X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা হত্যা: মিয়ানমারের হুঁশিয়ারির পর মালয়েশিয়ার কড়া জবাব

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৬, ১৮:২১আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৯:৪৪

রোহিঙ্গা হত্যা: মিয়ানমারের হুঁশিয়ারির পর মালয়েশিয়ার কড়া জবাব অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে মিয়ানমারের হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছে মালয়েশিয়া। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিয়ানমারের সাম্প্রতিক সহিংসতা ও হত্যার উদ্দেশ্য হচ্ছে সেখানকার মুসলিম রোহিঙ্গা জাতিকে নির্মূলের চেষ্টা। এদিকে, শনিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নেতৃত্বে কুয়ালালাম পুরে মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যার প্রতিবাদে এক মিছিল আয়োজনের কথা রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শুক্রবার মিয়ানমারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়ার উচিত দেশটির সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা করা এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান)-এর নীতি মেনে চলা উচিত। মিয়ানমারের এ বিবৃতির পরই মালয়েশিয়া এ কড়া প্রতিক্রিয়া জানালো।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারে শুধু একটি জাতিগত গোষ্ঠীকেই বিতাড়িত করা হচ্ছে। আর এটা হচ্ছে জাতিগতভাবে নিশ্চিহ্নকরণের মতোই ঘটনা।

বিবৃতিতে দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্য মিয়ানমারের এই কর্মকাণ্ড বন্ধ করা উচিত বলে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, মিয়ানমারের উত্তরাঞ্চলে রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। এ ঘটনার কঠোর সমালোচনা করেছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া। ২০১২ সালে রাখাইনে সাম্প্রদায়িক সহিংসতায় শতাধিক নিহতের পর এটিই সাম্প্রতিক সময়ে বড় ধরনের সহিংসতার ঘটনা।

জাতিসংঘ এরইমধ্যে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীকে জাতিগতভাবে নির্মূল করার অভিযোগ এনেছে। তাদের বিরেুদ্ধে মানবতাবিরোধী কর্মকাণ্ডেরও অভিযোগ তোলা হয়। এবারের সংঘর্ষে রাখাইন রাজ্যের মৃতের সংখ্যা ৮৬ জন বলে জানিয়েছে তারা। জাতিসংঘের হিসাব মতে, এখন পর্যন্ত ঘরহারা হয়েছেন ৩০ হাজার মানুষ। পালাতে গিয়েও গুলি খেয়ে মরতে হচ্ছে তাদের।

এদিকে, মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের ওপর চলমান দমননীতির বিরুদ্ধে আজ  শনিবার (৩ ডিসেম্বর) এক মিছিলে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।দেশটির উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি আগেই জানিয়েছিলেন,  সমাবেশে প্রধানমন্ত্রী ছাড়াও সরকারি উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তারা অংশ নেবেন। তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নেতৃত্বে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ছাড়া অন্যান্য নেতারাও সমাবেশে অংশগ্রহণ করবেন।’

উল্লেখ্য, রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপন্নতায় যে দেশগুলো সবচেয়ে সোচ্চার হয়েছে মালয়েশিয়া তাদের অন্যতম। মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের সহায়তার জন্য ওই সোসাইটি গঠন করেছে মালয়েশিয়া সরকার। আহমাদ জাহিদি বলেছেন, আরাকান প্রদেশে রোহিঙ্গাদের নির্যাতনের ঘটনায় মিয়ানমার সরকারের কাছে মালয়েশিয়া উদ্বেগ জানিয়ে চিঠি পাঠিয়েছে।সূত্র: রয়টার্স।

/এএ/

 

সম্পর্কিত
অর্থনীতি চাঙা করতে গাঁজা চাষে ঝুঁকছে পাকিস্তান
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
লাদাখ সীমান্তে বিরোধচীনের সঙ্গে আলোচনায় আশাবাদী রাজনাথ সিং
সর্বশেষ খবর
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার