X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আলেপ্পোতে আসাদ বাহিনীর হামলায় একদিনে নিহত ৫১

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০১৬, ২০:৩০আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ২০:৩০
image

আলেপ্পোতে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা হোয়াইট হেলমেটস জানিয়েছে, আলেপ্পোতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী এবং রাশিয়ার বিমান হামলায় অন্তত ৫১ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ।

বিধ্বস্ত আলেপ্পো

হোয়াইট হেলমেটস-এর ফেসবুক পেইজে বলা হয়, ‘বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে দেড় শতাধিক হামলা চালানো হয়। সেই সঙ্গে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ১২০০টি আর্টিলারি শেল হামলাও চালিয়েছে সরকারি বাহিনী।’

আল মিয়াসার, বাব আল-নাইরাব এবং আল-সালহীন এলাকায় সবচেয়ে বেশি হামলা চালানো হয় বলে জানা গেছে।  

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানিয়েছে, সোমবার সরকারি বাহিনী আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত আল-হায়দারিয়া, আল-শাখোর, আল-ইনজারাত, আল-শেখ খেদর, জাবাল বাদ্রো এবং আল-হালকের বিস্তৃত এলাকা দখল করে নিয়েছে।  

স্থানীয় ত্রাণ কর্মীরা জানিয়েছেন, আলেপ্পোর পূর্বাঞ্চলে বিমান হামলায় নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত ৬৯৪ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এদিকে, রেড ক্রসের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গত ৭২ ঘণ্টায় আলেপ্পো নগরী ছেড়েছে প্রায় ২০ হাজার বেসামরিক নাগরিক। বিদ্রোহী নিয়ন্ত্রিত নগরীর পূর্বাঞ্চল থেকে হাজার হাজার বেসামরিক নাগরিক পালিয়ে যেতে বাধ্য হচ্ছে।

আলেপ্পো ছাড়ছে মানুষ

ফরাসি বার্তাসংস্থা এএফপি-কে রেড ক্রসের মুখপাত্র মুখপাত্র ক্রিস্টা আর্মস্ট্রং জানিয়েছেন, ২০ হাজারেরও বেশি মানুষ আলেপ্পোছেড়েছে। এই সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে আলেপ্পোর পূর্বাঞ্চল বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল।

জাতিসংঘ জানিয়েছে, আলেপ্পোতে প্রায় আড়াই লাখ মানুষ আটকা পড়ে আছেন। সিরিয়ার সরকারি বাহিনী চলতি সপ্তাহে হামলার তীব্রতা বাড়ানোর পর সেখানকার জনগণ প্রাণ নিয়ে আলেপ্পো ছেড়ে আসছে।

সূত্র: আল-জাজিরা।

/এসএ/

সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!