X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শ্রমিক-স্বার্থের বিরোধী অ্যান্ড্রু পুজডারই ট্রাম্পের শ্রমমন্ত্রী

বিদেশ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৬, ১০:৩৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ১৩:২১
image

অ্যান্ড্রু পুজডার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্ত্রিসভার তালিকায় যুক্ত হলো আরেক বিতর্কিত নাম। শ্রমিকদের ন্যুনতম মজুরি বাড়ানোর বিরোধিতাকারী ব্যবসায়ী অ্যান্ড্রু পুজডারকে শ্রমমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। এ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া একটি বিবৃতি প্রকাশ করেছে তার অন্তর্বর্তী দল। সে বিবৃতিতে অ্যান্ড্রু পুজডারকে শ্রমিকবান্ধব হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, শ্রমিকদের হয়ে তার লড়াইয়ের রেকর্ড রয়েছে। পুজডার শ্রমিকদের জীবনকে আরও নিরাপদ ও সমৃদ্ধ করবেন বলেও উল্লেখ করা হয় সেখানে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সি কে ই রেস্টুরেন্টস-এর প্রধান নির্বাহী পুজডার প্রায়ই দাবি করে থাকেন যে ন্যুনতম মজুরির হার বেশি হলে তা কাজের ক্ষেত্র কমাবে, চাকরি নষ্ট করবে। ৪০ লাখেরও বেশি মার্কিন শ্রমিকের ওভারটাইম-এর টাকা বাড়ানোর লক্ষ্যে শ্রম মন্ত্রণালয়ের আরোপ করা একটি নতুন নিয়মেরও সমালোচনা করেন তিনি। ফাস্টফুড কর্মীদের মজুরি দ্বিগুণ করে ন্যুনতম ১৫ ডলার নির্ধারণ করার জন্য দেশব্যাপী যে ক্যাম্পেইন চলছে তাও প্রত্যাখ্যান করেছেন অ্যান্ড্রু পুজডার। কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মজুরির বিষয়টিও শ্রম মন্ত্রণালয় দেখে দেখভাল করা হয়ে থাকে। অথচ সে শ্রম মন্ত্রণালয়ের জন্যই বিতর্কিত অ্যান্ড্রু পুজডারকে বেছে নিয়েছেন ট্রাম্প।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ট্রাম্পের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘যেসব অপ্রয়োজনীয় নীতিমালা কাজের ক্ষেত্র কমাচ্ছে এবং মজুরি দমিয়ে রাখছে সেগুলো থেকে ছোট ছোট ব্যবসা ক্ষেত্রগুলোকে তিনি (পুজডার) বাঁচাবেন।’

একই বিবৃতিতে পুজডার বলেন, ‘যথাযথভাবে নেওয়া সরকারি নীতিমালা মার্কিন শ্রমিকদের জন্য আরও কাজের ক্ষেত্র এবং অপেক্ষাকৃত ভালো মজুরি তৈরি করবে।’

এদিকে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুজডার ট্রাম্পের শুরুর দিকে নির্বাচনি প্রচারণার জন্য ৩ লাখ ৩০ হাজার ডলারেরও বেশি অর্থ অনুদান দিয়েছিলেন।

/এফইউ/

সম্পর্কিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বাংলাদেশি আমেরিকানদের প্রশংসা করলেন ডোনাল্ড লু
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত
সর্বশেষ খবর
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে চার জন অগ্নিদগ্ধ
প্রিয় দশ
প্রিয় দশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
বাংলাদেশে চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান নানকের
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে