X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

টেলিভিশনে জয়ললিতার মৃত্যুর খবর, হাসপাতাল কর্তৃপক্ষের অস্বীকার

বিদেশ ডেস্ক
০৫ ডিসেম্বর ২০১৬, ২০:০২আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ২২:৩৪
image





টেলিভিশনে জয়ললিতার মৃত্যুর খবর, হাসপাতাল কর্তৃপক্ষের অস্বীকার ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা মারা গেছেন; বলছে অন্তত তিনটি ভারতীয় টেলিভিশন চ্যানেল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ খবরটি অস্বীকার করেছে।


জয়ললিতার মৃত্যুর খবর দেওয়া টেলিভিশন চ্যানেনগুলোর মধ্যে তামিল টেলিভিশন চ্যানেল সান ও তান্তি টিভি পাশাপাশি জয়ললিতার দলীয় টেলিভিশন জয়া টিভিও রয়েছে। তারা বলছে, অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জয়ললিতা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে ওই খবর অস্বীকার করে জানায়, তারা এখনও ‘আম্মা’ খ্যাত জয়ললিতাকে সুস্থ করার প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন। তিনি লাইফ সাপোর্টে আছেন।
এদিকে তামিলনাড়ুর এই জনপ্রিয় রাজনীতিকের মৃত্যুর প্রাথমিক খবর পেয়ে জয়ললিতার দল এআইএ ডিএমকে-এর প্রধান কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ওই মৃত্যুর খবর অস্বীকার করায় তারা আবারও পতাকাকে সম্পূর্ণভাবে উড়িয়ে দেন। সন্ধ্যায় এআইএ ডিএমকে-এর দলীয় সভা ডাকা হয়েছে। সেখানে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ করণীয়গুলো আলোচনা করা হবে।

টেলিভিশনে জয়ললিতার মৃত্যুর খবর, হাসপাতাল কর্তৃপক্ষের অস্বীকার
তামিলনাড়ুর ছয়বারের মুখ্যমন্ত্রী জয়ললিতার বয়স ৬৮ বছর। নিজের দলের নেতাকর্মী এবং রাজ্যের অনেক মানুষ তাঁকে ‘আম্মা’ বলে সম্বোধন করে থাকেন। ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রবিবার বিকেল পাঁচটায় হার্ট অ্যাটাক হয় জয়ললিতার। চেন্নাই-এর অ্যাপোলো হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎকদের একটি বোর্ড তাকে পর্যবেক্ষণ করছে। লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে। টুইটারে তার স্বাস্থ্য পরিস্থিতির আপডেট জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া জয়ললিতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জী।
এর আগে রাতে হাসপাতাল কর্তৃপক্ষ জনগণের কাছে মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করার আহ্বান জানায়।
২২ সেপ্টেম্বর ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন জয়ললিতা। তারপর অবস্থার অবনতি হয় তার। দীর্ঘদিন ভেন্টিলেশনে থাকার পর সেরেও ওঠেন। জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়। দলের তরফে যেদিন তার সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার খবর ঘোষণা হয়, সেদিনই বিকেলে হৃদরোগে আক্রান্ত হন তিনি।

টেলিভিশনে জয়ললিতার মৃত্যুর খবর, হাসপাতাল কর্তৃপক্ষের অস্বীকার
তামিলনাড়ুতে সমর্থকদের কাছে জয়ললিতা ‘আম্মা’ হিসেবে পরিচিত। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ‘হার্ট অ্যাটাক’ এর খবরে রাজ্যজুড়ে ব্যাপক ভীতি সঞ্চার হয়েছে। হাসপাতালের বাইরে জড়ো হয়েছেন তার অনেক ভক্ত-সমর্থক। কারণ তার স্বাস্থ্যের আরও অবনতি হলে বা মৃত্যু হলে রাজ্যজুড়ে অস্থিতিশীলতা শুরু হবার আশঙ্কা রয়েছে।
চেন্নাইতে হাসপাতাল এবং মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ভক্তদের কাছে আম্মা বা পুরাচ্চি থালাইভি, অর্থাৎ বিপ্লবী নেত্রী নামে পরিচিত ৬৮ বছর বয়সী জয়ললিতার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সব সময়ই গোপনীয়তা রক্ষা করা হয়েছে। সূত্র: বিবিসি, জি নিউজ।
/বিএ/

সম্পর্কিত
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
সর্বশেষ খবর
রাজধানীতে মেডিক্যাল শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
রাজধানীতে মেডিক্যাল শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
মুক্তি পাওয়া আসামির প্রবেশন মেয়াদ বাড়ানোর আবেদন, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মুক্তি পাওয়া আসামির প্রবেশন মেয়াদ বাড়ানোর আবেদন, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও