X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নাইজেরিয়ার বাজারে বোমা হামলা চালিয়েছে দুই আত্মঘাতী কিশোরী

বিদেশ ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৯আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ১৭:৪৮

নাইজেরিয়ার বাজারে বোমা হামলা চালিয়েছে দুই আত্মঘাতী কিশোরী উত্তর পূর্ব নাইজেরিয়ার মাইদুগুরি শহরে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে দুই কিশোরী। স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছেন। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়েই কয়েক মিনিটের মধ্যেই তরুণীরা  বিস্ফোরণ ঘটায় এবং বিস্ফোরণে তাদের দুজনের মৃত্যু হয়।

মাইদুগুরির মিলিশিয়ার সদস্য আব্দুল করিম গণমাধ্যমকে জানান, দুই তরুণীর বয়স সাত অথবা আট বছর হবে। তারা রিকশায় চড়ে বাজারে আসে। রিকশা থেকে নেমে আমার সামনে দিয়ে তারা হেঁটে যায়। এ সময় তাদের চেহারায় কোনও ধরনের আবেগ চোখে পড়েনি।

করিম বলেন, আমি তাদের সঙ্গে ইংরেজি ও স্থানীয় ভাষায় কথা বলার চেষ্টা করি।  কিন্তু তারা এতে সাড়া দেয়নি। তখন মনে হলো তারা হয়ত তাদের মাকে খুঁজছে।

তিনি আর ও জানান, প্রথম মেয়েটি দোকানের দিকে চলে যায় এবং বিস্ফোরণ ঘটায়।

বর্ন রাজ্যের মাইদুগুরি শহরের পুলিশ জানায়, বাজারে যখন ক্রেতাদের ভিড় ছিল ঠিক তখন এই জোড়া আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে এক ব্যক্তি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

এর আগে শুক্রবার দেশটিতে জোড়া হামলায় অন্তত ৪৫ জন নিহত ও ৩৫ জন আহত হন। হামলাটির দায় স্বীকার করেনি কোনও সংগঠন। তবে নাইজেরিয়ায় সচরাচর এ ধরনের হামলা চালিয়ে থাকে নিষিদ্ধঘোষিত ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারাম। সূত্র: বিবিসি।

/টিকেএম/এএ/

সম্পর্কিত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৯, উদ্ধার ২২
বিনিয়োগ ও সামাজিক ব্যয়ের প্রতিশ্রুতিতে তৃতীয় মেয়াদ শুরু সিসির
সর্বশেষ খবর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি