X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ক্যালিফোর্নিয়ার রাত্রিকালিন পার্টিতে আগুন: ৯ জন নিহত, আহত ২৫

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৬, ০১:০০আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ০২:২৩

ক্যালিফোর্নিয়ার রাত্রিকালিন পার্টিতে আগুন: ৯ জন নিহত, আহত ২৫ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক বাড়িতে আগুন লেগে ৯ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অনেকে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই বাড়িতে রাত্রিকালিন পার্টি উপলক্ষে একটি কনসার্ট আয়োজনের প্রস্তুতি চলছিলো। বিবিসির খবর অনুযায়ী বাড়িটি কনসার্ট আয়োজনের আনুষ্ঠানিক কোনও ভেন্যু নয়। তবে সেখানে রাত্রিকালিন পার্টির ওই কনসার্ট উপলক্ষে কমপক্ষে ৫০-১০০ জন হাজির ছিলেন। এখনও আগুন লাগার কারণ জানা যায়নি।
ওকল্যান্ডের ফায়ার সার্ভিসের প্রধান তেরেসা ডিলোচ রিডকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সানফ্রান্সিসকো শহরের কাছে দৃশ্যত একজন শিল্পীর স্টুডিও হিসেবে ব্যবহৃত দোতলা একটি ভবনে ওই অগ্নিকাণ্ড ঘটেছে। মৃত ব্যক্তিদের অধিকাংশের লাশ দোতলা থেকে উদ্ধার করা হয়। তেরেসা জানান, আগুন লাগার পর অতি দ্রুতই তা ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে অকল্যান্ডের ওই ক্লাবে আগুন লাগে। ক্লাবটিতে কনসার্ট আয়োজনের প্রস্তুতি চলছিল।  খবরে বলা হয়, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে পিছু হটেন অগ্নিনির্বাপণকর্মীরা।   বিবিসি জানাচ্ছে, আগুন লাগার পর ওই ক্লাবে আটকা পড়েছেন অনেকে। অকলাহ্যান্ড অগ্নিনির্পাবণ কর্তৃপক্ষের বরাত দিয়ে তারা অন্তত ১৩ জনের নিখোঁজ থাকার তথ্য দিয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ট্যাবলয়েড পত্রিকা মিরর বলছে, নিখোজেঁর সংখ্যা অন্তত ২৫ জন। অগ্নিকাণ্ডের সময় ভবনে অন্তত ৫০ থেকে ১০০ জন মানুষ ওই ভবনে থেকে থাকতে পারেন বলে জানা গেছে। 
ওকল্যান্ডের ফায়ার সার্ভিসের প্রধান তেরেসা বলেন, ভবনজুড়ে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপে তল্লাশি অব্যাহত রয়েছে। আরও কেউ মারা গেছেন কি না, তা এখনো স্পষ্ট নয়। ভবনটিতে প্রবেশ ও সেখান থেকে বেরোনোর পথও ঠিকমতো চিহ্নিত করা যাচ্ছে না। 
রিড আরও বলেন, ভবনের কোন জায়গা থেকে আগুনের সূত্রপাত, তা জানা না গেলেও এটি এমন এক স্থানে অবস্থিত যেখান থেকে কারও সরে যাওয়া কঠিন।  জিনিসপত্রে ভবনটি ঠাঁসা থাকায় অগ্নিনির্বাপণকর্মীদের কাজে ব্যাঘাত ঘটে। এক গোলকধাঁধায় পড়েন তাঁরা। ভবনে ধোঁয়া শনাক্তকরণ বা পানি ছিটানোর ব্যবস্থা ছিল না। 

সামাজিক গণমাধ্যমগুলোতে অগ্নিকাণ্ড নির্বাপণ বিভাগের দেওয়া ভিডিওতে দেখা যায়, ওই ভবনের ছাদে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়াপর সার্ভিসের তিনটি ইউনিট।


/এমপি/বিএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
যুক্তরাষ্ট্র থেকে পার্সেলে তরুণদের কাছে আসছে কোটি টাকার মাদক
সর্বশেষ খবর
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক