X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

আইসল্যান্ডের পাইরেটস পার্টিকে সরকার গঠনের আমন্ত্রণ

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৬, ১৬:৩১আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৩
image

গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনের পর ডানপন্থী ও বামপন্থীরা সরকার গঠনে ব্যর্থ হওয়ার পর এবার এস্টাবলিশমেন্ট-বিরোধী পাইরেটস পার্টিকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

পাইরেটস পার্টির প্রধান বিরগিত্তা জনসদোত্তির

আইসল্যান্ডের প্রেসিডেন্ট গুডনি জোহানেসন পাইরেটস পার্টির প্রধান বিরগিত্তা জনসদোত্তিরের সঙ্গে কথা বলার পর এক ঘোষণায় দলটিকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।

নির্বাচনে র‍্যাডিক্যাল সংস্কারের আহ্বান জানানো পাইরেট পার্টি তৃতীয় স্থান লাভ করে। ওই নির্বাচনে কোনও দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন লাভে ব্যর্থ হয়।

এর আগে নির্বাচনে প্রথম স্থানে থাকা রক্ষণশীল ইন্ডিপেন্ডেন্স পার্টি ডানপন্থী ও মধ্য-ডানপন্থীদের সঙ্গে সংস্কার প্রশ্নে সরকার গঠনে একমত হতে ব্যর্থ হয়। পরে সরকার গঠনের আহ্বান জানানো হয় লেফট গ্রিন মুভমেন্টকে। তবে ডানপন্থী থেকে কট্টর বামপন্থীদের সঙ্গে আলোচনা চললেও তা সফল হয়নি। এরপরই তৃতীয় স্থানে থাকা পাইরেট পার্টিকে আমন্ত্রণ জানানো হয়।

শুক্রবার প্রেসিডেন্ট গুডনি জোহানেসন বলেন, আমি সকল পার্টির নেতাদের সঙ্গে দেখা করেছি, আর তাদের মতামত শুনেছি। তারপরই বিরগিত্তা জনসদোত্তিরকে ডেকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছি।

জনসদোত্তির জানান, ‘আমি আশাবাদী। একসঙ্গে কাজ করার একটা পথ নিশ্চয় বের হবে।’

এবারের নির্বাচনে ২০১২ সালে গঠিত পাইরেট পার্টি ৬৩ আসনের পার্লামেন্টে ১০ আসনে জয় পেয়েছেন।

চলতি বছরের এপ্রিলে পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোস্যাক ফনসেকার ফাঁস হওয়া নথি, যা পানামা পেপারস নামে পরিচিত, সেখানে দেখা যায়, আইসল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী ও তার স্ত্রী কোটি কোটি ডলার ফাঁকি দিতে দেশের বাইরে এমন একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন, যেখানে অর্থ পাচার ও কর ফাঁকি দেওয়ার সুযোগ রয়েছে। ২০০৭ সালে সিগমুন্ডুর ও তার স্ত্রী একটি অফশোর কোম্পানি ক্রয় করেছেন। যে কোম্পানিটি আইসল্যান্ডের তিনটি ব্যাংকের বন্ডের মালিক ছিল। ওই বছর আর্থিক মন্দার সময় লোকসানের মুখে পড়ে ব্যাংক তিনটি বন্ধ হয়ে যায়। শুধু প্রধানমন্ত্রী ও তার স্ত্রী নন, তার মন্ত্রিসভার অনেক সদস্যেরও বিদেশে অবৈধ ও গোপন সম্পত্তি রয়েছে। এই তথ্য ফাঁসের একদিন পরই (৫ এপ্রিল) পদত্যাগ করেন সিগমুন্ডুর।

তখন সিগমুন্ডুর ডেভিড গুনলাগসন-এর পদত্যাগের দাবিতে দেশটির রাজধানী রিকইয়াভিকে পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন প্রায় ১০ হাজার মানুষ। প্রধানমন্ত্রীর পদ থেকে তার পদত্যাগের দাবিতে একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেন ২৮ হাজার মানুষ।

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
পুতিনের জয়ে পশ্চিমাদের নিন্দা, শুভাকাঙ্ক্ষী কারা?
ইউক্রেন সীমান্তে বাফার জোনের পরিকল্পনা রাশিয়ার: পুতিন
মিসরের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারের পথে ইইউ
সর্বশেষ খবর
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই