X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ট্রাম্পের নিরাপত্তা ব্যয় দিনে ১০ লাখ ডলার

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৬, ১৪:১০আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৪:১০
image

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তার পেছনে প্রতিদিন খরচ হচ্ছে প্রায় ১০ লাখ ডলার। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স কর্তৃপক্ষের বরাত দিয়ে এই খবর জানিয়েছে।  

ট্রাম্প পরিবার

আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প। ম্যানহাটনের ফিফথ এভিনিউয়ে অবস্থিত ট্রাম্প টাওয়ারেই সপরিবারে বাস করছেন তিনি। আর তাদের নিরাপত্তার জন্য বিপুল অর্থ ব্যয় হচ্ছে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের।

ওই অর্থ কেন্দ্রীয় তহবিল থেকে যোগান দেওয়ার আহ্বান জানিয়েছেন সিটি কাউন্সিলের দুই সদস্য। শুক্রবার অনলাইনে একটি পিটিশন দায়ের করেছেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার মেলিসা মার্ক ভিভেরিটো ও সদস্য ড্যান গারোডনিক। সিটি কাউন্সিল কর্মকর্তারা হিসাব করে দেখেছেন, ট্রাম্পের নিরাপত্তায় প্রতিদিন ১০ লাখ ডলারেরও বেশি ব্যয় হচ্ছে।

এতে বলা হয়েছে, ‘আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে ও পরে ট্রাম্প পরিবারের নিরাপত্তার জন্য নিউ ইয়র্ক কাউন্সিলকে কেন্দ্রীয় তহবিল থেকে অর্থ বরাদ্দ দেওয়া উচিত।’

প্রেসিডেন্ট হিসেবে চার বছরের মেয়াদে ট্রাম্পের নিরাপত্তায় শত কোটি ডলারেরও বেশি ব্যয় হবে বলে ওই পিটিশনে উল্লেখ করা হয়। 

নিরাপত্তা বেষ্টনিতে ট্রাম্প টাওয়ার

ট্রাম্পের শিবির থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এর মধ্যেই ৫০০ জন স্বাক্ষর করেছেন ওই পিটিশনে। স্বাক্ষরকারীরা বলছেন, নিউ ইয়র্কের করদাতাদের অর্থে মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা খরচ চলতে পারে না। এর আগে এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন নিউ ইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও।

৮ নভেম্বর নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই ট্রাম্প ও তার পরিবারকে প্রেসিডেন্টের জন্য বরাদ্দ নিরাপত্তা দেওয়া হচ্ছে। সেদিনই ট্রাম্প টাওয়ার ও তার আশেপাশের এলাকায় ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করা হয়। নিউ ইয়র্ক পুলিশ কর্তৃপক্ষ এবং এফবিআই ঘিরে রাখে ট্রাম্পের বাসস্থান।

ট্রাম্প ২০ জানুয়ারির পর হোয়াইট হাউসে উঠলেও ফার্স্ট লেডি মেলিসা এবং ছেলে ব্যারন নিউ ইয়র্কেই থাকবেন। ছেলের স্কুল শেষ না হওয়া পর্যন্ত ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারেই থাকার কথা রয়েছে মেলিসার।  

সূত্র: রয়টার্স।

/এসএ/

সম্পর্কিত
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!