X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

জয়ললিতার শেষকৃত্য আজ বিকালে

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৬, ১৩:১১আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ১৮:০২
image

জয়ললিতার মরদেহ তামিলনাড়ুর সদ্যপ্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার শেষকৃত্য অনুষ্ঠিত হবে মঙ্গলবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায়। রাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়েছে।
রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, শেষকৃত্যের আগে জয়ললিতার মরদেহ তার বাসভবন পোয়েস গার্ডেনে রাখা হবে। পরে তাকে নিয়ে যাওয়া হবে রাজাজি হলে। সেখানেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেষ শ্রদ্ধা জানাবেন। বিকাল সাড়ে ৪টায় ম্যারিনা বিচের ড. এমজিআর মেমোরিয়ালে জয়ললিতার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এখানে এর আগে আরও ছয় প্রয়াত মুখ্যমন্ত্রীর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।
রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।    
উল্লেখ্য, চলতি বছরের ২২ সেপ্টেম্বর ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন জয়ললিতা। তারপর অবস্থার অবনতি হয় তার। দীর্ঘদিন ভেন্টিলেশনে থাকার পর সেরেও ওঠেন। জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়। দলের তরফে যেদিন তার সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার খবর ঘোষণা হয়, সেদিনই বিকেলে হৃদরোগে আক্রান্ত হন তিনি।
রবিবার বিকেল পাঁচটায় হৃদরোগে আক্রান্ত হন জয়ললিতা। তখন তিনি চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয় জয়ললিতাকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। সোমবার রাত সাড়ে ১১টায় তার বর্ণাঢ্য জীবনের অবসান ঘটে।
২০১৪ সালেই ‘আম্মা’র বিশ্বস্ত সহচর পানিরসেলভামকে পরবর্তী নেতা হিসেবে নির্বাচন করে রেখেছিল রাজ্যের ক্ষমতাসীন পার্টি এআইএডিএমকে। সে অনুযায়ী, জয়ললিতা মারা যাওয়ার দুই ঘণ্টার মধ্যেই রাত ১টা ২০ মিনিটে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে রাজ ভবনে শপথ গ্রহণ করেন পানিরসেলভাম। তাকে শপথ বাক্য পাঠ করান গভর্নর সি বিদ্যাসাগর। এরপর ৩২ সদস্যের মন্ত্রিপরিষদ সম্মিলিতভাবে শপথ বাক্য পাঠ করে শপথ গ্রহণ করে।

জয়ললিতার প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে সাত দিনের শোক ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। তিনদিনের জন্য বন্ধ রাখা হবে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ।

জয়ললিতার মৃতুতে শোকপ্রকাশ করেছেন ভারতের কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিভিন্ন নেতারা। 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এসএ/টিএন/ 

সম্পর্কিত
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা