X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ইরাকি বাহিনীর বিমান হামলায় ৫৫ বেসামরিক নিহত

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৬, ০৯:১৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ০৯:২৩
image

ইরাকের আইএস নিয়ন্ত্রিত আল-কায়েম শহরে চালানো বিমান হামলায় অন্তত ৫৫ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ইরাকি কর্তৃপক্ষ দাবি করেছে, ‘ভুল করে’ বেসামরিক এলাকায় তারা ওই হামলা চালিয়েছে। 

ইরাকি বাহিনীর যুদ্ধবিমান

বুধবার শহরের একটি বাজারে বেতন নেওয়ার জন্য জড়ো হয়েছিলেন কিছু মানুষ। সেখানেই হামলা চালায় ইরাকি বাহিনী। ওই হামলায় নিহত ৫৫ জনের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে।

ইরাকের আনবার প্রদেশের জ্যেষ্ঠ রাজনীতিক আহমেদ আল-সালমানি এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বিমান হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন।

আনবার প্রদেশের পার্লামেন্ট সদস্য মোহাম্মদ আল-কারবোলি তার ফেসবুক পেইজে এক বিবৃতিতে বলেছেন, বেসামরিক মানুষদের ওপর ইরাকি বাহিনীর হামলার ঘটনা এবারই প্রথম নয়।

ইরাকি বাহিনীর বিমান হামলায় বিধ্বস্ত ভবন

তিনি আরও বলেন, ‘আমরা বেসামরিকদের ওপর বারংবার চালানো এসব হামলায় জড়িতদের পেছেনে কারা রয়েছেন, তা খুঁজে বের করতে একটি কমিশন গঠনের আহ্বান জানাই। ভুলবশত চালানো এসব হামলায় আমাদের বাহিনী প্রশ্নবিদ্ধ হয়েছে।’

কারবোলি মনে করেন, বেসামরিক নাগরিকদের ওপর চালানো হামলা মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-কে তাদের প্রপাগান্ডা চালানোর সুযোগ করে দেয়।

এদিকে, আইএস-এর কথিত বার্তাসংস্থা আমাক-এ দাবি করা হয়, ইরাকি বাহিনীর বিমান হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন।

সূত্র: আল-জাজিরা।

/এসএ/ 

সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বশেষ খবর
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা