X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

জলবায়ু পরিবর্তন ইস্যুতে ট্রাম্পের সঙ্গে দেখা করলেন আল গোর

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৬, ১০:০৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১০:১০
image

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর জলবায়ু পরিবর্তন ইস্যুতে প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে কথা বলেছেন। সোমবার ওই আলোচনার পর আল গোর একে ‘ফলপ্রসূ’ বলেও উল্লেখ করেছেন। 

ট্রাম্প টাওয়ারে আল গোর

এর আগে নির্বাচনি প্রচারণার সময় ট্রাম্প জলবায়ু পরিবর্তনকে ‘চীনা মিথ্যা প্রচারণা’ বলে উল্লেখ করেছিলেন। অপরদিকে চলতি বছরের প্রথমদিকে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারির প্রচারণায় অংশ নিয়ে আল গোর বলেছিলেন, ‘ট্রাম্প জয়ী হলে তিনি জলবায়ু প্রশ্নে বিশ্বকে ধ্বংসের মুখে দাঁড় করাবেন’।

ট্রাম্পের সঙ্গে ৯০ মিনিটের ওই আলোচনার পর গোর জানান, ওই আলোচনায় আমরা আন্তরিকভাবে প্রধান সমস্যাগুলো খুঁজে বের করার চেষ্টা করেছি। এটা ছিল এক কৌতুহলোদ্দীপক আলোচনা, যা সামনেও জারি থাকবে।’

গোর পরে ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেন। তিনি একটি ‘অর্থপূর্ণ জলবায়ু নীতি’ আশা করছেন বলেও মার্কিন সংবাদমাধ্যম এমএসএনবিসি-কে জানান। তবে গোপনীয়তা রক্ষার্থে তিনি ওই আলোচনার বিস্তারিত জানাতে অস্বীকৃতি প্রকাশ করেন এবং পরবর্তীতে ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে আরও আলোচনা করবেন বলে উল্লেখ করেন।

ট্রাম্পের সহযোগীরাও আল গোরের সঙ্গে আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত মাইক পেন্স শুধু জানান, ‘সোমবারের দিনটি ছিল অন্তর্বর্তীকালীন কমিটির জন্য আরেকটি ফলপ্রসূ দিন।’

বিল ক্লিনটনের ভাইস প্রেসিডেন্ট থাকা আল গোর ২০০০ সালে বেশি পপুলার ভোট পেয়েও ইলেক্টোরাল কলেজ ভোটে বুশের কাছে পরাজিত হন। এরপর প্রেসিডেন্ট নির্বাচনে আগ্রহী না হলেও তিনি সোচ্চার থাকেন জলবায়ু পরিবর্তনের বিষয়ে। ২০০৭ সালে তিনি জলবায়ু ইস্যুতে অবদানের জন্য শান্তির জন্য নোবেল পুরস্কার পান।

সূত্র: রয়টার্স।

/এসএ/ 

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বশেষ খবর
মুক্তি পাওয়া আসামির প্রবেশন মেয়াদ বাড়ানোর আবেদন, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মুক্তি পাওয়া আসামির প্রবেশন মেয়াদ বাড়ানোর আবেদন, অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
মতিঝিলে ফুটপাত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও