X
সোমবার, ২৭ মে ২০২৪
১২ জ্যৈষ্ঠ ১৪৩১

থাইল্যান্ডের নতুন রাজা মাহা ভাজিরালংকর্ন

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৬, ২৩:০২আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ২৩:১৬

মাহা ভাজিরালংকর্ন
থাইল্যান্ডের নতুন রাজা হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রয়াত রাজা ভূমিবল আদুলিয়াদেজ-এর পুত্র মাহা ভাজিরালংকর্ন। এর মধ্য দিয়ে তিনি ২৩৪ বছরের পুরনো চকরি সাম্রাজ্যের ১০ম রাজা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। সদ্যপ্রয়াত রাজার মৃত্যুর পর গত ১৩ অক্টোবর থেকে থাই সিংহাসন খালি ছিল। বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে মাহা ভাজিরালংকর্ন বলেন, থাইল্যান্ডের সব নাগরিকের কল্যাণের জন্য আমি মহামান্যের (প্রয়াত রাজা) নির্দেশ অনুযায়ী দায়িত্ব গ্রহণ করছি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে বৃহস্পতিবার সকালে জার্মানি থেকে দেশে ফেরেন ৬৪ বছরের মাহা ভাজিরালংকর্ন। দেশে ফিরে তিনি বৌদ্ধ মতবাদ অনুযায়ী, প্রয়াত রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যুর ৫০ দিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

বাবার জীবদ্দশায় থাইল্যান্ডের যুবরাজ হিসেবে দায়িত্ব পালন করেন মাহা ভাজিরালংকর্ন। রাজা হিসেবে এখন তিনি ‘রাজা দশম রাম’ নামে পরিচিত হবেন।

মাহা ভাজিরালংকর্ন

১৯৭২ সালে মাহা ভাজিরালংকর্নকে থাইল্যান্ডের যুবরাজ হিসেবে দায়িত্ব পালন করছেন মাহা ভাজিরালংকর্ন।

১৩ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময়ের রাজা ভূমিবল আদুলিয়াদেজ। ১৯২৭ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের কেমব্রিজে জন্মগ্রহণ করেন ভূমিবল। ১৯৪৬ সালে ভাইয়ের মৃত্যুর পর রাজা ভূমিবল মাত্র ১৮ বছর বয়সে থাইল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন। ১৭৮২ সাল থেকে ক্ষমতাসীন ও থাইল্যান্ডের সবচেয়ে দীর্ঘস্থায়ী চক্রি রাজবংশের নবম রাজা তিনি। থাইল্যান্ডের অধিকাংশ নাগরিকই তাকে মহারাজা হিসেবে সম্বোধন করে থাকেন। চলতি বছরের জুনে তার সিংহাসনে আরোহনের ৭০তম বার্ষিকী পালন করা হয়। রাজা ভূমিবলের উত্তরসূরী নতুন রাজা মাহা ভাজিরালংকর্ন থাইল্যান্ডের জনগণের কাছে তার বাবার মতো ব্যাপক জনপ্রিয় নন। তার জীবনের একটা বড় অংশ কেটেছে থাইল্যান্ডের বাইরে। তবে থাইল্যান্ডে রাজ পরিবারের সদস্যদের নিয়ে খোলামেলা আলোচনাকে কঠোর অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এজন্য দীর্ঘ সাজা প্রদানের বিধান রয়েছে দেশটিতে।

/এমপি/

সম্পর্কিত
আর্মেনিয়া সীমান্তের চারটি গ্রাম নিয়ন্ত্রণে নিলো আজারবাইজান
লোকসভা নির্বাচন: ষষ্ঠ দফায় ৫৮টি আসনে ভোটগ্রহণ চলছে
৪৮ ডিগ্রি ছাড়ালো রাজস্থানের তাপমাত্রা, ৯ জনের মৃত্যু
সর্বশেষ খবর
‘গম্ভীর বলেছিলেন, আমরা ট্রফি উঁচিয়ে ধরলেই সবচেয়ে বেশি খুশি হবো’
‘গম্ভীর বলেছিলেন, আমরা ট্রফি উঁচিয়ে ধরলেই সবচেয়ে বেশি খুশি হবো’
যুক্তরাজ্যের এমপি হতে লেবারের হয়ে লড়বেন আরেক ব্রিটিশ বাংলাদেশি
যুক্তরাজ্যের এমপি হতে লেবারের হয়ে লড়বেন আরেক ব্রিটিশ বাংলাদেশি
ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামের ১২ হাজার মানুষ
ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চট্টগ্রামের ১২ হাজার মানুষ
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ দুদকে
ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির আরও অভিযোগ দুদকে
সর্বাধিক পঠিত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
ঘূর্ণিঝড় রিমাল: পায়রা ও মোংলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
জলোচ্ছ্বাসে তলিয়ে গেলো সুন্দরবন
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
কখন উপকূল অতিক্রম করতে পারে ‘রিমাল’?
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ
ধানমন্ডিতে হকারদের সড়ক অবরোধ