X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ট্রাম্পকে ‘হত্যাচেষ্টাকারী’ সেই ব্রিটিশ তরুণের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৬, ১০:৩৭আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৬, ১০:৩৭
image

স্যান্ডফোর্ড গত জুনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলার সময় ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার অপরাধে গ্রেফতার হওয়া সেই ব্রিটিশ তরুণকে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের আদালত তার বিরুদ্ধে এক বছর একদিনের সাজা ঘোষণা করে। গত সেপ্টেম্বরেই তাকে আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
উল্লেখ্য, গত জুনে লাস ভেগাসে ট্রাম্পের নির্বাচনি প্রচারণাকালে এক পুলিশ সদস্যের পিস্তল ছিনিয়ে নিতে চেষ্টা করেন মাইকেল স্টিভেন স্যান্ডফোর্ড নামের ওই তরুণ। তখন তাকে গ্রেফতার করা হয়। পুলিশের পিস্তল কেড়ে নিয়ে ট্রাম্পকে গুলি করে হত্যা করার পরিকল্পনা তার ছিল বলে দাবি করে পুলিশ। স্যান্ডফোর্ড এক তদন্ত কর্মকর্তাকে জানিয়েছেন, এক বছর ধরে তিনি ট্রাম্পকে হত্যা করার কথা ভাবছিলেন। এবার তা করার ব্যাপারে নিজের ওপর বেশি আত্মবিশ্বাস ছিল বলেও জানান তিনি। স্যান্ডফোর্ডের বিরুদ্ধে আনা অভিযোগপত্রে বলা হয়, তিনি সোয়েরকোস্কি নামক এক মার্কিন তদন্ত কর্মকর্তাকে বলেছেন, তিনি ক্যালিফোর্নিয়া থেকে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য লাস ভেগাসে গিয়েছিলেন। অভিযোগপত্রে আরও বলা হয়, তিনি বন্দুক চালনা শেখার জন্য ব্যাটলফিল্ড ভেগাস নামক একটি শ্যুটিং রেঞ্জে গিয়েছিলেন এবং জীবনে প্রথমবারের মতো গুলি চালিয়েছিলেন। সেখানে তিনি ২০ রাউন্ড গুলি চালান। স্যান্ডফোর্ড প্রায় দেড় বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং গত এক বছর ধরে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছিলেন বলেও ওই অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
হত্যাচেষ্টার দায়ে স্যান্ডফোর্ডের দশ বছর পর্যন্ত কারাদণ্ড হওয়ার সুযোগ ছিল। তবে মায়ের দাবি ‘স্যান্ডফোর্ড যা করেছে তা নিয়ে অনুশোচনায় ভুগছে।’ আইনজীবীদের দাবি, তাদের মক্কেল অটিজম, খিঁচুনিজনিত সমস্যা এবং অবসাদে ভুগছেন।

তবে আদালতের রায়ে বলা হয়, চার মাস পর স্যান্ডফোর্ড বিশেষ বিবেচনায় ছাড়া পাওয়ার উপযোগী হবেন। তবে সেক্ষেত্রে তাকে যুক্তরাজ্যে ফেরত পাঠানো হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার কমলা রংয়ের কারা পোশাকে আদালতে হাজির হন স্যান্ডফোর্ড। তাকে বিমর্ষ দেখাচ্ছিল। পরিবারের সদস্যদের উদ্দেশে হাত নেড়ে তিনি বলেন, ‘আমি তোমাদের ভালোবাসি’। নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্যান্ডফোর্ড। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী