X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আলেপ্পোর বিজয় গৃহযুদ্ধ অবসানে বড় পদক্ষেপ: সাক্ষাৎকারে আসাদ

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৬, ০৯:৫৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১০:০১
image

বাশার আল-আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আলেপ্পো নগরীতে তার অনুগত বাহিনীর বিজয়কে পাঁচ বছর ধরে চলে আসা সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধে এক ‘বড় পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন। তবে তিনি মনে করেন না, আলেপ্পো থেকে বিদ্রোহীদের তাড়িয়ে দিলেই যুদ্ধের অবসান ঘটবে। সিরিয়ার আল-ওয়াতান সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 

সাক্ষাৎকারে আসাদ বলেন, ‘এটা সত্যি যে, আলেপ্পো আমাদের জন্য এক বিজয়। কিন্তু বাস্তবতা হলো, এর মধ্য দিয়ে সিরিয়ায় গৃহযুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে না। তবে আলেপ্পোর বিজয় গৃহযুদ্ধ অবসানে এক বড় পদক্ষেপ।’

তিনি আরও বলেন, ‘সন্ত্রাসীরা অন্য কোথাও থাকবে। আমরা আলেপ্পোতে যুদ্ধের অবসান ঘটালেও, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলমান থাকবে।’    

আসাদ বাহিনীর হামলায় কোণঠাসা হয়ে পড়া বিদ্রোহীরা বেসামরিক নাগরিকদের নগরী থেকে সরে যাওয়ার সুযোগ দিতে ৫ দিনের অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছিল। তবে আসাদ ওই আহ্বান প্রত্যাখ্যান করে বলেছেন, তার বাহিনী ‘সন্ত্রাসী’দের ওপর হামলা চালিয়ে যাবে।  

আলেপ্পো ছেড়ে পালাচ্ছে মানুষ

এদিকে, আলেপ্পোর বিদ্রোহীরা নগরীর কেন্দ্র থেকে সরে গেছে বলে জানা গেছে। বিদ্রোহীদের কাছ থেকে আলেপ্পোর ওল্ড সিটির গোটা অংশের নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। এর মধ্য দিয়ে ওল্ড সিটিতে নিজেদের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ এলাকাগুলোও ছাড়তে বাধ্য হলো বিদ্রোহীরা। চার বছর ধরে এলাকাগুলো বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল।

সিরিয়ান অবজারভেটরির জানায়, মঙ্গলবার রাতভর এলাকাগুলোতে সেনাবাহিনী অভিযান চালিয়েছে। বিমান হামলা ও মর্টার শেল হামলা চালানো হয়েছে। সেনাবাহিনীর আক্রমণের মুখে বিদ্রোহীরা ওল্ড সিটি থেকে সরে যায়।

উল্লেখ্য, ২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে অন্তত চার লাখ সিরীয় নিহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে।

সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!