X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শাপেকোয়েন্স বিপর্যয়ের ঘটনায় এয়ারলাইন প্রধান আটক

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৬, ২৩:২৪আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ২৩:২৫

বলিভিয়ার লামিয়া এয়ারলাইনের প্রধান নির্বাহী গুস্তাভো ভার্গাস। ব্রাজিলের শাপেকোয়েন্স ফুটবল টিমের খেলোয়াড়সহ ৮১ আরোহীকে নিয়ে কলম্বিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় ওই এয়ারলাইনের প্রধানকে আটক করা হয়েছে। ২৭ নভেম্বর ২০১৬ সোমবার ৭৭ জন আরোহীকে নিয়ে বিমানটি কলম্বিয়ায় বিধ্বস্ত হয়। বলিভিয়া থেকে শাপেকোয়েন্স ফুটবল দল নিয়ে কলম্বিয়ার মেডিলিনে যাচ্ছিল বিমানটি। ওই ঘটনায় মঙ্গলবার তাকে আটক করেন বলিভিয়ার প্রসিকিউটররা। আটককৃত গুস্তাভো ভার্গাস বলিভিয়ার লামিয়া এয়ারলাইনের প্রধান নির্বাহী। এই লামিয়া’র বিমানেই ওই দুর্ঘটনা ঘটেছিল।

গুস্তাভো ভার্গাস ছাড়াও লামিয়া’র আরও দুই কর্মীকেও মঙ্গলবার বলিভিয়ার প্রসিকিউটর কার্যালয়ে আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বলিভিয়ার অ্যাটর্নি জেনারেল রামিরো গুরেরো বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই বিমানের নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে সম্ভাব্য অপরাধমূল ব্যর্থতা খতিয়ে দেখা হবে।

এর আগে কলম্বিয়ায় বিধ্বস্ত হওয়া বিমানটি জ্বালানি সংকটে পড়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে আসে। এ খবরে বিক্ষুব্ধ হয়ে পড়েন শাপেকোয়েন্স ভক্তরা। নিহত ফুটবলার ও অন্য বিমান আরোহীদের জন্য শোক জানানোর পাশাপাশি জ্বালানিজনিত অবহেলার বিরুদ্ধে ধিক্কার জানান তারা।

৩০ নভেম্বর ২০১৬ বুধবার রাতে একে অপরের প্রতিপক্ষ হিসেবে কলম্বিয়ার মাঠে মুখোমুখি হওয়ার কথা ছিল শাপাকোয়েন্স ও ন্যাসিওনালের খেলোয়াড়দের। কোপা সুদামেরিকানা ফাইনালের প্রথম লেগ জেতার স্বপ্ন দেখছিলেন তারা। অথচ খেলার একদিন আগে বিমান দুর্ঘটনা কেড়ে নেয় ব্রাজিলের শাপেকোয়েন্স ক্লাবের প্রায় সকল খেলোয়াড়ের প্রাণ।

বুধবার তাই যেসময়ে খেলা হওয়ার কথা ছিল সেসময়ে মাঠে দেখা যায় অন্য এক পরিস্থিতি। মাঠে দর্শক-ভক্তদের উপস্থিতি ছিল, ছিল প্রতিপক্ষের খেলোয়াড়দের উপস্থিতিও। কেবল খেলা হলো না। কলম্বিয়া আর ব্রাজিলের স্টেডিয়ামে একযোগে চললো প্রার্থনা। শাপেকোয়েন্স দলের সদস্যরাসহ বিমান দুর্ঘটনায় যে ৭১ আরোহী নিহত হয়েছেন তাদের স্মরণে চললো শ্রদ্ধা নিবেদন। কিন্তু এদিন রাতেই ব্রাজিলের ‘ও গ্লোবো’ সংবাদপত্রে প্রকাশিত একটি খবরে ভক্তদের শোক পরিণত হয় ক্ষোভে।

গ্লোবোতে প্রকাশিত খবরে বলা হয়, কলম্বিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে বিমানটির ট্যাংকে কোনও জ্বালানি ছিল না এবং এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। ও গ্লোবোতে আরও বলা হয়, সাও পাওলো থেকে যাত্রা করা বিমানটির বলিভিয়ার কবিজায় জ্বলানি নেওয়ার কথা থাকলেও তা এড়িয়ে যাওয়া হয়েছিল, কারণ রাতে বিমানবন্দরটিতে কার্যক্রম বন্ধ থাকে।

শাপেকোয়েন্সের তরুণ নারী দলের সদস্য নাতালি ফেরান্তি ক্ষোভ জানিয়ে বলেন, ‘এটি এমন এক ভুল যা জীবন শেষ করে দিয়েছে, শাপেকোয়েন্সকে শেষ করে দিয়েছে। এ ধরনের ঘটনায় আমি ক্ষুব্ধ।’

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ফ্লাইটের শেষের কয়েক মিনিটের কথোপকথনের একটি রেকর্ডিং ফাঁস হয়েছে। সেখানে শেষ মিনিটগুলোতে পাইলটের সঙ্গে বিমান নিয়ন্ত্রণ টাওয়ারের যে আলাপ হয়েছে তাতে অস্থিরতা দেখা গেছে। পাইলট বার বার জ্বলানি নেই বলে অবতরণের অনুমতি চাইছিলেন।

নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের একজন বলেন, যান্ত্রিক গোলযোগ থাকায় অন্য একটি বিমানও ফেরত আসছে, সেটিকে অবতরণে প্রাধান্য দিতে হবে। শাপেকোয়েন্স দলকে বহনকারী সেই বিমানের পাইলটকে সাত মিনিট অপেক্ষা করতে বলা হয়। সে সময় পাইলট বিমানটি নিয়ে যখন ঘুরছিলেন তখন তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন। একেবারে শেষ মুহূর্তে তিনি বলে ওঠেন, ‘জ্বালানিবিহীন, পুরোপুরি বৈদ্যুতিক গোলযোগ’। এরপর চার মিনিট ঘোরার পর অবশেষে পার্বত্য এলাকায় বিমানটি আছড়ে পড়ে।

উল্লেখ্য, সোমবার (২৭ নভেম্বর) শাপেকোয়েন্স দলের ফুটবলাররাসহ ৭৭ জন আরোহীকে নিয়ে বিমানটি কলম্বিয়ায় বিধ্বস্ত হয়। ব্রাজিল থেকে যাত্রা করার পর বলিভিয়ায় যাত্রা বিরতি করেছিল বিএই ১৪৬ বিমানটি। এরপর বলিভিয়া থেকে কলম্বিয়ার উদ্দেশে যাত্রা শুরুর পর স্থানীয় সময় সোমবার রাত ১০টা ১৫ মিনিটে লা ইউনিয়নের কেরো গোর্দো শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়া বিমানটির ৭১ আরোহীই নিহত হন এবং ৬ আরোহী প্রাণে বেঁচে যান।

বিমানটিতে ব্রাজিলের ফুটবল ক্লাব শাপেকোয়েন্সের ২২ সদস্য ছিলেন। এর মধ্যে তিনজন প্রাণে বেঁচে গেলেও বাকিরা সবাই নিহত হন। বিমান বিধ্বস্ত হওয়ার খবরে শাপেকোয়েন্সের ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। আর তার মধ্যে বুধবার (৩০ নভেম্বর) রাতে ব্রাজিলের ‘ও গ্লোবো’ সংবাদপত্রে প্রকাশিত একটি খবরে ভক্তদের শোক পরিণত হয় ক্ষোভে।

গ্লোবোতে প্রকাশিত খবরে বলা হয়, কলম্বিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে বিমানটির ট্যাংকে কোনও জ্বালানি ছিল না এবং এ নিয়ে তদন্ত শুরু হয়েছে।

ব্রাজিলিয়ান ক্লাবের নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শাপেকোয়েনসকে ২০১৬ সালের সুদামেরিকানার চ্যাম্পিয়ন করার জন্য মহাদেশীয় শীর্ষ ফুটবল সংস্থা কনমেবল এর কাছে আগেই দাবি করেছিল ন্যাসিওনাল। খেলার পূর্বনির্ধারিত সময়ে মাঠে নেমে শ্রদ্ধা নিবেদনেরও ঘোষণা দিয়েছিল দলটি। সেই মোতাবেক বুধবার তারা মাঠে নেমে আসেন। বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে অনুষ্ঠিত হয় শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শুরু হওয়ার এক ঘণ্টা আগেই স্টেডিয়াম দর্শকে ভরপুর হয়ে ওঠে। এক ঘণ্টা আগেই স্টেডিয়ামে প্রবেশ করেন ৪৬ হাজার মানুষ। তাদের কারও কারও হাতে ছিল ফুল। ঠিক যেসময় খেলা শুরুর কথা ছিল তখন এক মিনিট নীরবতা পালন করা হয়। তখন কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এমপি/

সম্পর্কিত
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
সর্বশেষ খবর
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি