X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিধ্বস্ত বিমানের আরোহীদের দেহাবশেষ শনাক্তে ডিএনএ পরীক্ষা

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৬, ১৩:১৩আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৩:১৫
image

আরোহীদের দেহাবশেষ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে ইসলামাবাদে দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়া পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ওই বিমানটির আরোহীদের দেহাবশেষ শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বিমানটিকে থাকা ৪৮ আরোহীর সবাই নিহত হয়েছেন।  

বুধবার স্থানীয় সময় বিকাল ৪টা ৪২ মিনিটে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হাভেলিয়ান শহরের কাছে পিকে-৬৬১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর চিত্রল থেকে ইসলামাবাদের পথে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি নিখোঁজ হয়। প্রাথমিকভাবে এয়ারলাইন্স কর্তৃপক্ষের তরফে ফ্লাইটটি নিখোঁজের কথা বলা হয়। পরে পুলিশ জানায়, বিমানটি বিধ্বস্ত হয়েছে।

অ্যাবোটাবাদে অবস্থিত আইয়ুব মেডিক্যাল কমপ্লেক্স-এর কর্মকর্তা মুহাম্মদ আব্বাস বলেন, ‘ডিএনএ পরীক্ষা ও শনাক্তের জন্য আরোহীদের মরদেহ হেলিকপ্টারে ইসলামাবাদ নিয়ে যাওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘কোনও মরদেহই অক্ষত নেই।’

আইএসপিআর জানিয়েছে, তিনটি সামরিক হেলিকপ্টার দিয়ে আরোহীদের দেহাবশেষ অ্যাবোটাবাদ থেকে ইসলামাবাদে নিয়ে যাওয়া হবে।

পরে ওই হেলিকপ্টারের মাধ্যমে ওই দেহাবশেষ ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস এবং রাওয়ালপিন্ডির কমবাইন্ড মিলিটারি হসপিটালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হবে। সেখানেই তা সংরক্ষণ করা হবে।

উদ্ধারকারীদের বরাত দিয়ে ফরাসি বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ার অ্যাবোটাবাদ জেলার যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তার থেকে কয়েকশ’ মিটার দূরে ওই বিমানের ধ্বংসাবশেষ এবং আরোহীদের দেহাবশেষ ছড়িয়েছিল।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, ‘মরদেহগুলো এতোটা বাজেভাবে পুড়ে যায় যে, তাদের আর চেনার কোনও উপায় নেই। এমন কি মরদেহটি কোনও নারী, নাকি পুরুষের তাও বোঝা যাচ্ছিল না।’

আইয়ুব মেডিক্যাল কমপ্লেক্সের এক কর্মকর্তা আলী বাজ জানিয়েছেন, ফিঙ্গার প্রিন্ট দেখে ছয়জনের মরদেহ শনাক্ত করা হয়েছে।

এর আগে পিআইএ এবং পিসিএএ-এর বিবৃতিতে নিশ্চিত করা হয়, বিমানের সকল আরোহী নিহত হয়েছেন। 

আরোহীদের দেহাবশেষ যাচ্ছে ডিএনএ পরীক্ষার জন্য

পিআইএ-এর মুখপাত্র দানিয়াল গিলানি জানান, নিহতদের মধ্যে ৪২জন যাত্রী, ৫জন ক্রু এবং একজন প্রকৌশলী ছিলেন। আরোহীদের মধ্যে তিনজন বিদেশীও ছিলেন। এদের মধ্যে দুইজন অস্ট্রিয়ার আর একজন চীনের নাগরিক। এছাড়া বিমানটিতে ছিলেন পাকিস্তানের এক সময়ের জনপ্রিয় পপ তারকা জুনায়েদ জামশেদ।

পিসিএএ-এর তালিকা অনুসারে, বিমানটিতে যাত্রীদের মধ্যে ৩১ জন পুরুষ, ৯ জন নারী ও ২ শিশু ছিলেন।

পিআইএ এর চেয়ারম্যান আজম সেহগাল বলেছেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক এক দুর্ঘটনা এবং কোনভাবেই নিজেদের দায় অস্বীকার করার চেষ্টা করবে না পিআইএ।’

আজম সেহগাল বলেন, ‘এই মুহূর্তে নিহতদের মরদেহ স্বজনদের কাছে ঠিকঠাকভাবে হস্তান্তর করাই সবচেয়ে বড় কাজ।’

তবে দুর্ঘটনার কারণ প্রসঙ্গে তিনি বলছেন, বিমানটিতে ‘যান্ত্রিক গোলযোগের কোনো সুযোগ ছিল না।’ এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান।

এদিকে, বুধবার ইসলামাবাদ বিমানবন্দরে পিসিএএ-এর সচিব ইরফান ইলাহি সাংবাদিকদের জানান, এটিআর-৪২ টার্বোপ্রব বিমানটির ইঞ্জিনে ত্রুটি ছিল। তিনি বলেন, ‘এখনই নির্দিষ্ট করে কিছু বলা মুশকিল। তবে আমরা জানি যে, বিমানটির ইঞ্জিনে সমস্যা ছিল।’

বিমান বিধ্বস্ত হবার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

সূত্র: ডন।

/এসএ/

সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা