X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শার্লি এবদোর প্রথম জার্মান সংস্করণ, অ্যাঞ্জেলা মের্কেলকে নিয়ে ব্যঙ্গ

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৬, ২১:০৬আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ২১:০৬
image

শার্লি এবদোর প্রচ্ছদে অ্যাঞ্জেলা মের্কেল ফরাসি রম্য ম্যাগাজিন শার্লি এবদো প্রথমবারের মতো জার্মান সংস্করণ প্রকাশ করেছে। আর প্রথম সংস্করণের প্রচ্ছদটি করা হয়েছে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলের ব্যঙ্গচিত্র দিয়ে। টয়লেট সিট এবং কার মেকানিকের হাইড্রলিক লিফটে তাকে বসিয়ে ও শুইয়ে ব্যঙ্গচিত্র আঁকা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে শার্লি এবদোর সেই প্রচ্ছদে দেখা, কার্বন নির্গতকরণ জালিয়াতিজনিত কেলেঙ্কারিতে পড়া গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগেন মের্কেলের আড়ালে রয়েছে। প্রচ্ছদে আরও দেখা যায় চ্যান্সেলর একটি প্ল্যাটফর্মের ওপর শুয়ে আছেন এবং এক গাড়ি মেকানিক বলছেন, নতুন একটি এক্সস্ট পাইপ (গাড়ির গ্যাস নির্গমনের পাইপ) লাগিয়ে তিনি আরও চার বছর ভালোভাবে চালিয়ে যেতে পারবেন। প্রসঙ্গত, সম্প্রতি অ্যাঞ্জেলা মের্কেল ঘোষণা দিয়েছেন তিনি আরও চার বছর চ্যান্সেলর থাকার জন্য আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জার্মান ভাষায় শার্লি এবদোর ওই উদ্বোধনী সংস্করণে একটি পোস্টারও আঁকা হয়েছে। পোস্টারে দেখা যায় মের্কেল টয়লেটের সিটে বসে আছেন এবং ‘শার্লি এবদো-ইট’স লিবারেটিং’ স্লোগান লেখা একটি সাপ্তাহিক পড়ছেন।
শার্লি এবদোর প্রচ্ছদ
উল্লেখ্য, শার্লি এবদোর এ জার্মান সংস্করণ ম্যাগাজিনটি প্রথম বিদেশি ভাষার সংস্করণ। প্রাথমিকভাবে ১৬ পৃষ্ঠায় এ সংস্করণটির ২ লাখ কপি প্রকাশ হয়েছে। চার পৃষ্ঠাজুড়ে গ্রাফিক করেছেন কার্টনিস্ট লরাঁ সুরিসিও যিনি রিস নামেই বেশি পরিচিত। ২০১৫ সালে শার্লি এবদোর কার্যালয়ে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। রিস মনে করেন জার্মানিতে শার্লি এবদোর বাজার রয়েছে। তিনি বলেন, ‘সর্বত্রই রসবোধ রয়েছে, এমনকি তা জার্মানিতেও আছে’। তিনি জানান, শার্লি এবদোকে অন্য ভাষায় প্রকাশ করাটা তাদের জন্য পরীক্ষামূলক। এর মধ্য দিয়ে ম্যাগাজিনটির নতুন ভক্ত খোঁজার চেষ্টা করা হবে। জার্মান সংস্করণটি ফ্রান্স থেকে সম্পাদনা করা হবে। বার্লিনের এক তরুণ এ কাজ করবেন।  

ফ্রান্সের এ রম্য ম্যাগাজিনটি মহানবী হযরত মোহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্রসহ বিভিন্ন ব্যঙ্গচিত্র প্রকাশ করে নানাসময়ে বিতর্কের জন্ম দিয়েছে। এর জন্য বিভিন্ন সময়ে এর কর্মীদের ওপর হামলাও হয়েছে। ২০১৫ সালের ৭ জানুয়ারি শার্লি এবদোর কার্যালয়ে সন্ত্রাসী হামলায় কার্টুনিস্টসহ ১২ জন নিহত হন। নবী মুহাম্মদ (সঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের পর সন্ত্রাসীদের আক্রোশের শিকার হন শার্লি এবদোর সাংবাদিক ও কার্টুনিস্টরা। এরপর একটি ইহুদি সুপারমার্কেটে বন্দুকধারীদের হামলায় আরও ৫ জন নিহত হন। নিহতদের মধ্যে তিন পুলিশ কর্মকর্তাও ছিলেন। এ ঘটনার পর থেকে একটি গোপন স্থান থেকে ম্যাগাজিনটি প্রকাশ করা হচ্ছে। এছাড়া সিরিয়ার শরণার্থী শিশু আয়লান কুর্দিকে নিয়েও বিতর্কিত ব্যঙ্গচিত্র প্রকাশ করে সমালোচনার মুখে পড়েছিল ম্যাগাজিনটি। সূত্র: গার্ডিয়ান

/এফইউ/ 

সম্পর্কিত
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
সর্বশেষ খবর
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
রাজধানীতে মেডিক্যাল শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
রাজধানীতে মেডিক্যাল শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
মুক্তি পাওয়া আসামির প্রবেশন মেয়াদ বাড়ানোর আবেদন, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মুক্তি পাওয়া আসামির প্রবেশন মেয়াদ বাড়ানোর আবেদন, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও