X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভেনিজুয়েলার মারকোসুর সদস্যপদ স্থগিত

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৬, ১৫:০৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৫:১০
image

লাতিন আমেরিকার দেশগুলোর অর্থনৈতিক জোট মারকোসুর থেকে বাদ দেওয়া হয়েছে ভেনিজুয়েলাকে। ওই আঞ্চলিক জোটের গণতান্ত্রিক ও বাণিজ্যিক শর্ত পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগে দেশটির সদস্যপদ স্থগিত করা হয় বলে জানানো হয়েছে।  

সাংবাদিকদের সামনে বক্তব্য রাখছেন ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ডেলসি রদ্রিগেজ

শুক্রবার মারকোসুর-এর চার প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে যৌথভাবে ভেনিহুয়েলার সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেয়।  

তবে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ডেলসি রদ্রিগেজ এই প্রক্রিয়াকে ‘ক্যু প্রচেষ্টা’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘ভেনিজুয়েলা এই বে-আইনি স্থগিতাদেশ মেনে নেবে না। ওই কর্মকর্তারা জঙ্গলের আইন জারি করে মারকোসুরকে ধ্বংস করছেন।’  সরকারি একটি সূত্র জানায়,

মারকোসুরের সদস্য রাষ্ট্রদের অভিযোগ, ২০১২ সালে পূর্ণ সদস্য হিসেবে জোটভুক্ত হলেও বাণিজ্য, রাজনীতি, গণতন্ত্র ও মানবাধিকার-সংক্রান্ত বেশকিছু নিয়মনীতিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি ভেনিজুয়েলা। গত সপ্তাহে জোটের নেতারা জানান, নিকোলাস মাদুরোর সমাজতান্ত্রিক সরকার মারকোসুর সদস্যদের নিয়ম অনুযায়ী পালনীয় ১১২টি প্রস্তাব দেশটিতে আইন হিসেবে গ্রহণ করেনি।

সেপ্টেম্বরে মারকোসুর জোটভুক্ত দেশগুলো ভেনিজুয়েলার সমাজতান্ত্রিক ভাবধারার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মানবাধিকার প্রতিষ্ঠা, সংবাদমাধ্যমের স্বাধীনতাসহ বিভিন্ন সংস্কারের জন্য তিন মাসের আল্টিমেটাম দেয়।  

ভেনিজুয়েলা জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ আইনের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বেশকিছু প্রস্তাব গ্রহণে তারা ব্যর্থ হয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কমে যাওয়ায় ভেনিজুয়েলার তেলভিত্তিক অর্থনীতি ভেঙে পড়ে। আর সেই সঙ্গে সেখানে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। দেখা দেয় খাদ্য ও ওষুধের সংকট। বর্তমানে রাজনৈতিক সংকট নিরসনে ভ্যাটিকানের মধ্যস্থতায় বিরোধী পক্ষের সঙ্গে মাদুরোর আলোচনা চলছে।

সূত্র: আল-জাজিরা।

/এসএ/

সম্পর্কিত
লাতিন আমেরিকায় এক বছরে ১২৬ অ্যাক্টিভিস্ট নিহত
হাইতির প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার হুমকি গ্যাং লিডারের
ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করলেন লুলা
সর্বশেষ খবর
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা