জাতীয় সংগীত বাজানো হতো। তবে অনেক দর্শকই পুরো ছবি না দেখে ফিরে আসে, তাই অল্প সংখ্যক দর্শকই ওই জাতীয় সংগীতের সময় হলে উপস্থিত থাকতেন। তবে সাম্প্রতিক মাল্টিপ্লেক্স সিনেমা হলের যুগে জাতীয় সংগীত অনেক সিনেমা হলেই বাজানো হয় না বলে জানিয়েছে ভারতী সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতে জাতীয় সংগীতের বিষয়ে কোনও কেন্দ্রীয় আইন নেই। তবে ২৯টি রাজ্যের এ নিয়ে নিজস্ব আইন রয়েছে। কিছু কিছু রাজ্যের সিনেমা হলে জাতীয় সংগীত বাজানো হয়। ২০০৩ সালে মহারাষ্ট্র সরকার প্রত্যেক সিনেমা হলে ছবি শুরুর আগে জাতীয় সংগীত বাজানো বাধ্যতামূলক বলে ঘোষণা করে।

তবে সিনেমা হলে জাতীয় সংগীত বাজানোর সময় সবাইকে দাঁড়াতে হবে এবং এসময় দরজা বন্ধ থাকবে, এমন ঘোষণায় আগে থেকেই বিতর্ক রয়েছে। গতবছর মাদ্রাজ হাই কোর্ট সিনেমা হলে জাতীয় সংগীত বাজানোর সময় দাঁড়ানোটা বাধ্যতামূলক নয়।

সূত্র: এনডিটিভি।

/এসএ/

সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা