X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

কাশ্মির ইস্যুতে ট্রাম্পের জন্য মধ্যস্থতার দরজা খোলা: পাকিস্তান

বিদেশ ডেস্ক
০২ ডিসেম্বর ২০১৬, ২২:১০আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ২২:১৫

নওয়াজ শরিফ এবং ডোনাল্ড ট্রাম্প নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি কাশ্মির ইস্যুতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের প্রস্তাব দেন তাহলে তাকে স্বাগত জানাবে ইসলামাবাদ। বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া দেশটির এমন অবস্থানের কথা জানান।

নাফিস জাকারিয়া বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় ট্রাম্প বেশ কয়েকবার কাশ্মির পরিস্থিতি নিয়ে ভারত ও পাকিস্তানের মাঝে সৃষ্ট উত্তেজনা নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালনের প্রস্তাব দিয়েছেন। এখন তিনি ভূমিকা পালন করতে চাইলে তাক স্বাগত জানানো হবে।

বুধবার ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের টেলিফোন আলাপ প্রসঙ্গে নাফিস জাকারিয়া জানান, নিতান্তই সৌজন্যতার খাতিরে প্রধানমন্ত্রী টেলিফোন করেছিলেন।

তিনি বলেন, যদি ট্রাম্প পাকিস্তান সফরে আসেন তাহলে ইসলামাবাদ তাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে। পাশাপাশি ইসলামাবাদ এবং ওয়াশিংটনের সম্পর্ক ইতিহাসের নিরিখে বিচার করতে হবে বলেও মন্তব্য করেন পাকিস্তানের এ মুখপাত্র।

ভারতে অনুষ্ঠেয় হার্ট অব এশিয়া সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধিদলের যোগ দেওয়া প্রসঙ্গে নাফিস জাকারিয়া বলেন, ‘পাকিস্তান এ সম্মেলনে যোগ দিচ্ছে। কারণ আমরা আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আমাদের দায়িত্ব পালন করতে চাই।’

এর আগে বুধবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে টেলিফোন করে অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এ সময় নওয়াজ শরিফ একজন দুর্দান্ত মানুষ বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, টেলিফোনে কথোপকথনের সময় নওয়াজ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী ট্রাম্পকে অভিনন্দন জানান। আর প্রধানমন্ত্রী কার্যালয়ের দেওয়া বিবৃতির বরাতে রয়টার্স জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প নওয়াজ শরিফকে বলেছেন ‘তোমার বেশ সুনাম রয়েছে। তুমি আসলে একজন দুর্দান্ত মানুষ। তুমি এমন কিছু ইতিবাচক ভূমিকা রাখছ, যা সবক্ষেত্রেই দৃশ্যমান।’

ট্রাম্পের কার্যালয় সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, টেলিফোন কলের ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে ট্রাম্প শিবিরের পক্ষ থেকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে কার্যকর আলোচনা হয়েছে।

নওয়াজের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘সমস্যা শনাক্ত করে তা সমাধানের জন্য তুমি আমাকে ভূমিকা নিতে বললে সেটা করার জন্য আমি সবসময় তৈরি আছি। এতে আমি  সম্মানিত বোধ করব। ব্যক্তিগত প্রচেষ্টায় সেই কাজ করার চেষ্টা করব।’ সূত্র: সিনহুয়া, ইন্ডিয়া টুডে। 

/এমপি/

সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা