X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পার্কের অভিশংসনে হাজার হাজার মানুষের উৎসবমুখর সমাবেশ

বিদেশ ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৬, ০৯:৫৯আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১০:০২
image

সিউলে বিক্ষোভকারীদের উদযাপন দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট দেশটির প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের অভিশংসনের পক্ষে রায় দেওয়ার পর হাজার হাজার মানুষ রাজধানী সিউলের রাস্তায় নেমে আসেন তা উদযাপনের জন্য। তাদের দাবি, পার্ককে চূড়ান্তভাবে অভিশংসিত করতে হবে।

গত সাত সপ্তাহ ধরে সরকার-বিরোধী প্রতিবাদকারীরা বিক্ষোভ সমাবেশ করছে এবং পার্ককে উৎখাতের দাবি জানিয়ে আসছে।

শুক্রবার পার্লামেন্ট পার্ককে অভিশংসিত করায় তিনি সাময়িকভাবে প্রেসিডেন্টের পদ থেকে বরখাস্ত হয়েছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত পেতে আরও কিছুদিন সময় লাগবে। অর্থাৎ ৯ বিচারক বিশিষ্ট সাংবিধানিক আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। পার্ক চূড়ান্তভাবে অভিশংসিত হবেন কি হবেন না সে সিদ্ধান্ত জানাতে ছয় মাস সময় পাবেন তারা। আর সে পর্যন্ত প্রেসিডেন্ট পদ থেকে সাময়িক বরখাস্ত থাকবেন পার্ক।

শনিবার প্রায় দুই লাখ প্রতিবাদকারী বিক্ষোভে অংশ নেন। পার্কের অভিশংসনের পর এই বিক্ষোভ সমাবেশ পরিণত হয়েছে উৎসবে উদযাপনে। তবে বিক্ষোভকারীদের দাবি, সাংবিধানিক আদালত যেন যৌক্তিক ও ন্যায় বিচারের মধ্য দিয়ে সিদ্ধান্ত নেন এবং তা যেন জনগণের আকাঙ্ক্ষার বিপরীত না হয়।

এদিকে, দুর্নীতির দায়ে অভিযুক্ত পার্ক পার্লামেন্টে অভিশংসিত হওয়ার পর প্রধানমন্ত্রী হং কু আন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার এক ভাষণে তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানানোর পাশাপাশি দেশটির শেয়ার বাজারকেও চাঙ্গা করার আশ্বাস দেন।

শুক্রবার পার্লামেন্টে অভিশংসন ভোট অনুষ্ঠিত হয়। পার্লামেন্টের ৩০০ আসনের দুই-তৃতীয়াংশ (২০০) ভোট দরকার হলেও অভিশংসনের পক্ষে ভোট পড়ে ২৩৪টি। আর বিপক্ষে ভোট দেয় ৫৬ জন। পার্লামেন্টে তিন বিরোধীদলের ১৭২ জন সদস্য রয়েছেন। অর্থাৎ,অভিশংসনের জন্য বিরোধীদের ভোট ছাড়াও ক্ষমতাসীন দলের ২৮ জনের সমর্থন দরকার ছিল। পার্কের বিরুদ্ধে ভোট দিয়েছেন তার রাজনৈতিক দল সেনুরি পার্টির অন্তত ৬০ জন সদস্য।

দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এটি এক বিরল ঘটনা। এর আগে ২০০৪ সালে সাবেক প্রেসিডেন্ট রো মো-হিউনকে পদ থেকে সরানোর জন্য অভিশংসন বিল আনা হয়েছিল।

২০১৩ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন পার্ক। তার আরও ১৫ মাস মেয়াদ আছে। তবে দায়িত্বগ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ উঠে। পার্কের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ,তিনি তার বন্ধুকে অবৈধভাবে ক্ষমতার নেপথ্যে থেকে দুর্নীতি করার সুযোগ করে দেন। পার্ক জিউন-হাইয়ের বন্ধু চোই সুন-সিল প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কের সুবাদে অর্ধশতাধিক প্রতিষ্ঠান থেকে অনুদানের নামে ৬৫.৫ মিলিয়ন ডলার হাতিয়ে নেন। এর মধ্যে স্যামসাং এবং হুন্দাই-এর মতো কোম্পানিও রয়েছে। ওই অর্থ সন্দেহভাজন একটি ফাউন্ডেশনের নামে নেওয়া হয়। পরে তিনি সেখান থেকে আর্থিকভাবে লাভবান হন।

পার্ক জিউনের বিরুদ্ধে অভিযোগ, তিনি বন্ধুকে ওই অর্থ তুলতে সাহায্য করেন। তিনি চোই সুন-সিলকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলনের অনুমতি দিয়েছিলেন। প্রতারণা, বলপ্রয়োগ ও ক্ষমতার অপব্যবহারের দায়ে চোই সুন-সিলকে চলতি মাসের গোড়ার দিকে গ্রেফতার করা হয়। এছাড়া গোপন রাষ্ট্রীয় নথি প্রকাশের অভিযোগে প্রেসিডেন্টের অপর এক সহযোগীকেও গ্রেফতার করা হয়।

বর্তমানে অভিশংসন ভোটের ফলাফল সাংবিধানিক আদালতের অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। সাংবিধানিক আদালতের নয়জন বিচারকের অন্তত ছয়জন ভোটের পক্ষে রায় দিলে অভিশংসন প্রক্রিয়া কার্যকর হবে। দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে পার্ক গিউন হাই ক্ষমতা ত্যাগ করার ৬০ দিনের মধ্যে বাধ্যতামূলকভাবে নির্বাচনের আয়োজন করতে হবে।

সূত্র: বিবিসি।  

/এসএ/ 

সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের